শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

তুমি মোর জীবনের ভাবনা

তুমি মোর জীবনের ভাবনা
জীবনের সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা।।

দুঃখ সুখের পাখি তুমি
তোমার খাঁচায় এই বুক
সারা জীবন নয়ন যেন
দেখে তোমার এই মুখ
কন্ঠে আমার দাও পরিয়ে
সোহাগের মিলন মালা।।

ভালোবাসার নদী তুমি
আমি তোমার দুই কুল
পাগল তুমি ফোটাও যে ফুল
আমি তোমার সেই ফুল
প্রেমের তরে সইবো বুকে
লক্ষ কাঁটার জ্বালা।।
tumi mor jiboner vabona

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন