শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

আকাশ মেঘে ঢাকা


শিল্পীঃ চিত্রা সিং

আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ।।
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে

সেদিনও এই ক্ষনে সজলও ছিলো হাওয়া
কেয়ার বনে তারো ছিলো যে আশা যাওয়া ।।
যুঁথির সুরভিতে আঙ্গিনা ছিলো ভরে

আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ।
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে

এখনো সেই স্মৃতি বুকেতে বয়ে চলি
নিজেরো সাথে আমি নিজেই কথা বলি
স্মৃতির মনিমালা সবার চেয়ে দামি
আজও তা পড়ে আছি ভুলিনিতো কিছু আমি ।।
এখনো বসে আছি হারানো খেলা ঘরে

আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে

akash meghe dhaka

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন