সোমবার, ২৯ জুলাই, ২০১৯

তুমি ছিলে না যখন


শিল্পীঃ রুনা লায়লা
অ্যালবামঃ ছবি- স্ত্রী

তুমি ছিলে না যখন—
তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।

রঙে রঙে ভরা, এই যে পৃথিবী তুমি আছো বলে,
এতো আসা দোলে এই যে হৃদয়ে তুমি আছো বলে।
ওগো তুমি আমার শুধু তুমি আমার,
শত অনুরাগের জোছনা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।

আমি চেয়ে থাকি মুখদ্দ নয়নে, তোমার চোখের পানে,
যতো কথা আছে বন্দু তোমাকে বলি গানে গানে।
আমি তোমার বুকে, রবো চিরো সুখে,
ওগো এইতো আমার সাধনা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।
তুমি আমার হলে ভালোবাসা দিলে,
ওগো দিলে যে সুখের ঠিকানা।

তুমি ছিলে না যখন, চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা।।

আমি হবো পর যেদিন আসবে রে তোর বর


শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ ছবি- দুই পয়সার আলতা



আমি হবো পর যেদিন আসবে রে তোর বর,

আমার এ ঘর শুন্য করে যাবি অন্য ঘর।

ওরে পাষাণী আমার চোখের ও পানি,

আচল দিয়ে মুছে তখন যাস মামুনী।


ওরে মায়ের বুকে সুখে দুঃখে নানা রঙের দিন,

সে তো রয়না চিরদীন,

ওরে খেয়ায় খেলায় যায় যে বেলা ফুরায় সুখের দিন,

থাকে ভালোবাসার ঋণ।


ওরে চাঁদের কণা আমার লক্ষ্মী সোনা,

দিনে দিনে বড় হবি আসবে শুভদিন।

ওরে পাষাণী আমার চোখের ও পানি,

আচল দিয়ে মুছে তখন যাস মামুনী।


ওরে স্নেহের বাধন যায় ছিড়া চোখের পলোকে,

সে যে থাকে অলোকে।

যেমন চাঁদের আলো যায় না ডাকা মেঘের পালোকে,

সে যে থাকে আলোকে।


ওরে মায়ের আদর থাকে জীবন ও ভর,

সন্তানেরা দুঃখ দিলেও হয় না মলিন।


আমি হবো পর যেদিন আসবে রে তোর বর,

আমার এ ঘর শুন্য করে যাবি অন্য ঘর।

ওরে পাষাণী আমার চোখের ও পানি,

আচল দিয়ে মুছে তখন যাস মামুনী।