রুনা লায়লা,এন্ড্রু কিশোর
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে।।
প্রেমের ধরণ কেন গো এমন
কাছে না পেলে তোমায় লাগে যে কেমন।।
বিরহে পুড়িয়া অন্তর খাঁটি করিয়া।।
পাবে যে সুখ মিলনে
তুমি আমার সুখগো জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
ফুলের বাহার নদীর জোয়ার
রূপের মাধুরীতে আছে গো তোমার।।
তোমারি কারণে রঙ্গে রঙ্গে যতনে।।
সেজেছি আজ ফাগুনে
তুমি আমার ফাগুন জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
ami ekdin tomay na dekhile
As stated by Stanford Medical, It's indeed the SINGLE reason women in this country get to live 10 years more and weigh 42 pounds less than we do.
উত্তরমুছুন(And actually, it has NOTHING to do with genetics or some secret diet and absolutely EVERYTHING related to "HOW" they are eating.)
BTW, I said "HOW", and not "what"...
Click this link to find out if this brief quiz can help you find out your true weight loss possibilities