শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

পরান পাখি

 
শিল্পীঃ হাবিব
অ্যালবামঃ শোনো!

আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
দিবানিশি তোরে ডাকি
তুই সে আমার পরান পাখি
যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পরে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষে আসবো উড়ে
আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
আকাশরে তোর কানে বলি
তোর নীলে কি দুঃখ তত
যতটা ব্যথা এ হৃদয় পুড়ে
জ্বলতে পারে তুসের মত
যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পরে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষে আসবো উড়ে
আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
জোছনারে তোর কানে বলি
জালবি যদি সকল আলো
তবুও কেনো আমার আকাশ
কষ্টভরা আঁধার কালো
যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পরে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষে আসবো উড়ে
আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
দিবানিশি তোরে ডাকি
তুই সে আমার পরান পাখি
যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পরে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষে আসবো উড়ে (৩)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন