নকুল কুমার বিশ্বাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নকুল কুমার বিশ্বাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে

গীতিকার: নকুল কুমার বিশ্বাস
শিল্পী: কুমার বিশ্বজিত

 

একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে
আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে

বন্ধু-বান্ধব আসবে যারা
নানা প্রশ্ন করবে তারা
বন্ধু-বান্ধব আসবে যারা
কত প্রশ্ন করবে তারা
আমি থাকব শুয়ে বালিশ ছাড়া
পারব না ঠোঁট নাড়িতে

আপন যারা তারা এসে
সাজাবেরে নতুন বেশে
আমি টিকিট ছাড়া উঠবো শেষে
ইঞ্জিন ছাড়া গাড়িতে

ekdin kannar rol uthbe

রবিবার, ৪ জুন, ২০১৭

সমাজকে দেখাতে তুমি পড়ো যে নামাজ

নকুল কুমার বিশ্বাস

সমাজকে দেখাতে তুমি পড়ো যে নামাজ
সে নামাজে হবে নাকো পরকালের কাজ
তুমি জালেম হয়ে ধরো যদি আলেমরই সাজ
সে নামাজে হবে নাকো পরকালের কাজ
রোজা রেখে সোজা কভু না হয় যদি মন
লোক দেখানো বোঝা টেনে লাভ কি অকারণ
যদি বন্ধ না হয় রিপুর তাড়ন
কু-স্বভাবের রেওয়াজ
সে নামাজে হবে নাকো পরকালের কাজ
ঈমান ঠিক করিয়া করো হজ্ব আর যাকাত
নইলে বিফল হবে কালাম-কলমা হাজারো রাকাত
যদি না পৌঁছায় তোর ওই মোনাজাত
পাক দরবারের মাঝ
সে নামাজে হবে নাকো পরকালের কাজ
আরাম করে হারাম খেয়ে হারালি ঈমান
অমান্য করিলি আল্‌ কোরাআনের বিধান
আসলে হাশরের ময়দানের নিদান
সাজাবিরে ঠকবাজ
সে নামাজে হবে নাকো পরকালের কাজ
নকুল বলে জীবনে তোর গুনা সীমাহীন
মক্কা গেলেও রক্ষা নাইরে কেয়ামতের দিন
তুই দোজখবাসী হবি সেদিন
পড়বে গজবেরই বাজ
সে নামাজে হবে নাকো পরকালের কাজ

রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭

বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন


শিল্পীঃ নকুল কুমার বিশ্বাস
সুরকারঃ নকুল কুমার বিশ্বাস
গীতিকারঃ নকুল কুমার বিশ্বাস

যদি আগুন লেগে ধবংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ।।
করবে কেমন করে কোরআন ধংস আগুনেরও তেজ
আছে বিশ্ব ভরা অগনিত কোরআনে হাফেজ
তারা আবার ছাপায়ে আসমানী গ্রন্থ
বাচাবে ইসলামের মান
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ।
করলো কোরআন নিয়ে কত লোকে আদালতে কেস
লিখলো সালমান রুশদী বিদ্বেষ পূর্ন স্যটানিক ভার্সেস
তবু আল কোরআনের নূরের বাতি ।।
সারা বিশ্বে বিদ্যমান
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ।।
দেখ পাকিস্তানের জিয়া মরলো দূর্ঘটনায় ভাই
তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পুড়ে নাই
যেমন ছিল তেমন আছে
একটি সুরাও হয়নি ম্লান
তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ।।
যারা কোর আন ধংস করতে চায়
জানে না তাহারা ।।
ঐ গ্রন্থের প্রতি পাতা
ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা
এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন
আমার বিশ্ব নবীর সাধনার ধন
নহুল কয়না ফুলের দান
তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ।
এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ।

সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

বিয়া করলাম ক্যান



বিয়া করলাম ক্যান রে দাদা বিয়া করলাম ক্যান

হলাম আমার ঘরের আমি মেম্বার পরের মাইয়া চেয়ারম্যান।


তাড়াতাড়ি গেলে ক্যান

দেরি করে এলে ক্যান

মুখখানা কালি ক্যান

পকেটটা খালি ক্যান

বিয়েটা করলে ক্যান

সংসার গড়লে ক্যান

চিন্তাটা আগে করলে না ক্যান

এতো ক্যানোর জবাব দিতে আমার ফুরায় বুদ্ধি-জ্ঞান।

রে দাদা বিয়া করলাম ক্যনা।।


ঘরে চাল-ক্ষুদ নাই

বাচ্চার দুধ নাই

পান খেতে চুন নাই

একফোঁটা নুন নাই

আমার যে তেল নাই

পায়ে স্যাণ্ডেল নাই

তোমার কি কোনো আক্কেল নাই

বলো কতো আর সহ্য হয় কানে বউয়ের এই ঘ্যান ঘ্যান।

রে দাদা বিয়া করলাম ক্যনা।।


বেনারসী শাড়ি দাও

প্রাইভেট গাড়ি দাও

বারিধারায় বাড়ি দাও

আমেরিকায় পাড়ি দাও

টাকার পাহাড় দাও

চাইনিজ আহার দাও

সংসারে সুখের বাহার দাও

এমন হাজার বায়না শুনে আমি পড়ে হয়ে যাই অজ্ঞান।

রে দাদা বিয়া করলাম ক্যনা।।


————————

নকুল কুমার বিশ্বাস
অ্যালবাম: সাধের মাইয়া