এক দেশের এক
রাজা একবার
পড়লেন দূরারোগ্য
রোগে
বললেন, ‘শীঘ্র করো এর প্রতিকার
নইলে কারো রক্ষা
নাই আর’
রাজ্য মাঝে উঠলো
হাহাকার।
মন্ত্রী-পাইক-পেয়াদা
সবাই
ছুটলো দিকে
দিকে-
রাজ্যের যত
ডাক্তার আর কবিরাজকে
আনা হলো রাজগৃহে
ঝাঁকে ঝাঁকে।
সবাই বসে চশমা চোখে
এঁটে
কেউ নাড়ী টিপে
দেখে
কেউবা ছোটে
এদিকে সেদিকে।
অবশেষে এলো
বৃদ্ধ এক
সন্ন্যাসী রাজগৃহে
বললেন ‘এ রোগ বড় কঠিন,
সারে না কিছুতেই
তবে একটা উপায়
আছে
মেলে যদি সুখী
মানুষের জামা
তাহলেই রাজা
নীরোগ হয়ে
ফিরতে পারেন
রাজকার্যে।’
খোঁজ খোঁজ পড়ে
গেলো চারদিকে
মন্ত্রী-সেপাই-রাজসভাসদ
ঘুরে ঘুরে হয়
ক্লান্ত;
সুখী মানুষ কি
নেই তবে একজনও
ভেবে ভেবে হয়
শ্রান্ত।
কেটে যায় দিনের
পর দিন
এ রাজ্য সে
রাজ্য ঘুরে
অবশেষে থামলো
এসে এক পর্ণকুটিরে-
‘এই
তো সেই সুখী মানুষ’
যাকে খুঁজেছে
তারা এতদিন ধরে।
দাঁড়ালো গিয়ে
তার দ্বারে-
বললো, ‘চাই তোমার একটা জামা, দাও যদি
পাবে অজস্র
ধনসম্পদ আর স্বর্নমুদ্রা
রইবে আনন্দে
নিরবধি।’
লোকটি হেসে বলে,
‘জামা
পাবো কোথা দীনহীন আমি
সুখের অভাব হয়নি
কখনো
ধন–সম্পদ
চাই না আমার
পাতায় ছাওয়া এ
কুটির মোর
সোনার চেয়েও
দামী।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন