বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

কোন স্বর্গ সুখের আশায়

কোন স্বর্গ সুখের আশায়
তুমি ছেড়ে যাবে আমায়।।
তুমি ভুলে যাবে আমায়
আমি প্রজাপতি আকাঁ
এই চিঠিটা পেয়েছি।।
আামি চেয়েছি তোমাকে
এই চিঠিটি চেয়েছি
মন ভাঙ্গে পরে ব্যথায়।।
এত বড় পৃথিবীতে
তুমি ছাড়া আমি একা।।
আমি বাচব কি করে গো
না পেলে তোমার দেখা
কেন নেবে তুমি বিদায়
কোন স্বর্গ সুখের আশায়
তুমি ছেড়ে যাবে আমায়

kon shorgo shukher ashay 

বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

চলেই যদি যাবে তুমি


শিল্পীঃ জুয়েল
অ্যালবামঃ স্মরণীয় জুয়েল ১
সুরকারঃ রকেট
গীতিকারঃ ইকবাল মাহবুব


চলেই যদি যাবে তুমি
তবে এসেছিলে কেন আমার এ অন্তরে।
কেন যে করি শুধু আশা
সবই যে মিছে ভালোবাসা
এত জানে তবু মন
গাঁথে তারই মালা
কিযে চায় পৃথিবী
সুখ নিয়ে ডুব দেয়।।
জানি সে তো কভু আর
আসবেনা ফিরে
হারিয়েছে বহু দুরে
একাকী ফেলে মোরে
তবুও মন খুঁজে হায়
আজো তারই ঠিকানায়।।

 colei jodi jabe

কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া


সুরকারঃ শাহ আব্দুল করিম
গীতিকারঃ শাহ আব্দুল করিম


কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী লো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা।।
না আসিলে কালো ভ্রমর, কে হবে যৌবনের দোসর
সে বিনে মোর শুন্য বাসর, আমি জিয়ন্তে মরা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী লো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা।।
কূলমানের আশা ছেড়ে, মন প্রান দিয়াছি যারে।
এখন সে কাঁদায়া মারে, একি তার প্রেমের ধারা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী লো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা।।
আসার পথে চেয়ে থাকি, যারে পাইলে হবো সুখি।
এ করিমের মরণ বাতি হইলো না অঝোরধারা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী লো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা।।

kemone vulibo tare

এমন একটা সময় ছিল

শিল্পীঃ আর্ক
অ্যালবামঃ তাজমহল
গীতিকারঃ পঞ্চম


এমন একটা সময় ছিল
মায়াবী রাত নিঝুম ছিল
তখন আকাশে ছিল তারা
চাঁদের আলো ফোয়ারা
তোমার হাতে এই হাত ছিল
হৃদয়ে গুঞ্জন চলছিল
নীরবে এই মন নিয়েছিলে
কেন তা ফিরিয়ে দিলে
চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সবকিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে
তোমার..আমার
পথ আজ চলে গেছে
দুরে কোথায় সীমাহীন অজানায়
এমন একটা হৃদয় ছিল
সুখগুলো বাস করছিল
সুনিপুণ অভিনয় করে তুমি
কেন আজ হারিয়ে গেলে
এই আমার পাশে তুমি ছিলে
মন ভরা ভালবাসা নিয়ে
তখন হৃদয়ে দিয়ে সাড়া
কেন তুমি অচেনা হলে

emon ekta somoy chilo

যখন সময় থমকে দাঁড়ায়


শিল্পীঃ নচিকেতা
অ্যালবামঃ এই বেশ ভাল আছি


যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন আমার গানের পাখি
শুধূ আমাকেই দিয়ে ফাঁকি
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি
যখন এঘরে ফেরে না সে পাখি
নিস্ফল হয় শত ডাকাডাকি
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন এমনে প্রশ্নের ঝড়
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর
তখন বাতাস অন্য কোথাও
শোনায় তার উত্তর
যখন আমার ক্লান্ত চরন
অবিরত বুকে রক্তক্ষরন
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন সময় থমকে দাড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন

jokhon somoy thomke daray

যে ছিল দৃষ্টির সীমানায়


শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ
সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ মনিরুজ্জামান মনির

যে ছিল দৃষ্টির সীমানায়
যে ছিল হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায়
কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।
যত খানি সুখ দিয়েছিলো
তার বেশী ব্যাথা দিয়ে গেল
স্মৃতি তাই আমারে কাঁদায়।
সে হারালো কোথায়
কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।।
যতটুকু ভুল হয়েছিলো
তার বেশী ভুল বুঝেছিলো
কি যে চায় বলেনি আমায়।
সে হারালো কোথায়
কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।।

je chilo dristir simanay