হাবিব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হাবিব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৪ জুন, ২০১৭

ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে

হাবিব ওয়াহিদ

ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে
আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে
পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে
দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁঞ্চা সোনা
আচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না
আমি প্রথম দেখে পাগল হইলাম
মন যে আর মানে না
কাছে আইসো বন্ধু প্রেমের কারণে
ভালোবাইসো রে বন্ধু আমায় যতনে
নিশি ভোরে জোনাক নাচে মনের গহীন বনে
স্বপ্ন দেখ বন্ধু তুমি নিগুঢ় আলিঙ্গনে
তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম
নিলাম আপন করে
পাশে থাকব রে বন্ধু তোমার কারণে
ভালোবাসবো রে বন্ধু তোমায় যতনে

রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

চলো সবাই...

চলো সবাই...
জীবনের আহবানে সামনে এগিয়ে যাই...
দিকে দিকে একি শুনি সময়েরই জয়গান...
ব্যথা ভুলে ছুটে চলো ভুলে সব অভিমান...
যাইওনা যাইওনা কন্যা-তুলে নাও পিছুটান..
চেয়ে দেখো বুকে আছে ভালোবাসার আহবান...
এসো মিলি আমরা মেতে উঠি জীবনের আনন্দে...
এইতো সেই সময়...শুনেছি সুরেরই ছন্দে...
চলো এই ক্ষণে আমরা-----তাকে স্বাগত জানাই...


হাবিব ওয়াহিদ !! Habib Wahid 

Click Here To Hear This Song

 

সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

আমি তো্মার মনের ভেতর

হাবিব ও ন্যান্সি

আমি তো্মার মনের ভেতর একবার
ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাসো সে কথাটা
জানতে চাই
ভালবাসার যত কথা, হৃদয় দিয়ে
শুনতে চাই
তুমি সুধু আমার হবে পৃথিবিকে
বলতে চাই

এ হৃদয়ে জলছে এক যাতন
মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছো আমায় সারা
দিবা রাতি

এ হৃদয়ে জলছে এক যাতন
মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছো আমায় সারা
দিবা রাতি
এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের ফানস
তুমি ফাগুন হয়ে রঙ ছোয়ালে
মনেরো নীলাকাশ
আমি তো্মার মনের ভেতর একবার
ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাসো সে কথাটা
জানতে চাই

এ প্রনয়ে অন্ধ হলাম প্রানের আলো তুমি
দুঃখ এলে ভুলে যেওনা বাচবনাতো আমি
এ প্রনয়ে অন্ধ হলাম প্রানের আলো
তুমি
দুঃখ এলে ভুলে যেওনা বাচবনাতো
আমি

এ প্রনয়ে কথা দিলাম সূয্য চন্দ্র তারা
সাক্ষী থেকো মরন যেনো হয়না তো্মায় ছাড়া
আমি তো্মার
মনের ভেতর
একবার
ঘুরে আসতে চাই
আমায় কতটা
ভালবাসো সে
কথাটা
জানতে চাই

ভালবাসার যত কথা, হৃদয় দিয়ে
শুনতে চাই
তুমি সুধু আমার হবে পৃথিবিকে
বলতে চাই

click to hear this song

ami tomar moner vitor by Habib & Nancy

তো্মারে দেখিল

হাবিব ও ন্যানসি --


তো্মারে দেখিল পরানো ভরিয়া
আসমান জমিন দরিয়া

তো্মারে দেখিল পরানো
ভরিয়া
আসমান জমিন দরিয়া
চলিতে চলিতে থামিয়া
দেখিব তো্মারে আমিও

ও রুপে দিলা তুমি
পাগল করিয়া
ও কাজল টানা আখিতে
ডাগর আখিতে
নজর-ও পড়িলে কি
হবে ?

ও প্রেমেতে পড়িলে
মরনে মরিবে
দেখিও তুমি তবু নিরবে

চোখের পলকে - পলকে
রুপের ঝলকে- ঝলকে

আমি যে ডুবে রই
সেই প্রেমে পড়িয়া
ও রুপে দিলা তুমি পাগল
করিয়া

ও মায়া হাসিরে , কি
ভালবাসিরে
এমনো করিয়া হাসিও

ও নিকটে থাকিও
দেখিয়া রাখিও
এভাবে তুমি ভালবাসিও

যাবেরে যে পথে
যাবেরে
পাবেরে দেখিতে পাবেরে
তো্মারে দেখে সব
ফুল গেছে ঝরিয়া

সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

বাহির বলে দূরে থাকুক

হাবিব-ন্যান্সি

বাহির বলে দূরে থাকুক,
ভিতর বলে আসুক না।
ভিতর বলে দূরে থাকুক,
বাহির বলে আসুক না।

ঢেউ জানা এক নদীর কাছে,
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকা ভাসাই, ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই, না ভাসাই না ডুবাই।।
জল দাকেয় আগুনও টানে,
আমি পড়ি মধ্যিখানে-
দুই দিকে দুই খন্ড হয়ে যাই, আবার যাই না
না নিভাই না জালাই, না জালাই না নিভাই।।

Didha by Habib & Nancy

bahir bole dure thakuk