Romantic লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Romantic লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

প্রেমাতাল

তাহসান

এ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই
এ যেন ভীষন আক্ষেপ আমার আমি দিক্বিজয়ী নই
শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে
রব সারাটি জীবন তোমায় নিয়ে
কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি
প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি
কোনো এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেলে
কড়া নেড়েছি তোমার হাতের ঘরে
কিছু অর্থহীন শব্দ গুনে ডেকেছি তোমায়
প্রেম তুমি কোথায় ??
আ-আআ-আআ-আআ-আআ-আ
বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো
মাতাল আমি তোমার প্রেমে , তাই অর্থহীন সবি যে প্রেম লাগে (২)
প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করলো
বৃথাই জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু ঘুম পাড়ালো
ভেবে ছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন
প্রেম নিয়ে মাতামাতি সুধু আধিখ্যেতা
কেন তুমি শোনালে সেই দুষ্টু হাসি
কেন দূর আলাপনের সেই মিষ্টি কবিতা
কেন তুমি শোনালে সেই মিষ্টি হাসি
কেন দূরালাপনের সেই মিষ্টি কবিতা
আজ শিকল পরিয়ে আমার চোখে তুমি প্রেম আঁকছ
কাঁদতে পারছিনা আমি
ই-ইই-ইইই-ইইই-ইইই-ই
বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো
মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবি যে প্রেম লাগে
বৃহস্পতির বলয় ঘিরে
শনিতে আজ আমি পৌছে গেছি
তোমার প্রেমে পাগল হয়ে পাগলামির ভাবসম্প্রসারণ করেছি
বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো
মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবি যে প্রেম লাগে

সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

হৃদয়ের কথা

হাবিব ও ন্যান্সি


ও তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব, ভালোবেসে যাব ওগো যত দিন বাচব
হেসোনা হেসোনা তুমি জেনো রেখো তা
বলেতো দিয়েছি আমি হৃদয়ের কথা
হৃদয়ের কথা

চাদেরও আলো দিয়ে মুখ খানি দেখব
পেয়নাক লজ্জা খুব কাছে রাখব

না না এভাবে বলোনাগো কোনো না বলা
লাজটুকু কেড়ে নিলে হবে যে মরণ

সইতে পারবনা হারানোর ব্যাথা
বলেতো দিয়েছি হৃদয়ের কথা

টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে
হৃদয়ের কথাগুলি শিস দিয়ে ডাকছে

এমন সুখ তুমি দিলেগো আমায়
কেড়ে নিতে পারবেনা মরণও তোমায়
শেষ করে দিয়ে আজ সব নিরবতা
বলেতো দিয়েছি আমি হৃদয়ের কথা

Ridoyer kotha by Habib & Nancy

দুরে কোথাও আছি

তৌসিফ

দুরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার, দুচোখ নির্বাক আসনা ছুটে
তুমি এলে রংধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়
এ মনের অহলাগ আসনা ছুটে ...


অনুরাগে ঝরে চাদ-ও আজ , এ লগনেও এলেনা
অনুভব নিশ্চুপ আজ, কথা যে বলেনা
ভালো যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসনা


দুরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার, দুচোখ নির্বাক আসনা ছুটে

নীল আচল, নির্মল হাওয়া , এ লগনেও এলেনা
অচেতন থাকে মন, নিস্প্রান যত ভাবনা
দুরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার, দুচোখ নির্বাক আসনা ছুটে
তুমি এলে রংধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়
এ মনের অহলাগ আসনা ছুটে ...

dure kothao asi boshe by Tousif

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

যদি সব সাগরের জল

  - জহির আহমেদ

যদি সব সাগরের জল কালি হত
যদি পৃথিবীর সব গাছ লিখনী হত
আর সারাটি জীবন যদি লিখে যেতাম
তবু তোমার আমার প্রেমের কথা
লেখা শেষ হতোনা।


যদি আকাশের চাঁদ হাতে তুলে দিতাম
যদি তাঁরায় সাজানো মালা গলায় দিতাম
আর পৃথিবীর ফুল তব পথে ছড়াতাম
তবু তোমার আমার প্রেমের কাছে
কিছু দেয়া হতোনা।


যদি শাহজাহান হয়ে তাজমহল দিতাম
যদি স্বর্ণ পাহাড় এনে তোমায় দিতাম
আর সূর্য্যমুখীর মত চেয়ে দেখতাম
তবু আমার এই চোখ ক্লান্ত হত
দেখা শেষ হতোনা।

সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

কথা দাও

তৌসিফ

নীলাকাশ ছুতে পারি যদি তুমি চাও
ওই মেঘ হতে পারি, যদি তুমি চাও
শুধু কথা দাও ভুলে যাবেনা, একটু দুঃখ আমায় চোবেনা
এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবেনা।

ভালোবেসে যেতে পারি যদি তুমি চাও
এ জীবন দিতে পারি জমিয়ে যাও
শুধু কথা দাও ভুলে যাবেনা, একটু দুঃখ আমায় চোবেনা
এই পৃথিবীর বিনিময়েও আমায় কখনো ছেড়ে যাবেনা।

আজ মন ছুটেছে সুখের বাড়ি , দুঃখের সাথে দিয়ে আড়ি,
চৌ সীমানা দেব পাড়ি , বাধা যে মানবনা
এস ভালবাসার ছায়াতলে মন ভেজাবো সুখের জলে
ভয় যে আর করিনা।

দেখ রাত ছুটেছে চাদের বাড়ি , মনের মাঝে স্বপ্ন তারি
সব আলোতে দেব ভোরে আধার যে ডাকবেনা
সেই সপ্নের কথা সত্যি হলে
মন সাজাব ফুলে ফুলে
ঘুম যে আর হবেনা।

 nil akash sute pari by Tousif

 

শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

আমি তোরই সাথে ভাসতে পারি

শিল্পীঃ কুমার বিশ্বজিত
সুরকারঃ ফরিদ আহমেদ
গীতিকারঃ লিটন অধিকারী রিন্টু



আমি তোরই সাথে ভাসতে পারি

মরণ খেয়ায় একসাথে

যদি পরাণটারে রাখিস ঢেকে

তোর পরাণের ছায়াতে।।


পুড়তে পারি তুষের মত তোর প্রেমেরই আগুনে

উড়তে পারি ছাইয়ের মত তোর প্রেমের কারণে

যদি পরাণটারে রাখিস ঢেকে

তোর পরাণের ছায়াতে।।


রইতে পারি বন্দি হয়ে যন্ত্রনারই প্রাচিরে

দিতে পারি বিষের থালা নিমেষে উজার করে

যদি পরাণটারে রাখিস ঢেকে

তোর পরাণের ছায়াতে।।

সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

ও আমার বন্ধু গো

ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার,
তোমারই জন্য গড়েছি আমি
মনজিল ভালোবাসার।
এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান।
তুমি আমারই বলবো শতবার।
হাত দু'টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আর
শুনবো না কারো কথা যে আর
মন্দ বলুক সমাজ।
তুমি আমারই, হায়, বলবো শতবার.

তুমি বরুনা হলে আমি সুনীল

তুমি বরুনা হলে আমি সুনীল
তুমি আকাশ হলে হব শঙ্খ চিল
তুমি নদী হলে হব আমি জল
তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল

তুমি পাহাড় হলে হব আমি সবুজ
তুমি শাষণ করলে হব আমি অবুঝ
তুমি অরণ্য হও হব পাখি
তুমি অশ্রু হও হয়ে যাব আঁখি
তুমি বরুনা হলে আমি সুনীল
তুমি আকাশ হলে হব শঙ্খ চিল
তুমি নদী হলে হব আমি জল
তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল
তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম
তুমি নকশী কাঁথা হলে হব কারু হেম
নানা না না না নানা না না নানা নানা
তুমি রাত্রি হলে হব নিরবতা
তুমি দুঃখ পেলে হব তার ব্যাথা
তুমি প্রকৃতি হও হব তার ছবি
তুমি কবিতা হলে হব তার কবি

খুব জানতে ইচ্ছে করে

খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেকখানি বদলে গেছ।।
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাবো
বসে ঠাকুর ঘরে।।
এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে।।
এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
ব্যাকুল পিয়াসে আমারই পিয়াসে
অন্তর কেঁদে মরে।।

শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

হবো দুজন সাথী


কন্ঠঃ বাপ্পা মজুমদার/ ফাহমিদা নবী
কথাঃ গোলাম মোরশেদ
অ্যালবামঃ এক মুঠো গান


তুমি কি বলো আসবে? পথ ভোলা নদীর দেশে
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়; হবো দুজন সাথী।(২)
তুমি কি নীল মেঘে ঢাকা, আকাশে ঝড় তোলা ভোরে
আমারই মন-ভাঙ্গা ঘরে রোদেলা দি্‌ন, ফাগুন হবে?(২)
তুমি কি দেবে বাবুই পাখির ঠোঁটে ঠোঁটে বোনা সুখের বসতি?
তুমি কি বলো আসবে? পথ ভোলা নদীর দেশে
টেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়; হবো দুজন সাথী।
তুমি কি ভূল বোঝা প্রহর গানেরই সূর ভোলা রাতে
আমারই বেদনা মুছে কিছু গোলাপ দেবে হাতে?(২)
তুমি কি হবে অনেক আশার মেঠো পথে জ্বলা প্রদীপ, জোনাকী?
তুমি কি বলো আসবে? পথ ভোলা নদীর দেশে
টেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়; হবো দুজন সাথী।(২)

hobo dujon sathi

tumi ki bolo ashbe ?


পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

কন্ঠঃ তপন চৌধূরী ও শাকিলা জাফর
মুভিঃ ঢাকা ৮৬
পরিচালকঃ শফিকুর রহমান শফিক


পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না(২)


মরণ নিয়ে তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না
সোনার জাতি তারাই খোঁজে যারা হৃদয়টাকে চেনে না
ভালোবাসার অনুভবে দুচোখভরা স্বপ্ন রবে
আরতো কিছুই চাই না
তবু প্রেমেরতো শেষ হবে না


পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না


কুঁড়েঘরে চাঁদের আলো যদি ঝরে পড়েগো অঝরে
সোনার পালঙ্ক চাইনা আমি যদি রাখো জড়িয়ে আদরে
তাজমহলের শ্বেতপাথরে, রাইখা গেলাম খোদাই করে
দুটি নামের ঠিকানা
তবু প্রেমেরতো শেষ হবে না


পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না(২)
লা লা লা লা লা লা………

pathorer prithibite


যদি তোমায় আমি চাঁদ বলি


আদনান বাবু

যদি তোমায় আমি চাঁদ বলি
ভুল হবে আমার
তুমি চাঁদের চেয়েও সুন্দর।
যদি তোমায় আমি ফুল বলি
ভুল হবে আমার
তুমি ফুলের চেয়েও সুন্দর।
তুমি আমার মনের মানুষ
তুমি আমার প্রান
তুমি আমার সুরকথা
তুমি আমার গান
তুমি আমার জীবনতরী
তুমি আমার ছন্দ
তুমি চাঁদের চেয়েও সুন্দর।
তুমি আমার আশার আলো
তুমি আমার মন
তুমি আমার ভালোবাসা
তুমি আপনজন
তুমি আমার সুখ-দুঃখ
তুমি ভালো-মন্দ
তুমি ফুলের চেয়েও সুন্দর।

Click To Hear This Song

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

কত যে তোমাকে বেসেছি ভালো

কন্ঠঃ সুবীর নন্দী
সুরঃ আলী হোসেন
মুভিঃ উসিলা
অ্যালবামঃ প্রেম বলে কিছু নেই

———————————————————–
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো
আমি যে তোমার তুমি মানতে

ওই দু’টি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মিটে না
ভীরু দু’টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলেই ঝড়ে পরে জোছনা
আমি এই রূপ দেখে দেখে মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে
সে কথা তুমি যদি জানতে

ওই কালো কেশ তুমি ছড়ালে যখন
মেঘেরাও পেলো জেনো লজ্জা
আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হলো ফুলসজ্জা
ওগো এই রাত যেন কভু শেষ না হত
জীবন বেলার শেষ প্রান্তে
সে কথা তুমি যদি জানতে

শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

তুমি মোর জীবনের ভাবনা

তুমি মোর জীবনের ভাবনা
জীবনের সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা।।

দুঃখ সুখের পাখি তুমি
তোমার খাঁচায় এই বুক
সারা জীবন নয়ন যেন
দেখে তোমার এই মুখ
কন্ঠে আমার দাও পরিয়ে
সোহাগের মিলন মালা।।

ভালোবাসার নদী তুমি
আমি তোমার দুই কুল
পাগল তুমি ফোটাও যে ফুল
আমি তোমার সেই ফুল
প্রেমের তরে সইবো বুকে
লক্ষ কাঁটার জ্বালা।।
tumi mor jiboner vabona

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

তোমাকে চাই

প্রথমত আমি তোমাকে চাই
দ্বিতীয়ত আমি তোমাকে চাই
তৃতীয়ত আমি তোমাকে চাই
শেষ পযর্ন্ত আমি তোমাকে চাই।

নিঝুম অন্ধকারে তোমাকে চাই
রাত ভোর হলে আমি তোমাকে চাই
সকালের কৈশোরে তোমাকে চাই
সন্ধের অবকাশে তোমাকে চাই
বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই
আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই
শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই
অকাল বোধনে আমি তোমাকে চাই।

কবেকার কোলকাতা শহরের পথে
পুরনো নতুন মুখ ঘরে ইমারতে
অগুনতি মানুষের ক্লান্ত মিছিলে
অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে
নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই
এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই
বহুদূর হেঁটে এসে তোমাকে চাই
এ জীবন ভালবেসে তোমাকে চাই।

চৌরাস্তার মোড়ে,পার্কে,দোকানে
শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে
স্টেশন টারমিনাস ঘাটে বন্দরে
অচেনা ড্রইং রুমে,চেনা অন্দরে
বালিশ তোশক কাথা পুরনো চাদরে
ঠান্ডা শীতের রাতে লেপের আদরে
কড়িকাঠি চৌকাঠে মাদুরে পাপোষে
হাসি রাগ অভিমান ঝগড়া আপোষে

তোমাকে চাই
তোমাকে চাই
তোমাকে চাই
তোমাকে চাই

এক কাপ চায়ে আমি তোমাকে চাই
ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই
দেখা না দেখায় আমি তোমাকে চাই
না বলা কথায় আমি তোমাকে চাই।

শীর্ষেন্দুর কোন নতুন নভেলে
হঠাৎ পড়তে বসা আবোল তাবোলে
অবোধ্য কবিতায়, ঠুংরি খেয়ালে
শ্লোগানে শ্লোগানে ঢাকা দেয়ালে দেয়ালে
সলীল চৌধুরীর ফেলে আসা গানে
চৌরাসিয়ার বাঁশী মুখরিত প্রাণে
ভুলে যাওয়া হিমাংশু দত্তর সুরে
কবেকার অনুরোধের আসরে

তোমাকে চাই
তোমাকে চাই
তোমাকে চাই
তোমাকে চাই

অনুরোধে মিনতিতে তোমাকে চাই
বেদনার আর্তিতে তোমাকে চাই
দাবি দাওয়া চাহিদায় তোমাকে চাই
লজ্জা দ্বিধায় আমি তোমাকে চাই।

অধিকার বুঝে নেওয়া প্রখর দাবিতে
সারা রাত জেগে আঁকা লড়াকু ছবিতে
ছিপ ছিপে কবিতায় ছন্দে ভাষায়
গদ্যের যুক্তিতে বাঁচার আশায়
শ্রেণী হীন মানুষের চির বাসনায়
দিন বদলের ক্ষিধে ভরা চেতনায়
দ্বিধা দ্বন্দের দিন ঘোচার স্বপ্নে
সাম্যবাদের ডাক ঘুমে জাগরনে
বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই
ভীষন অসম্ভবে তোমাকে চাই
শান্তি অশান্তিতে তোমাকে চাই
এই বিভ্রান্তিতে তোমাকে চাই।

প্রথমত আমি তোমাকে চাই
দ্বিতীয়ত আমি তোমাকে চাই
তৃতীয়ত আমি তোমাকে চাই
শেষ পযর্ন্ত আমি তোমাকে চাই।।
tomake chai
কবীর সুমন, Shumon Chaterjee

আমি তোমার মনের ভেতর

আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস
সে কথাটা জানতে চাই
ভালবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই
তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই

এ হৃদয়ে জ্বলেছে এক যাদুর মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছ আমার সারা দিবারাতি।

এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের বার মাস
তুমি ফাগুন হয়ে রং ছুয়ালে মনের নীলাকাশ।।

এ প্রণয়ে অন্ধ হলাম প্রাণের আলো তুমি
দুঃখ এল ভুলে যেওনা বাঁচবো না তো আমি।

এ প্রণয়ে কথা দিলাম র্সূয চন্দ্র তাঁরা
স্বাক্ষী থেকে মরণ যেন হয়, হয়না তোমায় ছাড়া।।ami tomar moner vitor
Habib Wahid (হাবিব ও ন্যান্সি)

এক জীবনে এত প্রেম পাবো কোথায়

তুমি আমি কাছাকাছি আছি বলে
এ জীবন হয়েছে মধুময়,
যদি তুমি দুরে কখনো যাও চলে
শুধু মরন হবে আর কিছু নয় ।
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
তোমারি পরশে ভালোবাসা হায়
আসে মনের ই আঙ্গিনায়,
নয়ন ভরে দেখি তোমায়
তবুও বুঝি দেখার শেষ নাই।
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
সুখের সাগরে ঢেউয়ে ঢেউয়ে
দু’জনে একসাথে ভেসে যাই,
ভেসে ভেসে ভালোবেসে
সারাটা জীবন থাকতে চাই ।
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়

ek jibone eto prem pabo kothay

Shahid & Subhamita

বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

দুটি মন আর নেই এক সাথে


দুটি মন আর নেই এক সাথে
সীমানা পথে এসে হারিয়ে গেছে
ব্যবধান বিশ্বাসে।

ওই নীল আকাশে হাসে দেখো এক ফালি চাঁদ
হৃদয়ে আজ এলোমেলো স্মৃতি
তোমার সোনালী মনের সোনালী ছোঁয়ায়
আমার হৃদয় ও মন আজো সোনালী
দুটি মন আর।

দেখি যত হৃদয় আমার
বলে তোমার কাছে সে এসেছে
মৌন সম্মতির তুলির আঁচর
প্রেমের অনুভূতি হৃদয়ে দিয়েছে
ওই নীল আকাশে হাসে দেখো এক ফালি চাঁদ
হৃদয়ে আজ এলোমেলো স্মৃতি
তোমার সোনালী মনের সোনালী ছোঁয়া
আমার হৃদয় ও মন আজো সোনালী
দুটি মন আর।

উদাস আমি পাওয়ার আশায়
সাথে নিয়েছি ও পথ চলেছি
ফেলে আসা সে সব স্মৃতির
হৃদয় অ্যালবামে পড়া স্বচ্ছ তোমার ছবি
ওই নীল আকাশে হাসে দেখো এক ফালি চাঁদ
হৃদয়ে আজ এলোমেলো স্মৃতি
তোমার সোনালী মনের সোনালী ছোঁয়া
আমার হৃদয় ও মন আজো সোনালী
দুটি মন আর।

বদলে গেছে পৃথিবী
বদলে গেছো আমার সেই তুমি
পারেনি নীল আকাশ বদলে যেতে
বদলে যায় মানুষ যেমন তুমি আমি
ওই নীল আকাশে হাসে দেখো এক ফালি চাঁদ
হৃদয়ে আজ এলোমেলো স্মৃতি
তোমার সোনালী মনের সোনালী ছোঁয়া
আমার হৃদয় ও মন আজো সোনালী
দুটি মন আর।

Duti mon aj nei ek sathe,Northern Star Band


শিল্পীঃ এজাজ
অ্যালবামঃ ফটো সুন্দরী
সুরকারঃ এজাজ
গীতিকারঃ এজাজ

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫

সেই দুটি চোখ

মনি কিশোর


সেই দু’টি চোখ কোথায় তোমার
যেই দুটি চোখ দিয়ে
প্রথম আমারে তুমি দেখেছ
সেই দুটি হাত কোথায় তোমার
যেই দুটি হাত দিয়ে
ইশারাতে তুমি কত ডেকেছ
রেখেছিলে তুমি হাত এই হাতে
ঘুরেছি দুজনে জোছনা রাতে
ভুলে কি গেছ তুমি সেই কথাটি
যে কথাটি চুপি চুপি কানে কানে বলেছ
সেই দুটি চোখ কোথায় তোমার
যেই দুটি চোখ দিয়ে
প্রথম আমায় তুমি দেখেছ
সেই দুটি হাত কোথায় তোমার
যেই দুটি হাত দিয়ে
ইশারাতে তুমি কত ডেকেছ
চোখে তুমি স্বপ্ন এঁকে কত রাখতে
বকুলের মালা কত গেঁথে তুমি রাখতে
মনে কি পড়ে না সেই ফুলে ভরা পথটি
যেই পথ দিয়ে তুমি হাত ধরে কত আমার চলেছ
.......................................................

shei duti chokh

তুমি তো আমায় ভালোবাসোনি



তুমি তো আমায় ভালোবাসোনি
শুধু চেয়েছ চোখের জল ঝরাতে
আমার হৃদয় ভেঙে দিয়ে
চেয়েছ আমায় দূরে সরাতে
নেইতো আগের মত তুমি
ইশারাতে কাছে আর ডাকো না
আমার দুটি হাত টেনে নিয়ে
তোমার বুকের মাঝে রাখোনা
ঝরে গেছে গাঁথা মালা
পারিনি তোমায় তাই পরাতে
আজো আমি একা একা বসে
রঙে রঙে কত ছবি আঁকি
তোমার আশায় আজো একা একা
ফুলের বাসর আমি সাজিয়ে রাখি
জানিনা পারবো কবে সে বাসর আমি সাজাতে
—————
মনি কিশোর
tumito amay valobashoni