এন্ড্রু কিশোর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এন্ড্রু কিশোর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

দুই নয়নে তোমায় দেখে

কথা — মনিরুজ্জামান মনির
সংগীত — আলম খান
শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন


দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না
দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না
হাজার নয়ন দাও না আমায়
লক্ষ নয়ন দাও না,,
এক হৃদয়ে ভালবেসে আশা মিটেনা
মনের আশা মিটে না,
এক হৃদয়ে ভালবেসে আশা মিটেনা
মনের আশা মিটে না,
হাজার হৃদয় দাও না আমায়
লক্ষ হৃদয় দাও না
দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না

গড়িল তোমায় যে জন না জানি সে কেমন
গড়িল তোমায় যে জন না জানি সে কেমন
দিল এক অঙ্গ জুড়ে চন্দ্র তারার কিরণ,
সে কিরণে লাগে গ্রহন দেখা যখন পাই না,

দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না
এক হৃদয়ে ভালবেসে আশা মিটেনা
মনের আশা মিটে না,
কেন যে হলো এমন অল্প দিনের জীবন
কেন যে হলো এমন অল্প দিনের জীবন
ফুলের মতো যায় গো ঝড়ে না পূরিতে সপন
এই জনমে আর জনমে একা হতে চাইনা,

দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না
দেখার নেশা কাটে না
হাজার নয়ন দাও না আমায়
লক্ষ নয়ন দাও না,,
এক হৃদয়ে ভালবেসে আশা মিটেনা
মনের আশা মিটে না,
হাজার হৃদয় দাও না আমায়
লক্ষ হৃদয় দাও না


হুম হুম হুম হুম হুম হুম হুম হুম
লা লা লা লা লা
হুম হুম লা লা লা লা লা

চলচ্চিত্র — মাইয়ার নাম ময়না (১৫/০৬/১৯৯০)
পরিচালক — মোহাম্মদ হান্নান


dui noyone tomay dekhe


বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

বুক চিনচিন করছে হায়

শিল্পীঃ এন্ড্র কিশোর ও ডলি সায়ান্তনী 

ছবিঃবাস্তব

 

বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় x2
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়া
তুমি ছুঁয়ে দিলে হায়,
আমার কি যে হয়ে যায়,
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় x2
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়া
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় x2
তোমাকে যত দেখি নতুন লাগে
কামনার আগুন শুধু বুকে জাগে x2
আগুনে যাব পুড়ে,
রয়েছ কেন দূরে, x2
দাওনা সাড়া তোমায় ডাকি চোখের ইশারায়..
তুমি ছুঁয়ে দিলে হায়,
আমার কি যে হয়ে যায়,x2
যেখানে যাবে তুমি ছায়া হব
তোমারি সাথে আমি মিশে রব
যেখানে যাবে তুমি ছায়া হব
তোমারি সাথে আমি মিশে রব
হাজারও বাঁধা এলে
যাব না তোমায় ফেলে
হাজারও বাঁধা এলে
যাব না তোমায় ফেলে
রাখব তোমায় জনম ভরে মনের সীমানায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় x2
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় x2
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়ায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়

Buk Chin Chin Korche Hai

 

সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

আমি একদিন তোমায় না দেখিলে

রুনা লায়লা,এন্ড্রু কিশোর 


আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে।। 


প্রেমের ধরণ কেন গো এমন
কাছে না পেলে তোমায় লাগে যে কেমন।।
বিরহে পুড়িয়া অন্তর খাঁটি করিয়া।।
পাবে যে সুখ মিলনে
তুমি আমার সুখগো জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে 


ফুলের বাহার নদীর জোয়ার
রূপের মাধুরীতে আছে গো তোমার।।
তোমারি কারণে রঙ্গে রঙ্গে যতনে।।
সেজেছি আজ ফাগুনে
তুমি আমার ফাগুন জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে

ami ekdin tomay na dekhile

সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

সবার জীবনে প্রেম আসে

শিল্পীঃ এন্ড্রু কিশোর ও রিজিয়া রহমান
অ্যালবামঃ স্যারেন্ডার
সুরকারঃ আলম খান
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার


সবার জীবনে প্রেম আসে,
তাইতো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভাল,
যায় না ভুলা কভু তারে।


এই মনে যত কথা বলার ছিল,
চোখের ভাষাতে বলা হল,
এই পথে যেতে যেতে দেখা হল,
এ দুটি হৃদয় আরো কাছে এল।


প্রেমের সৃতি যেন সুখের কাঁটা,
যায় না ভোলা কভু তারে।


সবার জীবনে প্রেম আসে,
তাইতো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভাল,
যায় না ভুলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে।


প্রেম হলে বারে আরো প্রেমের নেশা,
প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা।
প্রেম আছে বলে আছি অনেক আশা,
বুকের গভীরে বাধে বাসা।


প্রেমের ছবি যদি প্রাণে আঁকি
যায় না মোছা কভু তারে।

সবার জীবনে প্রেম আসে,
তাইতো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভাল,
যায় না ভুলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে।
sobar jibone prem ashe

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭

আশা আমার ভালোবাসা


শিল্পীঃ রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
ছায়াছবি : শেষ ঠিকান


আশা আমার ভালোবাসা
আশা আমার ভালোবাসা।।
তোমাকে নিয়ে গড়েছি বুকে
প্রেমেরই ছোট্ট বাসা।।
তুমি যদি নদী হও, আমি হব ঢেউ
কত ভালোবাসি আমি জানে না তো কেউ
তুমি খাচা হলে আমি পাখি হতে চাই
পিয়া পিয়া বলে শুধু ডেকে যেতে চাই
খুজেছি যারে পেয়েছি তারে পেয়েছি সুখের দিশা
তুমি আমার ভালোবাসা।
আশা আমার ভালোবাসা।
এত ভালোবাসি তাই মনে জাগে ভয়
এত সুখ পেয়ে যদি হারাতে হয়
আমি আছি কাছাকাছি রব চিরকাল
হব না কোনদিন চোখেরই আড়াল
যেওনা দূরে আমাকে ছেড়ে ভেংগোনা স্বপ্নবাসা ।
আশা আমার ভালোবাসা।
তুমি আমার ভালোবাসা।।

asha amar valobasha

শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

পৃথিবীর যত সুখ


গান: এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন 

পৃথিবীর যত সুখ ...
আমি তোমারি ছোয়াতে খুজে পেয়েছি...
মনে হয় তোমাকেই...
আমি জনমে জনমে ধরে চেয়েছি ।

পৃথিবীর যত সুখ ...
আমি তোমারি ছোয়াতে খুজে পেয়েছি...
মনে হয় তোমাকেই...
আমি জনমে জনমে ধরে চেয়েছি ।!!!!

শুধু যে তোমারি সাথী হতে
আমি তো এসেছি এ জগতে...

এ জগতে চোখ মেলে চাইবার
তুমি ছাড়া আজ কেউ নাই আর..
তোমারি কাছে আমি রয়েছি
ও জীবনে মরনে সাথী হয়েছি ।

মনে হয় তোমাকেই...
আমি জনমে জনমে ধরে চেয়েছি ।
পৃথিবীর যত সুখ ...
আমি তোমারি ছোয়াতে খুজে পেয়েছি...

জেনেছি তো এ জীবনে আমি
তুমি যে এ প্রাণের চেয়ে দামি..
জীবনে তো ফুরাবে না আশা
মরনেও রবে ভালবাসা...

জীবনে মরনে সাথী হয়েছি ।
ও তোমারি কাছে আমি রয়েছি ।

মনে হয় তোমাকেই...
আমি জনমে জনমে ধরে চেয়েছি ।
পৃথিবীর যত সুখ ...
আমি তোমারি ছোয়াতে খুজে পেয়েছি ।

Click to Hear

রবিবার, ২৪ জুলাই, ২০১৬

জীবনের গল্প আছে বাকি অল্প


শিল্পীঃ এন্ড্রু কিশোর
সুরকারঃ আলম খান
গীতিকারঃ মোঃ মনিরুজ্জামান মনির


জীবনের গল্প আছে বাকি অল্প।
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।
ঐ ঘাসের কাফনেতে দেখ আকাশ আছে শুয়ে
ঐ বরফ গলা নদী নামে পাহাড় যে বেয়ে
নীড়ে পাখি ফিরে যাবে সূর্যটা গেলে অস্ত।।
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।
এই রঙ্গিন পৃথিবীতে কত মানুষ এলো গেল
এই আশা যাওয়ার পথে দেখ চেনা যানা হল
ভুলে যেতে হবে সবই পথ চলা হবে অন্ত
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।

তুমি আজ কথা দিয়েছ বলেছ


শিল্পীঃ রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
ছায়াছবি: দুই জীবন


তুমি আজ কথা দিয়েছ বলেছ
ও দুটি মন ঘর বাধবে।।
একাকী জীবনে তুমি আসবে।।

পান্থ পাখি নীড়ে আসবে বুঝি ফিরে
শান্ত পৃথিবীতে থাকবে তুমি সাথে
গোধূলির মায়াতে দুটি প্রান
ভালবেসে আলো জ্বালবে।।

স্বপ্ন আশাগুলো পাপড়ি মেলে দিল
স্বর্গ হাতে এলো সুখ যে সাথী হল।
জীবনের সাজানো খেলাঘর
হাসি গানে ভরে উঠবে।।

সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

চোখের জলে আমি ভেসে চলেছি



চোখের জলে আমি ভেসে চলেছি

পথের দেখা আমি পথে নেমেছি

হায়রে মনের আশা আজো মিটে নি

হায়রে সুখের কলি আজো ফুটে নি।।

আধার হলে আলো জ্বলে

আলো আধার কে দূর বলে

কত মানুষ এই দুনিয়াতে

তবু আমার। নেই কেহ সাথে

হায়রে বিধির কৃপা আজো জোটে নি

হায়রে সুখের কলি আজো ফুটে নি

আকাশ যত দূরে থাকে

তবু মাটি কাছে ডাকে

ভেসে তারা দূর সীমানাতে

পাই নি আমি। খুজি তারে

হায়রে তবু আমি আশা ছাড়ি নি

হায়রে সুখের কলি আজো ফুটে নি।।

রবিবার, ৩ এপ্রিল, ২০১৬

আমার সারাদেহ খেয়ো গো মাটি



আমার সারাদেহ খেয়ো গো মাটি
এই চোখ দুটি মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে
আমায় কোনদিনও ছেড়ে
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো নারে থাকবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে
বিধি, একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে
আমি এই না ঘরে থাকতে একা
পারবো নারে পারবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না


· শিল্পীঃ এন্ড্রু কিশোর
· অ্যালবামঃ নয়নের আলো
· সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
· গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

আর কোনদিন তোমায় আমি

আর কোনদিন তোমায় আমি
প্রিয় নামে ডাকবো না।।
আর কখনো তোমায় আমি
আপন করে ভাববো না
প্রিয় নামে ডাকবো না।।
ভাববো না আর কথা তোমার
মাটির প্রদীপ জ্বলিয়ে আবার
প্রেমের চিঠি এই জীবনে।
আর কখনো লিখবো না
প্রিয় নামে ডাকবো না।।
ভাববো তুমি স্বপন ছিলে
ঘুমের ঘোরে এসেছিলে
স্বপ্ন সফল হায় না জানি।
স্বপ্ন আমি দেখবো না
প্রিয় নামে ডাকবো না।।
শেষ দেখা আজ মনে রেখো
মোর সমাধি তরী দেখো
চরণ ফেলে যেও না চলে।
আর আমি যে কাঁদবো না
প্রিয় নামে ডাকবো না।।



শিল্পীঃ এন্ড্রু কিশোর
গীতিকারঃ আব্দুল হাই আল হাদী

মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

পড়েনা চোখের পলক



পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাবে পারবেনাকো
কাজল কালো দুটি চোখ
চোখে যাদু আছে
চোখের আড়াল হতে গেলেই
পড়ে যাই চোখের কাছে
গোলাপ রাঙা ঠোঁটে তোমার
মায়াবী মধুর হাসি
একটু হেসেই পরাতে পারো
হাজারো গলায় ফাঁসি
সবাই তোমায় চাইতে পারে
নিজেকে লুকিয়ে রাখো
রেশমনরম তোমার চুলে
একটু শীতল বাতাস
পাগল মন পাবার আশায়
করছে যেন হুতাশ
পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার
অঙ্গে সোনার গতিক
একেই বলে অপরূপা
অপূর্ব রূপবতী
তোমায় নিয়ে অনেক বিপদ
এবুকের মাঝে থাকে
————————-
এন্ড্রু কিশোর