সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

তুমি কোন্ কাননের ফুল

তুমি কোন্ কাননের ফুল,
কোন্ গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি
যেন কোন্ স্বপনের পারা ॥
তুমি কোন্ কাননের ফুল,
কোন্ গগনের তারা।

কবে তুমি গেয়েছিলে,
আঁখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি।
শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা ॥
তুমি কোন্ কাননের ফুল,
কোন্ গগনের তারা।

তুমি কথা কোয়ো না,
তুমি চেয়ে চলে যাও।
এই চাঁদের আলোতে তুমি হেসে গ'লে যাও।
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে
চেয়ে থাকি মধুর প্রাণে,
তোমার আঁখির মতন দুটি তারা ,
ঢালুক কিরণধারা ॥

তুমি কোন্ কাননের ফুল,
কোন্ গগনের তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন