শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ ছবি- দুই পয়সার আলতা
আমি হবো পর যেদিন আসবে রে তোর বর,
আমার এ ঘর শুন্য করে যাবি অন্য ঘর।
ওরে পাষাণী আমার চোখের ও পানি,
আচল দিয়ে মুছে তখন যাস মামুনী।
ওরে মায়ের বুকে সুখে দুঃখে নানা রঙের দিন,
সে তো রয়না চিরদীন,
ওরে খেয়ায় খেলায় যায় যে বেলা ফুরায় সুখের দিন,
থাকে ভালোবাসার ঋণ।
ওরে চাঁদের কণা আমার লক্ষ্মী সোনা,
দিনে দিনে বড় হবি আসবে শুভদিন।
ওরে পাষাণী আমার চোখের ও পানি,
আচল দিয়ে মুছে তখন যাস মামুনী।
ওরে স্নেহের বাধন যায় ছিড়া চোখের পলোকে,
সে যে থাকে অলোকে।
যেমন চাঁদের আলো যায় না ডাকা মেঘের পালোকে,
সে যে থাকে আলোকে।
ওরে মায়ের আদর থাকে জীবন ও ভর,
সন্তানেরা দুঃখ দিলেও হয় না মলিন।
আমি হবো পর যেদিন আসবে রে তোর বর,
আমার এ ঘর শুন্য করে যাবি অন্য ঘর।
ওরে পাষাণী আমার চোখের ও পানি,
আচল দিয়ে মুছে তখন যাস মামুনী।
কথাঃ আমজাদ হোসেন
উত্তরমুছুনসুরঃ আলাউদ্দিন আলী