নচিকেতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নচিকেতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

এই নষ্ট শহরে



এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান,
সকল খিস্তি খেউর রাজা উজির মেরে
মাস্তানি সব সেরে,
বিকেল বেলা তোমার বাড়ির লাগোয়া পথ ধরে
যাচ্ছে যখন ফিরে,
ভুলে নাহয় দিয়েই ছিল শিস
হাত ছিল নিশপিশ
ছুঁড়ে নাহয় দিয়েই ছিল চিঠি!

স্বীকার করে বলি
এসব কাণ্ড খারাপ ছেলে করে,
আর স্বীকার করে বলি
এসব কাণ্ড খারাপ ছেলে করে।

তবু মেয়ে
প্রেম তবু তার মিথ্যে ছিল না
মিথ্যে ছিল না।

এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান।

এই প্রেমের উপস্থাপন
জানি তেমন ভদ্র শোভন নয়,
তার চিঠির ব্যাকরণ
ভর্তি ভুলে বলার মত নয়,
শুধু তোমার নামটি ছাড়া
শুদ্ধ কিছুই লিখতে জানে না।

আর স্বীকার করে বলি
সে কিছুতেই যোগ্য তোমার নয়,
আর স্বীকার করে বলি
সে কিছুতেই যোগ্য তোমার নয়।

তবু মেয়ে
প্রেম তবু তার মিথ্যে ছিল না
মিথ্যে ছিলো না।

এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান।

সে যে বছর যুদ্ধে গিয়েছিল
ভেবেছিল পাবে তোমার প্রেম,
ইস্পাতে বারুদে সে তার প্রান
তোমার পায়ে সঁপে দিয়েছিল।

আজ স্বীকার করে বল
তুমি তাকে মিথ্যে বলেছিলে,
ও মিথ্যেবাদী মেয়ে
তুমি তাকে মিথ্যে বলেছিলে।

আজ স্বীকার করে বল
তুমি তাকে মিথ্যে বলেছিলে,
ও মিথ্যেবাদী মেয়ে
তুমি তাকে মিথ্যে বলেছিলে।

কেন মিথ্যে বলেছিলে
কেন মিথ্যে বলেছিলে??


এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান।
এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান।

মঙ্গলবার, ২২ মে, ২০১৮

হেই তুমি কি আমায় ভালোবাসো?

নচিকেতা


হেই তুমি কি আমায় ভালোবাসো?
যদি না বাসো, তবে পরোয়া করি না।।
আমি সুর্য্যের থেকে ভালোবাসা নিয়ে
রাঙাবো হৃদয় তার রং দিয়ে
পোষাকী প্রেমের প্রয়োজন বোধ করি না। আমি তোমার জন্য
সস্তা প্রেমের নাটুকে নায়ক পারবোনা হতে
পারবো না।
আমি তোমার জন্য কোনো কুমারের
ধার করা গান গেয়ে গায়ক পারবোনা হতে
পারবো না। যখন আমার ঘরেতে আঁধার
নেই একফোঁটা কেরোসিন।।
পাওনাদারের অভিশাপ শুনে জেরবার হয় বুড়োবাপ
আমিতো তখন পারবোনা খেতে চাইনিজ বারে
চাওমিন, হে। হেই
তুমি কি আমায় ঘৃনা করো?
যদি ঘৃনা করো, তবে পরোয়া করি না।।
আহা বয়ে গ্যাছে সেই ভালোবাসা ধরে
বহুকে হারানো স্বপ্নকে ছেড়ে
সবাইতো আর নিজেকে বেঁচতে পারেনা! হেই, তুমি কি আমায় ভালোবাসো? আমি তোমার দু’পায়ে আমার চেতনা-
স্বাধীনতা সঁপে দিতে পারবো না দিতে
পারবো না।
আমি তোমার জন্যে,
আমি তোমার জন্য সবকিছু ছেড়ে
তোমার আঁচলে মুখ ঢাকা দিতে পারবো না। আমার চলার পথের বাঁকেতে পড়ে জীবনের দাম।।
যেসব মানুষ সেই দাম খোঁজে
সবকিছু জেনে সবকিছু বুঝে
মুছে দাও যদি আঁচলেতে সেইসব মানুষের ঘাম
হেই, তবেই আমায় পেতে পারো। যদি তাই পারো, তবে পরোয়া করি না।।
জেনো তোমার জন্য ধুলোমাখা পথ
অপলকে চেয়ে জীবনের রথা –
সবকিছু ছেড়ে তুমি কি আসতে পারোনা?

hei tumi ki amay valobasho

বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

যখন সময় থমকে দাঁড়ায়


শিল্পীঃ নচিকেতা
অ্যালবামঃ এই বেশ ভাল আছি


যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন আমার গানের পাখি
শুধূ আমাকেই দিয়ে ফাঁকি
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি
যখন এঘরে ফেরে না সে পাখি
নিস্ফল হয় শত ডাকাডাকি
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন এমনে প্রশ্নের ঝড়
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর
তখন বাতাস অন্য কোথাও
শোনায় তার উত্তর
যখন আমার ক্লান্ত চরন
অবিরত বুকে রক্তক্ষরন
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন সময় থমকে দাড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন

jokhon somoy thomke daray

বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

কোন এক মেয়ে

- নচিকেতা

তুমি দেখেছো কি অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া কোন এক মেয়ে?
অফিসের ব্যাস্ততা সারা হলে
ক্লান্তি জরানো পায়ে পথ চলে,
একঘেয়ে জীবনকে কিনে চলে দাম দিয়ে।
ঘরে ফিরে দায়ভার; ফের ঘুম, ফের জাগা ব্যাস্ততা
জীবনকে কেড়ে নায় কখন যে।
কোন এক মেয়ে।
তুমি দেখেছো কি অগুনতি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া এমন এক মেয়ে?

এরপর, এখনো রয়েছো তুমি মগ্ন।
তোমার সুভারচিত দুঃখ বিলাসে
এখনও চলেছো বিরহের গান গেয়ে।
কোন এক মেয়ে।

দুশ্চিন্তার বলিরেখা ঘামে ভেজা কপালেতে আঁকা
কখনো ফিরতে বাড়ি যদি রাত হয়ে যায়
প্রতিবেশি নাগরিক ভ্রুকুটি শানায়।
জীবন সেজেছে আজ রূপসজ্জার সাজে,
চিতাতেই পূর্ণ আরোগ্য।
অফিসের অফিসার বক্র চাহনি তার ,
খেটে খাওয়া মেয়েরা তো ভোগ্য।
আঁধার ভবিষ্যৎ, জীবনের একই গত,
তবুও সে পথ চলে পিছু না পেয়ে।
কোন এক মেয়ে।

এরপর, এখনো বলবে তুমি ভীষণ একা?
নীল সোফাসেটে বসে টেলিফোন মুখে
কথোপকথনে রত সে একঘেয়ে
কোন এক মেয়ে।

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

তুমি আসবে বলেই

কথা,সুর,কন্ঠ--নচিকেতা

তুমি আসবে বলেই
আকাশ মেঘলা
বৃষ্টি এখনো হয় নি
তুমি আসবে বলেই
কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝড়ে যায়নি।
তুমি আসবে বলেই
অন্ধ কানাই বসে আছে গান গায়নি
তুমি আসবে বলেই
চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি।
তুমি আসবে বলেই
জাকির হোসাইন ভুল করে ফেলে তালে
তুমি আসবে বলেই
মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে।
তুমি আসবে বলেই
সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে
তুমি আসবে বলেই
আগামী বলছে দেখতে আসবো তোকে।
তুমি আসবে বলেই......
তুমি আসবে বলেই
আমার দ্বিধারা উত্তর খুজে পায়নি
তুমি আসবে বলেই
দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি।
তুমি আসবে বলেই
সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা
তুমি আসবে বলেই
জ্যোতিষ ছেড়েছে কতনা ভণ্ড বাবা।
তুমি আসবে বলেই
পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার
তুমি আসবে বলেই
ঈষাণ কোণেতে জমেছে অন্ধকার।
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই
বখাটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি
তুমি আসবে বলেই
আমার কলম এখনো বিক্রি হয় নি।
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই

সোমবার, ১ আগস্ট, ২০১৬

রাজশ্রী



             - নচিকেতা

রাজশ্রী, তোমার জন্য
মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়,
রাজশ্রী, তোমার জন্য
দুর্ঘটনা সোমালিয়ায়।
বাড়লো সিগারেটের দাম, তছরুপের
দায়ে সুখরাম ! আহা !!
রাজশ্রী তোমার জন্য ওঠে সূর্য, চাঁদ
ডুবে যায়।
রকে বসা কত যুবক দীর্ঘশ্বাস
ফেলে যায়
রাজশ্রী তোমার কথা ক্লিনটন
ভাবে অ্যামেরিকায়
সুপার মেগাস্টার আমিতাভ গীটার
হাতে নিতে চায়,
নিয়ম করে স্নানের
ঘরে জীবনমুখী গান গায়!
দেশটা যায় রসাতলে,
বেত্রবতী বানের জলে,
আর প্রধানমন্ত্রী চুরির দায়ে !
(আর পারিনা !)
তোমার কথায় সুচিত্রা সেন
ফিল্মে আবার আসতে চায়,
ছাড়া পেয়ে চার্লস শোভরাজ
পৌরসভার ভোটে দাঁড়ায়।
তোমার কথায় নদী আপন
বেগে পাগলপারা
টাটা এবং বিরলা সাহেব হতে চান
সর্বহারা !
সি.বি.আইয়ের মাথারা সব তোমার
ছবি বুকে গোঁজে
হরি নামের মত বলে তোমার
নামে দু'চোখ বোঁজে
টি.এন. শেষণ গান গায়-
রাজশ্রী, রাজশ্রী, তোমার জন্য !
 
(এই সভ্যতায় একজন কার্টুনিস্টের
যদি নিছক হাস্যরস সৃষ্টির
স্বাধীনতা থাকে; তবে, একজন
গায়কেরও নিশ্চয় থাকা উচিত।
মানে নচিকেতারও থাকা উচিত,
তাইনা ? আর আপনারা সব্বাই
তো রাজশ্রীর জন্য পাগল হয়ে গেছেন।
আর পাগলে কী না বলে !)

বুধবার, ২৭ জুলাই, ২০১৬

অ্যাম্বিশন

  - নচিকেতা

কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার,
কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার,
কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশান।


আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন।


ঠকানোই মূল মন্ত্র, আজকের সব পেশাতে,
পিছপা নয় বিধাতাও, তেলেতে জল মেশাতে।
ডাক্তার ভুলছে শপথ, ঘুশ খায় ইঞ্জিনিয়ার,
আইনের ব্যবচ্ছেদে, ডাক্তার সাজে মোক্তার।


যদি চাও সফলতা, মেনে নাও এই সিস্টেম,
ফেলে দাও শ্রোতের মুখে, আদর্শ বিবেক ও প্রেম।
এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান।


আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন।


বড় যদি চাইবে হতে, সেখানেও লোক ঠকানো।
সতভাবে বাঁচো বাঁচাও, একথা লোক ঠকানো।
সতভাবে যাবে বাঁচা, বড় হওয়া যাবে নাকো।
শুধু কথা না শুনে, বড়দের দেখেই শেখ।
এ সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে,
ধুলো মাখা পথই আমার, তুমি চোড়ো জয়োরথে।
শত লাঞ্ছণা দিও, কোরো আমায় অসম্মান।


তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন।


কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার,
কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার,
কেউ চায় বেচতে রূপোয়, রূপের বাহার চুলের ফ্যাশান।


আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন।
আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন।
তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন।

যখন সময় থমকে দাঁড়ায়

- নচিকেতা

যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন

যখন আমার গানের পাখি
শুধূ আমাকেই দিয়ে ফাঁকি
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি
যখন এঘরে ফেরে না সে পাখি
নিস্ফল হয় শত ডাকাডাকি
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন

যখন এমনে প্রশ্নের ঝড়
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর
তখন বাতাস অন্য কোথাও
শোনায় তার উত্তর
যখন আমার ক্লান্ত চরন
অবিরত বুকে রক্তক্ষরন
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন

যখন সময় থমকে দাড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন

সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে ?

সিনেমাঃ ধন্যি মেয়ে (১৯৭১)
সুরঃ নচিকেতা ঘোষ
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায় 


এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে -
সজনী আমি বুঝি মরেছি মনে মনে ।
একে তো ফাগুন মাস দারুন এ সময় -
লেগেছে ভীষণ চোট কি জানি কি হয় !
এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে ?
এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে -
সজনী আমি বুঝি মরেছি মনে মনে ।
একে তো ফাগুন মাস দারুন এ সময় -


অঙ্গে চোট পেলে- সে ব্যাথা সারাবার
হাজার রকমের ঔষধি আছে তার ।
অঙ্গে চোট পেলে- সে ব্যাথা সারাবার
হাজার রকমের ঔষধি আছে তার ।
মরমে চোট পেলে সারেনা এ জীবনে-
সজনী আমি বুঝি মরেছি মনে মনে ।
একে তো ফাগুন মাস দারুন এ সময় -
লেগেছে ভীষণ চোট কি জানি কি হয় !


বাতাসে বাঁশি বাজে কেবলই ডাকে হায়
শিকলে কাটা মন লুকিয়ে যেতে চায় ।
বাতাসে বাঁশি বাজে কেবলই ডাকে হায়
শিকলে কাটা মন লুকিয়ে যেতে চায় ।
এ চোট পেয়ে রাঁধা মরেছে বৃন্দাবনে
সজনী আমি বুঝি মরেছি মনে মনে ।
একে তো ফাগুন মাস দারুন এ সময় -
লেগেছে ভীষণ চোট কি জানি কি হয় !
কি জানি কি হয় ... কি জানি কি হয় ...



বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

উল্টো রাজার দেশে ulto raja

কথাঃ নচিকেতা
সুরঃ নচিকেতা
কন্ঠঃ নচিকেতা
অ্যালবামঃ কি হবে?



কোন এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে (২)
সোজা পথ পোড়ে পায়ে, সোজা পথে কেউ চলেনা
সোজা পথ পোড়ে পায়ে, সোজা পথে কেউ চলেনা
বাঁকা পথ জ্যাম হরদম, জমজমাট ভিড় কমেনা
কোন এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে

সে দেশে করে পাস এম এ,বি এ, কেরানির জীবন যাপন
করে পাস এম এ,বি এ, কেরানির জীবন যাপন
রাজনীতি করলেরে ভাই, ডিগ্রীর কি প্রয়োজন ?
জনগণ তুলে দেবে তোমার হাতে দেশের শাসন

সে দেশে, অর্থের কারচুপিতে সিদ্ধ যিনি -অর্থমন্ত্রী
দেশের শত্রু মাঝে প্রধান যিনি –প্রধানমন্ত্রী
সে দেশে ধার করে ভাই শোধে রাজা ধারের টাকা
মরে ভূত হল মানুষ, লোক দেখানো বৈদ্দি ডাকা
কোন এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে

সে দেশে, অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মাড়ি
অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মাড়ি
বিদেশি চ্যানেল তখন পৌঁছে যে যায় বাড়ি বাড়ি
আনন্দ, কি আনন্দ এসে গেছে কোকাকোলা
গেছে সব দেনার দায়ে বাকি আছে কাপড় খোলা
পায় না খেতে যারা গাইত খেয়াল,টপ্পা ঝানু
পায় না খেতে যারা গাইত খেয়াল,টপ্পা ঝানু
গেয়ে গান হচ্ছে ধনী রাম, শ্যাম আর কুমার পানু
কোন এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে

পারেনা ধরতে পুলিশ সত্যি অপরাধী, যারা বাড়ছে সুখে
নিরীহ প্রেমিক-প্রেমিকাদের ধরে, নিচ্ছে টাকা লেকের ধারে,পুজোর মুখে
এদিকে ধর্ম ধর্ম ধর্ম নিয়ে চলছে বামাল
ধর্মকে তোয়াজ করে সব শালারাই সাদা বা লাল
রাজা দেয় প্রতিশ্রুতি হ্যান কারেগা, ত্যান কারেগা
রাজা দেয় প্রতিশ্রুতি হ্যান কারেগা, ত্যান কারেগা
করেগা কচু, আসলে ব্যাটা পকেট ভারেগা

এতো এক উল্টো দেশের গল্প শুনলে এতক্ষণ
যদি কেউ এমন দেশের সন্ধান পাও তখন …
জানিয়ে দিও আমায় বলব সেই দেশের কথা
ঠিকানা আমার, কেয়ার অব ফুটপথ নচিকেতা
ঠিকানা আমার, কেয়ার অব ফুটপথ নচিকেতা
ঠিকানা আমার, কেয়ার অব ফুটপথ নচিকেতা

সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

বৃদ্ধাশ্রম (ছেলে আমার মস্ত মানুষ)




ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!
আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না
ওর বাবার ছবি, ঘড়ি-ছড়ি, বিদেয় হলো তাড়াতাড়ি
ছেড়ে দিলো, কাকে খেলো, পোষা বুড়ো ময়না
স্বামী-স্ত্রী আর আ্যালসেশিয়ানজায়গা বড়ই কম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম!
নিজের হাতে ভাত খেতে পারতো নাকো খোকা
বলতাম আমি না থাকলে কী করবি রে বোকা?
ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে-
খোকা বোধ হয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে
ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে
দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে
দুহাত আজো খুঁজে, ভুলে যায় যে একদম-
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম!
খোকারও হয়েছে ছেলে, দুবছর হলো
তার তো মাত্র বয়স পঁচিশ, ঠাকুর মুখ তোলো
একশো বছর বাঁচতে চাই এখন আমার সাধ
পঁচিশ বছর পরে খোকার হবে ঊনষাট
আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি-
খোকা-আমি দুজনেতে থাকবো পাশাপাশি
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম
মুখোমুখি আমি, খোকা আর বৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি, খোকা আর বৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি, খোকা আর বৃদ্ধাশ্রম!
sele amar mosto manush,nachiketa
-------------------------------------নচিকেতা