রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

আমি খোলা জানালা (ami khola janala)


শ্রীকান্ত আচার্য্য


আমি খোলা জানালা

তুমি ওই দখিনা বাতাস

আমি নিঝুম রাত

তুমি কোজাগরি আকাশ ।।
উধাও সাগর তুমি অঢেল নীলে

আমি অস্তরাগ শেষ বিকেলে

তুমি কথা না রাখা নিরালা দুপুর

আমি বিমনা অবকাশ ।।
শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা

তুমি চলমান সুর স্বপ্ন মাখা

তুমি কাছে না থাকা খেয়ালী সুদুর

আমি বিরহী ইতিহাস
আমি খোলা জানালা

তুমি ওই দখিনা বাতাস

আমি নিঝুম রাত

তুমি কোজাগরি আকাশ

আজ ধানের ক্ষেতে


আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা

নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা।।
আজ ভ্রমর ভোলে মধু খেতে– উড়ে বেড়ায় আলোয় মেতে

আজ কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা।।
ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে।

ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে।
যেন জোয়ার-জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটেব হাসি

আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা।।

শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

আমি তোরই সাথে ভাসতে পারি

শিল্পীঃ কুমার বিশ্বজিত
সুরকারঃ ফরিদ আহমেদ
গীতিকারঃ লিটন অধিকারী রিন্টু



আমি তোরই সাথে ভাসতে পারি

মরণ খেয়ায় একসাথে

যদি পরাণটারে রাখিস ঢেকে

তোর পরাণের ছায়াতে।।


পুড়তে পারি তুষের মত তোর প্রেমেরই আগুনে

উড়তে পারি ছাইয়ের মত তোর প্রেমের কারণে

যদি পরাণটারে রাখিস ঢেকে

তোর পরাণের ছায়াতে।।


রইতে পারি বন্দি হয়ে যন্ত্রনারই প্রাচিরে

দিতে পারি বিষের থালা নিমেষে উজার করে

যদি পরাণটারে রাখিস ঢেকে

তোর পরাণের ছায়াতে।।

তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো

হেমন্ত মুখোপাধ্যায়

তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো
তুমি এলে অনেক কথা এলোমেলো মনে হলো

মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে
তুমি আপনি এসে নিজে তবু তারই জবাব দিলে
এলো রাতের শেষে চুপিসারে যেন দিনের আলো

দিন যে আমার আজকে হলো দিন
একটু বসো কাছে আমার অনেক কথা আছে
তোমার সময় থেকে কিছু সময় আমায় দিয়ো ঋণ

হঠাৎ কখন আমার আঁধার রাত্রি হয়ে গেছে
আমি বুঝতে পারিনি যে আমি বলতে জানিনা যে
আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো

তুমি রোজ বিকেলে tumi roj bikele

 কুমার বিশ্বজিত

তুমি রোজ বিকেলে আমার বাগানে
ফুল নিতে আসতে
জানিনা তুমি ফুল না আমাকেই
বেশি ভালবাসতে
প্রতিদিন তুমি দেখতে আমায়
গোলাপের আড়ালে লুকিয়ে,
যখনই চোখে চোখ পড়তো
লজ্জায় যেতে শুধু পালিয়ে।
কি ছিল তোমার মনে
কি ছিল তোমার মনে
পারিনি তা আজো জানতে ।
তুমি রোজ বিকেলে আমার বাগানে
ফুল নিতে আসতে
জানিনা তুমি ফুল না আমাকেই
বেশি ভালবাসতে ।
স্বপ্নের মত গেলে কোথায়
অজানাই হারিয়ে কে জানে
নিরবেই চির দিনটাই তো
স্বপনের বাঁশী বাজে এ প্রাণে
পারিনি আমি আজো
পারিনি আমি আজো
সেই স্মৃতির ইতি টানতে
তুমি রোজ বিকেলে আমার বাগানে
ফুল নিতে আসতে
জানিনা তুমি ফুল না আমাকেই
বেশি ভালবাসতে ।

রূপের মাইয়া ruper maiya


শিল্পীঃ মামুন
অ্যালবামঃ পাওয়া যায় নি
সুরকারঃ ইস্তেখার হোসেন
গীতিকারঃ সাজ্জাদ নূর




রূপের মাইয়া একবার চাইয়া গো
ভাব লাগাইয়া পারাণ কারিলে।।

রূপ নয়নে লাগিলো
অন্ধকারে করে আলো
মায়ার জালে বন্দি করিলে।।

কন্ঠে তোমার এতই মধু
আমারে করিলো যাদু
একই প্রেমের গান আমায় শোনালে।।

মনে আমার ছিল আশা
যদি পাইতাম ভালবাসা
প্রেম পিপাসা মিটবে মিটাইলে।।

আকাশ মেঘে ঢাকা


শিল্পীঃ চিত্রা সিং

আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ।।
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে

সেদিনও এই ক্ষনে সজলও ছিলো হাওয়া
কেয়ার বনে তারো ছিলো যে আশা যাওয়া ।।
যুঁথির সুরভিতে আঙ্গিনা ছিলো ভরে

আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ।
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে

এখনো সেই স্মৃতি বুকেতে বয়ে চলি
নিজেরো সাথে আমি নিজেই কথা বলি
স্মৃতির মনিমালা সবার চেয়ে দামি
আজও তা পড়ে আছি ভুলিনিতো কিছু আমি ।।
এখনো বসে আছি হারানো খেলা ঘরে

আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে

akash meghe dhaka

মনে করো যদি


শিল্পীঃ চিত্রা সিং

মনে করো যদি সব ছেড়ে হায়
চলে যেতে হয় কখনো আমায়
মনে রবে কি রজনী ভরে
নয়ন দুটি ঘুমে জড়াতে নিশি রাতে
কে গান শুনাতো।।

তোমারি পথে ফুল ছড়ায়ে
কাঁটাগুলি কে দিতো সরায়ে।
হৃদয় ভরা মাধুরী নিয়ে
সাথে থেকে কে আশা জাগাতো।।

তোমারি নামে দিনেরও শেষে
দীপ জ্বালাতো কে ভালোবেসে
ছিল জীবনে হাসি হয়ে কে
ব্যাথা হয়ে কে ব্যাথা রাঙ্গাতো।।

mone koro jodi sob 

পরান পাখি

 
শিল্পীঃ হাবিব
অ্যালবামঃ শোনো!

আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
দিবানিশি তোরে ডাকি
তুই সে আমার পরান পাখি
যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পরে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষে আসবো উড়ে
আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
আকাশরে তোর কানে বলি
তোর নীলে কি দুঃখ তত
যতটা ব্যথা এ হৃদয় পুড়ে
জ্বলতে পারে তুসের মত
যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পরে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষে আসবো উড়ে
আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
জোছনারে তোর কানে বলি
জালবি যদি সকল আলো
তবুও কেনো আমার আকাশ
কষ্টভরা আঁধার কালো
যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পরে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষে আসবো উড়ে
আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
আকাশ যতই হোক না কালো
তুই যে সকল আশার আলো
দিবানিশি তোরে ডাকি
তুই সে আমার পরান পাখি
যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পরে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষে আসবো উড়ে (৩)

এক সেকেন্ডর নাই ভরসা


শিল্পীঃ ফিরোজ সাঁই
অ্যালবামঃ এক সেকেন্ডর নাই ভরসা
সুরকারঃ ফিরোজ সাঁই
গীতিকারঃ ফিরোজ সাঁই


এক সেকেন্ডর নাই ভরসা
বন্ধ হইবে রঙ তামাশা
চক্ষু মুদিলে –
হায়রে দম ফুরাইলে।।

রঙিন রঙিন দালান কোটা
দামী দামী গাড়ি
জমি জমা ধন লইয়া কর কারাকারি।
সাড়ে তিন হাত জায়গাও হয় না
মাটির মন্জিলে।

সাদা কালো কত রঙের কত রকম মানুষ
এই দুনিয়ার জলসাঘরে
হইয়া থাকে বেহুস।।
গানা বাজনা শেষ হইবো- নেশা ফুরাইলে।

আমি ভুলবো না তোমাকে


শিল্পীঃ মাইলস
অ্যালবামঃ প্রত্যয়
সুরকারঃ মানাম আহমেদ
গীতিকারঃ মাহমুদ খুরশীদ


বিস্ময়! ছিলে তুমি স্বপ্ন আমার
কাছে পাবো না জানি তোমাকে তো আর
কাটত সময় কত গল্প বলে
বলতে ভালোবাসি হাতটি ধরে

আমি ভুলবো না, আমি ভুলবো না
আমি ভুলবো না তোমাকে

স্বপ্ন প্রহরগুলো মনে পড়ে যায়
সোনালী আবেগ কাছে ডাকতো আমায়
সৃতিগুলো আজ শুধু আবেশে জড়ায়
ব্যার্থ এ মন শুধু আমাকে কাঁদায়।।

প্রেম কি ছিলো না, ছিলো শুধু প্রহসন
চেয়েছি নিবিড় করে শুধু অকারণ
তোমার ছবি মনে তুমি কাছে নেই
অন্নের হয়ে গেলে খুব সহজেই
কেন থাকলে না কেন থাকলে না
কেন থাকলে না আমার হয়ে।।

দিশেহারা হয়ে পড়ে আছি তবু
পারিনি মেনে নিতে ভুলে যাবে কভু
চলে গেলে কেন একা ফেলে, আমাকে।

তোমার অবুঝ মন বুঝেনি তখন
হয়ত পারিনি হতে তোমারি মতন
হৃদয় মাঝে সৃতিচিহ্ন রেখে
প্রেমের সমাধি মনে গেলে যে এঁকে।।

কেন থাকলে না কেন থাকলে না
কেন থাকলে না আমার হয়ে

ami vulbo na tomake

লোকে বলে বলেরে loke bole bolere

শিল্পীঃ সেলিম চৌধুরী
গীতিকারঃ দেওয়ান হাছন রাজা


লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূণ্যেরও মাঝার।।

ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।।

এ ভাবিয়া হাসন রাজা
ঘর-দুয়ার না বান্ধে
কোথায় নিয়া রাখব আল্লায়
তাই ভাবিয়া কান্দে।।

জানত যদি হাসন রাজা
বাঁচব কতদিন
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন।।

নিশা লাগিলো রে Nisha lagilo


শিল্পীঃ সেলিম চৌধুরী
সুরকারঃ হাছন রাজা
গীতিকারঃ হাছন রাজা

নিশা লাগিলো রে
বাকা দুই নয়নে
নিশা লাগিলো রে
হাছন রাজা
পিয়ারির প্রেমে মজিলো রে ।।
ছটফট করে হাছন দেখিয়া চান্দ মুখ
হাছন জানের মুখ দেখি জনমের গেলো দুখ ।
হাছন জানের রূপটা দেখি ফাল ফাল দি উঠে ।।
চিরাবারা হাছন রাজার
বুকের মাঝে ফুটে ।
নিশা লাগিলো রে
বাকা দুই নয়নে
নিশা লাগিলো রে
হাছন রাজা
পিয়ারির প্রেমে মজিলো রে ।।

আমিই বাংলাদেশ ami e bangladesh


অ্যালবামঃ সায়ানের গান
সুরকারঃ সায়ান
গীতিকারঃ সায়ান

কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী
গল্প সেসব তোমার চেয়ে কম জানিনা আমি
তোমার যত কীর্তিকলাপ সেও তো আছে জানা
ইচ্ছে করেই মুখ খুলি না, বলতে ওসব মানা

স্বামী বাবার নাম ভাঙিয়ে আর কতকাল খাবে
এবার ওদের ঘুমোতে দাও, আত্মা শান্তি পাবে
তাঁদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি
খুব বেশী দিন আমার চোখে যায় না দেয়া ধূলি

আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ
নাম আমার জনগণ, আমি’ই বাংলাদেশ

বৃক্ষের নাম দিয়ে কি? ফলেই পরিচয়
রাজারা মিছেই কেবল কথার খৈ ফোটায়
কেবলই নিজের গীতে বিভোর হয়ে রয়
দেবতা ফেরেশতা সব, ভুল কি তাদের হয়?

অপরের নিন্দা করেই ভাঙলে কেবল গলা
নির্বাচনের আগে তোমার শতেক ছলাকলা
কখনো শান্তি-প্রীতি, কখনো বিক্ষোভ
আসলে তো জানি সবই সিংহাসনের লোভ

আমায় দেখে ভাবছো বুঝি বুদ্ধু-বোকা-সোজা
সময়ে টের পাবে ঠিক আসলে কে রাজা

তোমার ওই মনটা বড় বড্ড বেশী ভুলো
তোমার ওই ইশ্তেহারে কি কি যেন ছিলো
যদি দেখি হাতের আঙুল, ভুলে তাদের কাজ
দিনে দিনে ফুলে ফেঁপে হচ্ছে কলাগাছ

যদিও তোমার চোখের চশমাটা রঙীন
চোরেদের দশদিন আর গেরস্থের একদিন
আমাকে রাখলে খুশি, মাথায় তুলে রাখি
নরম নরম গদির ‘পরে বসতে তোমায় ডাকি

ধাপ্পাবাজি টের পেলে ঠিক পাল্টে দেবো মন
সোনা দিয়ে মুড়োলে লাভ হবে না তখন

মনে পড়ে রুবি রায় mone pore ruby

শিল্পীঃ আর. ডি. বর্মন
অ্যালবামঃ অনামিকা
সুরকারঃ আর. ডি. বর্মন
গীতিকারঃ আর. ডি. বর্মন

মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়,ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি ।।

রোদ জ্বলা দুপুরে,সুর তুলে নূপুরে
বাস থেকে তুমি যবে নাবতে ।।
একটি কিশোর ছেলে,একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোন দিন ভাবতে ।

মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়,ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি ।।

দ্বীপ জ্বলা সন্ধ্যায়
দ্বীপ জ্বলা সন্ধ্যায়,হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি ।।
ও.. পাখি সে তো আসেনি,তুমি ভালবাসনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি।

মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়,ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি ।।

জীবনের গল্প আছে বাকি অল্প

শিল্পীঃ এন্ড্রু কিশোর
সুরকারঃ আলম খান
গীতিকারঃ মোঃ মনিরুজ্জামান মনির


জীবনের গল্প আছে বাকি অল্প।
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।

ঐ ঘাসের কাফনেতে দেখ আকাশ আছে শুয়ে
ঐ বরফ গলা নদী নামে পাহাড় যে বেয়ে
নীড়ে পাখি ফিরে যাবে সূর্যটা গেলে অস্ত।।
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।

এই রঙ্গিন পৃথিবীতে কত মানুষ এলো গেল
এই আশা যাওয়ার পথে দেখ চেনা যানা হল
ভুলে যেতে হবে সবই পথ চলা হবে অন্ত
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।

Movie : Veja Chokh

 jiboner golpo

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

তোর জন্য আমি বন্য tor jonno ami bonno

কন্ঠঃ উপল
কথাঃ উপল
মিউজিকঃ ফুয়াদ
অ্যালবামঃ বন্য 


তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।(২)

শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)

তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।

দেখেছি যা দেখার ছিল, এই মনের আয়নায়;
অবিরত আনাগোনা বৃথা সেকি হায়।
আমি ভেবে ভেবে মরি, তোর মনে আছে কি;
দিশেহারা আমি যে তোর প্রেমে পড়েছি।
অভিমানে দূরে আমি হারাবো যখন,
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ।

শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)

তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।

ডুবে থাকিস বৃথা যতো, ঐ নষ্ট ভাবনায়;
ইপ্সিত পন্যে স্বপ্ন দেখা ব্যর্থ জীবনটায়
আমি পাল্টে দিতে পারি, তোর চোখের ঐ রং;
নরম রংয়ে ভালবাসা পবিত্র ভীষণ।
অভিমানে দূরে আমি হারাবো যখন,
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ।

শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)

তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।

শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)

তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।

শুয়া উড়িল Shua Urilo


কন্ঠঃ এস আই টুটুল/ ফজলুর রহমান বাবু + শফি মণ্ডল/ প্রান্তি
গীতিকারঃ শীতালং শাহ
সুরকারঃ রাম কানাই দাস
মুভিঃ ঘেটু পুত্র কমলা
পরিচালকঃ হুমায়ূন আহমেদ



শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে(২)

আরলাম আকানে ছিলা আনন্দিত মন
আরলাম আকানে ছিলা আনন্দিত মন
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন।
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে(২)

নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর
পাষাণ সমান হিয়া কঠিন অন্তর।
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে(২)

পিঞ্জরায় থাকিয়া করলা প্রেমেরও সাধন
পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন।
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে(২)

শীতলং ফকিরে কইন দম কর সাধন
দমের ভিতর আছে পাখি করিও যতন।
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে(২)

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

আমি তোমারি প্রেম ভিখারী

আমি তোমারি প্রেম ভিখারী, 
ভালবেসে ঠাই দিও পরানে গো 
ভালবেসে ঠাই দিও পরানে 
আমি তোমারি তুমি আমারি 
পশে থেকো জীবনে মরনে গো 
পশে থেকো জীবনে মরনে 
বুকেরো ভিতরে আন্ধার কুটিরে 
তুমি ওগো চান্দেরও বাতি চোখের মনিতে 
শয়নে-স্বপনে আছো তুমি দিবসও রাতি, 
ভালবেসে ঠাই দিও পরানে গো 
পাশে থেকো জীবনে মরনে 
তোমােরে আমি যে কত ভালবাসি গো 
বোঝাবো কেমনে বোঝাবো? 
তোমারে না পেলে জানি আমি জানি গো 
মরিব অকালে মরিব 
ভালবেসে ঠাই দিও পরানে গো 
পাশে থেকো জীবনে মরনে। 
আমি তোমারি প্রেম ভিখারী, 
ভালবেসে ঠাই দিও পরানে গো 
ভালবেসে ঠাই দিও পরানে 
আমি তোমারি তুমি আমারি 
পশে থেকো জীবনে মরনে গো  
পাশে থেকো জীবনে মরনে

ami tomari premo vikhari

উল্টো রাজার দেশে ulto raja

কথাঃ নচিকেতা
সুরঃ নচিকেতা
কন্ঠঃ নচিকেতা
অ্যালবামঃ কি হবে?



কোন এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে (২)
সোজা পথ পোড়ে পায়ে, সোজা পথে কেউ চলেনা
সোজা পথ পোড়ে পায়ে, সোজা পথে কেউ চলেনা
বাঁকা পথ জ্যাম হরদম, জমজমাট ভিড় কমেনা
কোন এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে

সে দেশে করে পাস এম এ,বি এ, কেরানির জীবন যাপন
করে পাস এম এ,বি এ, কেরানির জীবন যাপন
রাজনীতি করলেরে ভাই, ডিগ্রীর কি প্রয়োজন ?
জনগণ তুলে দেবে তোমার হাতে দেশের শাসন

সে দেশে, অর্থের কারচুপিতে সিদ্ধ যিনি -অর্থমন্ত্রী
দেশের শত্রু মাঝে প্রধান যিনি –প্রধানমন্ত্রী
সে দেশে ধার করে ভাই শোধে রাজা ধারের টাকা
মরে ভূত হল মানুষ, লোক দেখানো বৈদ্দি ডাকা
কোন এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে

সে দেশে, অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মাড়ি
অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মাড়ি
বিদেশি চ্যানেল তখন পৌঁছে যে যায় বাড়ি বাড়ি
আনন্দ, কি আনন্দ এসে গেছে কোকাকোলা
গেছে সব দেনার দায়ে বাকি আছে কাপড় খোলা
পায় না খেতে যারা গাইত খেয়াল,টপ্পা ঝানু
পায় না খেতে যারা গাইত খেয়াল,টপ্পা ঝানু
গেয়ে গান হচ্ছে ধনী রাম, শ্যাম আর কুমার পানু
কোন এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে

পারেনা ধরতে পুলিশ সত্যি অপরাধী, যারা বাড়ছে সুখে
নিরীহ প্রেমিক-প্রেমিকাদের ধরে, নিচ্ছে টাকা লেকের ধারে,পুজোর মুখে
এদিকে ধর্ম ধর্ম ধর্ম নিয়ে চলছে বামাল
ধর্মকে তোয়াজ করে সব শালারাই সাদা বা লাল
রাজা দেয় প্রতিশ্রুতি হ্যান কারেগা, ত্যান কারেগা
রাজা দেয় প্রতিশ্রুতি হ্যান কারেগা, ত্যান কারেগা
করেগা কচু, আসলে ব্যাটা পকেট ভারেগা

এতো এক উল্টো দেশের গল্প শুনলে এতক্ষণ
যদি কেউ এমন দেশের সন্ধান পাও তখন …
জানিয়ে দিও আমায় বলব সেই দেশের কথা
ঠিকানা আমার, কেয়ার অব ফুটপথ নচিকেতা
ঠিকানা আমার, কেয়ার অব ফুটপথ নচিকেতা
ঠিকানা আমার, কেয়ার অব ফুটপথ নচিকেতা

মাঝ রাতে চাঁদ যদি majh raate chad jodi

অবসকিউর

মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায় 
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি 
আকাশের নীল যদি আধাঁরে মিলায়
 বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি। 
মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায় 
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি 
আকাশের নীল যদি আধাঁরে মিলায় 
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি। 
আকাশের বুক চিরে যদি ঝরে জল 
বুঝে নেবো অভিমানে তুমি কেঁদেছো 
আকাশের বুক চিরে যদি ঝরে জল 
বুঝে নেবো অভিমানে তুমি কেঁদেছো 
সরোবরে যদি ফোটে রক্ত কমল 
অনুভবে বুঝে নেবো মান ভেঙ্গেছো 
মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায় 
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি 
আকাশের নীল যদি আধাঁরে মিলায় 
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি। 
রূপালী বিজলী যদি নিরব থাকে 
কেঁদোনা ভেবো শুধু আমিতো আছি 
রূপালী বিজলী যদি নিরব থাকে 
কেঁদোনা ভেবো শুধু আমিতো আছি 
স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে 
বুঝে নিও আমি আছি কাছাকাছি। 
মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায় 
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি 
আকাশের নীল যদি আধাঁরে মিলায়
 বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।


ছাইড়া গেলাম মাটির পৃথিবী saira gelam matir


Tipu, Obscure

ছাইড়া গেলাম মাটির পৃথিবী

জীবন খেলায় হারাইলাম সবই,

বুকে জমাট বাধা অভিমান

কী নিঠুর এই নিয়তির বিধান।

রক্তে আমার মিইশা ছিল সুরের ছোয়া

হৃদয় দিয়া বাইয়া গেছি সংগীতের খেয়া।

আশায় আশায় কাটলো জীবন ভর

পার হই নাই তবু সুর সাগর

বুকে জমাট বাধা অভিমান

কী নিঠুর এই নিয়তির বিধান!!

কিসের আশায় মন সপিলাম সুরেরই মেলায়

কী পাইলাম আর কী হারাইলাম সঙ্গীতের খেলায়।

কাইন্দা কাইন্দা বলে আমার মন

ভাংলো কেন সুরেরই স্বপন

বুকে জমাট বাধা অভিমান

কী নিঠুর এই নিয়তির বিধান!!

সাদা কাফন পইড়া গেলাম আন্ধার কবরে

রাইখা গেলাম আমারই গান তোমাদের তরে।

আমায় মনে রাইখো চিরদিন

রঙ্গিন নেশায় কইরো না বিলীন

বুকে জমাট বাধা অভিমান

কী নিঠুর এই নিয়তির বিধান!!

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

Quote




All that I am, or hope to be, I owe to my angel mother.


Abraham Lincoln

যত দূরেই

চুপচাপ চারিদিক মাতাল হাওয়া্
পাখিদের কোলাহলে মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলী হয়ে রবে তুমি আমারই চিরকাল
যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি

যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি

কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে

কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে

যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি

যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি


চুপচাপ চারিদিক মাতাল হাওয়া্
পাখিদের কোলাহলে মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলী হয়ে রবে তুমি আমারই চিরকাল

যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
\___________________/

Joto Durei Thako - Warfaze ( Alo / Poth Chola )

যত দূরেই ( অ্যালবাম - আলো / পথচলা )

bangladesher bangali



ami bangladesher bangali
bidesh aisha kangali
ontore dukkher shima nai
ami bangladesher bangali
kormo doshe kangali
ontore dukkher shima nai ||

ma baap thuia aisire
bhaibon aisire
obhaber desh charsi re
bou polapain kamne ase haay ||

jomi beicha aisire
dhaar koira aisire
dalal dhoira aisire
chinta korle koilja shuika jaae ||

Azam Khan

Tumi sudhu tumi nou aro je kotoki

Tumi sudhu tumi nou aro je kotoki
Faguner ful tumi chadni rate - 2
Tumi din e-vubone ami ekaki
Ki kore bujai bolo ki nam e daki

Tumi sudhu tumi nou aro je kotoki
Faguner ful tumi chadni rate
Dibose surjo tumi
Tumake niye tai sopno buni
Tumi dile je upohar kisute tulona hoi na tumar
Koto ronge rangano oi duti akhi


Ki kore bujai bolo ki nam e daki

Tumi sudhu tumi nou aro je kotoki
Faguner ful tumi chadni rate

Kobitar chondo tumi sobder mala gethe vashate tumi
Miloner sukh je tumi
Sei sukh dhore rekho chiro din e
Soto badhai ami jeno tumari thaki

Ki kore bujai bolo ki nam e daki

Tumi sudhu tumi nou aro je kotoki
Faguner ful tumi chadni rate

ভালবাসা অপরাধ

তুমি আমার আমার
তুমি আমার আমার

ভালবাসা যদি অপরাধ হয়
সেই অপবাদ কাঁধে নিয়ে আমি

অনাদিকাল সেই অপরাধ
আমি তোমারি সাথে করে যাব
গোধূলির রাঙ্গা হ্রদে হৃদয়
ভিজিয়ে তোমার ঐ মন ভেজাব
ও সাজাব সাজাব
আমি তোমাতেই স্বপ্ন হবার

আমি সারা পৃথিবীকে
জানিয়ে দিতে চাই,
তুমি আমার একান্তই আমার
এই বিপ্লবী মন বিদ্রোহী হয়ে বলে
তোমার সে শুধুই তোমার

মিশে আছো অস্তিত্বে আমার
তবুও মনে জাগে কেন ভয়
ওহ ভয় হুম ভয়
যদি তোমাকে হারাতে হয়
তুমি হীনা প্রতি মুহূর্তকে
মনে হয় এক যুগেরই মত
হায় কত
স্বর্গীয় ভালবাসা আমার

আমি সারা পৃথিবীকে
জানিয়ে দিতে চাই
তুমি আমার একান্তই আমার
এই বিপ্লবী মন তাই
বিদ্রোহী হয়ে বলে
তোমার সে শুধুই তোমার
আমি সারা পৃথিবীকে
জানিয়ে দিতে চাই
তুমি আমার একান্তই আমার
এই বিপ্লবী মন তাই
বিদ্রোহী হয়ে বলে
তোমার সে শুধুই তোমার
আমি সারা পৃথিবীকে
জানিয়ে দিতে চাই
তুমি আমার একান্তই আমার
এই বিপ্লবী মন তাই
বিদ্রোহী হয়ে বলে
তোমার সে শুধুই তোমার

Valobasha Oporadh -  

 

কষ্ট kosto


 - আইয়ুব বাচ্চু

কোন সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে,
তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়
আশা নয় না বলা ভাষা নয়,
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
বুকের এক পাশে রেখেছি
জ্বলহীন মরুভুমি,
ইচ্ছে হলে যখন তখন, অশ্রুফোটা দাও তুমি
তুমি চাইলে আমি দেব, অথই সাগর পাড়ি।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
যখন আমার কষ্টগুলো প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল চুপচাপ ঝরে পড়ে,
আমার আকাশ জুড়ে মেঘ, ভরে গেছে ভূলে।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।

- Kosto by Aiyub Bacchu (LRB) 

নিশীথ রাতের বাদল ধারা

আমার নিশীথ রাতের বাদল ধারা এসো হে গোপনে
আমার স্বপ্নলোকে দিশাহারা ।।
ওগো অন্ধকারের অন্তরধন, দাও ঢেকে মোর পরান মন --
আমি চাই নে তপন, চাইনে তারা ।।
যখন সবাই মগন ঘুমের ঘোরে নিয়ো গো, নিয়ো গো,
আমার ঘুম নিয়ো গো হরণ করে ।
একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে --
দিয়ো গো, দিয়ো গো,
আমার চোখের জলে দিয়ো সাড়া ।।

Nishith Rater Badol Dhara -  

শেষ দেখা

শিল্পীঃ জেমস
অ্যালবামঃ শেষ দেখা

=========================
নীরবে অভিমানে নিভৃতে
করছ তিলে তিলে নিজেকে শেষ,

কেন বল পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালবাসা নি:শেষ।
বন্ধু ভেঙ্গে ফেল এই কারাগার
খুলে দাও সে হৃদয়ের প্রণয়ের দ্বার
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।

হতেও পারে আমাদের এই
মিলনমেলা এক ইতিহাস
হতেও তোমার শীতল
চোখটাই যেন এক উচ্ছাস,
হতেও পারে বিষাদের এই
জনপদ প্রণয়ের তীর্থ
হতেও পারে তোমার একটু
নীরবতায় সে ব্যর্থ।
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।

দু:খ আমার সাথেই আছে
তবু দেখ দু:খী আমি নইতো
ডাক দিয়ে যায় প্রণয়মেলায়
এতেই নিহিত সুখ হয়তো
কিসের এত দু:খ তোমার
সারাক্ষণ বসে বসে ভাবছ,
পৃথিবীতে বল বাঁচবে ক‘দিন
সময়টাতো বড় অল্প।
নীরবে অভিমানে নিভৃতে
করছ তিলে তিলে নিজেকে শেষ,
কেন বল পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালবাসা নি:শেষ।
বন্ধু ভেঙ্গে ফেল এই কারাগার
খুলে দাও সে হৃদয়ের প্রণয়ের দ্বার
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গান শেষ গান।

Sesh Dekha by James

আমার ক্লান্তি amar klanti


আর পারি না আর পারি না
আমার ভীষণ ক্লান্ত লাগে
আর জমে না আর জমে না
রঙ্গীন স্বপ্ন মনের তলে


যা আছে আর যা কিছু নেই
যাচ্ছে ধুয়ে বৃষ্টি ধারায়
আর পারি না আর পারি না
আমার ক্লান্তি আমায় কাঁদায়

তোমার তুমি তোমাতে নেই
আমার আমি হচ্ছি বিলীন
নষ্ট হচ্ছি কষ্ট পাচ্ছি
জমছে ধুলো ভালবাসায়

বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে
বৃষ্টি আমার চোখের পাতায়
আর পারি আর পারি না
আমার ক্লান্তি আমায় কাঁদায়

অতীত এবার বিদায় জানায়
জল টলমল বর্তমান আর
আগামীকে দেখছি এবার
ঘনিয়ে আশা সন্ধ্যা বেলায়

যাচ্ছে ধুয়ে সব কথা সুর
সব ঝংকার গানের খাতায়
আর পারি আর পারি না
আমার ক্লান্তি আমায় কাঁদায়

রাত্রি নামে নীরেট নিকস
ধুসর স্মৃতি ক্লান্ত দিবস
ঘুমায় আঁধার তুমি ঘুমাও
বৃষ্টি পালায় ঝড় থেমে যায়
শীউলি ফুলের সুবাস মেখে
আমার এ রাত বয়ে যায়
আর পারি আর পারি না
আমার ক্লান্তি আমায় কাঁদায়

আর পারি আর পারি না
আমার ক্লান্তি আমায় কাঁদায়

আর পারি আর পারি না
আমার ক্লান্তি আমায় কাঁদায়

Amar Klanti  by Aurthohin 

তুমি আমার ঘুম tumi amar ghum


  - সৈনিক 

তুমি আমার ঘুম.. তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
তুমি আমার সুখ.. তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না
তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না
তুমি আমার দিন থেকে রাত..
আমি যে সময় জানি না……. ।।


আমি বৃষ্টি চাই.. অবিরত মেঘ
তবুও সমুদ্র ছোঁব না
মরুর আকাশে মেঘ হবো শুধু.. ছায়া হবো …।
তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না
তুমি আমার দিন থেকে রাত..
আমি যে সময় জানি না……. ।।

ভালোবাসা জলের মতন.. দু’ হাত যেন ভরে না
প্রিয় মুখ তারার মতন..
দু’ চোখে গোনা যায় না ।।
তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না
তুমি আমার দিন থেকে রাত..
আমি যে সময় জানি না……. ।।

তুমি আমার ঘুম.. তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
তুমি আমার সুখ.. তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না
তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না
তুমি আমার দিন থেকে রাত..
আমি যে সময় জানি না……. ।।
Tumi Amar Ghum - Shoinik -

চলে যাও বন্ধু তুমি চলে যাও chole jao bondhu tumi

চলে যাও বন্ধু তুমি চলে যাও...
হৃদয়ের বাঁধন ভেঙ্গে দিয়ে

ভেবোনা বাঁধা কোন দেবনা
থেকে যাও নিজেকে নিয়ে..

দূরে রবো আমি
শুধু তোমার সুখ কামনায়...
স্মৃতি নিয়ে এ মন
আজীবন ভালোবাসবে তোমায়

এ জীবনে একবার
একজনকেই ভালোবাসা যায়..
কাঁচসম একটি হৃদয়
ভেঙ্গে গেলে ভরে যায় অপূর্ণতায়
- - হাসান (আর্ক) 
অ্যালবামঃ এখনো দু'চোখে বন্যা

Chole Jao by Hasan (Ark)

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ ।।
তোমার বাতাস
আমার প্রানে
ওমা আমার প্রানে বাজায় বাঁশী

ওমা ফাগুনে তোর আমার বনে ঘ্রানে পাগল করে
মরি হায়
হায় রে ওমা
ফাগুনে তোর আমার বনে ঘ্রানে পাগল করে ।
ওমা অগ্রানে তোর ভরা খেতে
কি দেখেছি
আমি কি দেখেছি মধুর হাসি
সোনার বাংলা
আমি তোমায় ভালবভাসি
কি শোভা কি ছায়া গো
কি স্নেহ কি মায়া গো
কি আঁচল বিছায়েছ বটের মুলে
নদীর কূলে কূলে
মা তোর মুখের বানী
আমার কানে লাগে সুধার মতো
মরি হায় , হায় রে মা তোর
মুখের বানী
আমার কানে লাগে সুধার মতো
মা তোর বদন খানি মলিন হলে
আমি নয়ন
ওমা আমি নয়ন জ্বলে ভাসি
সোনার বাংলা আমি তোমায় ভালবাসি ।

হাসিমুখ

কথা, সুরঃ জিয়া
কন্ঠঃ তুহিন
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ জাহাজী



প্রতিটি রাস্তায়, প্রতিটি জানালায়
হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেঁটে যাই,
হেঁটে হেঁটে বহুদুর বহুদুর যেতে চাই।

রোদ উঠে গেছে তোমাদের নগরীতে
আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়,
আনন্দ হাসিমুখ, চেনা চেনা সবখানে
এরই মাঝে চল মোরা হারিয়ে যাই।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেঁটে যাই,
হেঁটে হেঁটে বহুদুর বহুদুর যেতে চাই।

হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়,
হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়,
অনেক আজানা ভীড়ে স্বচ্ছ নিরবতায়,
রোদ উঠে, গেছে চেনা এই নগরীতে নাগরিক জানালা
হাসিমুখে একাকার।
আনন্দ উৎসব চেনাচেনা সবখানে,
এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেঁটে যাই,
হেঁটে হেঁটে বহুদুর বহুদুর যেতে চাই।

এত কষ্ট কেন ভালবাসায় eto kosto keno

চারিদিকে উৎসব পরিপুর্ণ নিয়ন আলোয়
আমার এ পৃথিবী ঘিরে আসছে আঁধার কালোয়
সানাইয়ের সুর নিয়ে যাবে দুর একটু একটু করে
আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই জলে চোখ ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় ।

বিশ্বাস যেখানে অবিশ্বাসের সুরে বেজে উঠেছে
থাকবে না আমার সে কথা বুঝতে যেন দেরি হয়েছে
মগ্ন ছিলাম তোমার ভালবাসার ইন্দ্রজালে
মানুষ আমি কেন তলিয়ে গেছি আমারই ভুলে

সানাইয়ের সুর নিয়ে যাবে দূর একটু একটু করে
আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই জলে চোখ ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায়

                              - - হাসান (আর্ক)  
Eto Kosto Keno Valobashay by Hasan (ARK)

মাগো ভাবনা কেন mago vabna keno

শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়

মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্র এলে অশ্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি(২) আমরা হারবনা,হারবনা
তোমার মাটির একটি কণাও ছাড়বনা(২)
আমরা পাজর দিয়ে দূর্গ ঘাটি গড়তে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি
আমরা অপমান সইবনা
ভীরুর মত ঘরের কোণে রইবনা(২)
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝড়তে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি
আমরা পরাজয় মানবনা
দূর্বলতায় বাঁচতে শুধু জানবোনা(২)
আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি
মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্র এলে অশ্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি

সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

এই দূর পরবাসে



আসিকুজ্জামান টুলু (আর্ক) 


এই দূর পরবাসে

তারা গুনে আকাশে আকাশে

কাটে নিঃসঙ্গ রাত্রি গুলো

মাঝে মাঝে স্বপ্নের বেশে সৃতি রা এসে

আমাকে করে যায় বড় বেশী এলোমেলো

মনে পড়ে যায়

বন্ধুদের আড্ডা মুখর প্রহর

তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর

সেখানে হয়তো সবাই

ব্যস্ত মেলেনা সময়

তবু সেখানেই ফিরে যেতে চায়

ফেরারি হৃদয়

এই একাকী জীবন ভাল লাগেনা আমার

বিষণ্ণ দিনের শেষে

বিষণ্ণ রাতের শেষে

মনে পড়ে যায়

কখনো পুরনো তোমাকে

প্রতিটি কষ্ট মাখা দিনের ফাঁকে ।।

হয়তো বদলে গেছো

হয়ে গেছো অচেনা তুমি

তবু তোমাকেই ফিরে পেতে চাই

দুরের আমি

এই একাকী জীবন ভাল লাগেনা আমার

বিষণ্ণ দিনের শেষে

বিষণ্ণ রাতের শেষে

Click To Hear

ও আমার বন্ধু গো

ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার,
তোমারই জন্য গড়েছি আমি
মনজিল ভালোবাসার।
এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান।
তুমি আমারই বলবো শতবার।
হাত দু'টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আর
শুনবো না কারো কথা যে আর
মন্দ বলুক সমাজ।
তুমি আমারই, হায়, বলবো শতবার.

Tumi Nije Nije

Tumi Nije Nije
Proshno Kore Dekho Akhoditey
Cheyecho Koushole Obhinoye
Metechile Aaha
Tumi Bhebechile
Porbo Bhenge Ami Ak Kothatey
Churno Hoye Jabo Shei Theke Hay
Akhono Ami ekaa

Etodin Pore Tobu Proshno Jage
Shudhui Ki Herechi Ami
Ridoy Bhangar Shei Nutun Khelay
Ektu Ki Haroni Tumi||

Akhono Raat Kate Tomaro Protikkhay
Akhono Shopno Mone Nutuner Barotaay
Aka Ami Aka Jibon Morubhumi
Aka Ami Aka Jibon Morubhumi
Atodin Pore Proshno Jage
Shudhui Ki Herechi Ami
Ridoy Bhangar Shei Nutun Khelae
Ektu Ki Haroni Tumi||

Abege Apluto Ei Nishito Ridoy
Kade Nirjone Tobuo Thake Kichu Shongshoy
Aka Ami Aka Jibon Morubhumi
Aka Ami Aka Jibon Morubhumi
Atodin Pore Proshno Jage
Shudhui Ki Herechi Ami
Ridoy Bhangar Shei Nutun Khelae
Ektu Ki Haroni Tumi ||

সরলতার প্রতিমা

তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখতে সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুড়ে শতবার
রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া
লাগে না লাগে না জোড়া
আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে
থমকে সে যাবে জীবন ও গতি সে কি তোমার অজানা
রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া
লাগে না লাগে না জোড়া
শ্রাবণ বেলায় তোমার কথা ভেবে বিষণ্ণ এ মন
আশার পথে দিয়েছি পাড়ি , যেথা তোমার বিচরণ
রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া
লাগে না লাগে না জোড়া
তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখতে সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুড়ে শতবার
রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া
লাগে না লাগে না জোড়া
কথাঃ প্রিন্স মাহমুদ। শিল্পীঃ খালিদ। এলবামঃ সরলতার প্রতিমা।

বেদনা মধুর হয়ে যায়

বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
মুখের কথাই হয় যে গান, তুমি যদি গাও
কুয়াশায় রাত হয় ভোর, কেটে যায় আঁধারের ঘোর
চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও
যেদিন জেনেছে এই মন, তুমি যে আমার
সেই থেকে যা পেয়েছে সে, সবই যে তোমার
যত ভুল ভেঙে গিয়ে তাই, দেখি ফুল যেদিকেই চাই
দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও.

ও গানওয়ালা আরেকটা গান গাও o gaan wala

ও গানওয়ালা আরেকটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই।
ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা
চলে গেছে বেহালা নিয়ে
চলে গেছে গান শুনিয়ে।

এই পালটানো সময়
সে ফিরবে কি ফিরবে না জানা নেই
ও গানওয়ালা আরেকটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই।
কৈশরে শেষ হওয়া
রঙচঙে স্বপ্নের দিন
চলে গেছে রঙ হারিয়ে
চলে গেছে মুখ ফিরিয়ে।
এই ফাটকাবাজির দেশে
স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই
ও গানওয়ালা আরেকটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই।

যেওনা সাথি

যেওনা সাথি৷৷
ও ও ও যেওনা সাথি
চলেছো একেলা কোথায়
পথ খুজে পাবেনাকো
শুধু একা
যেওনা সাথি
ও ও ও যেওনা সাথি
সেই দিনের এতটুকু ভুল
নিয়ে গেছে কতদুর৷৷
আমারও স্বপ্নের মহল
তাইতো ভেঙে যে হলো চুর
যেওনা সাথি
চলেছ একেলা কোথায়
পথ খুজে পাবেনাকো
শুধু একা
যেওনা সাথি
ও ও ও যেওনা সাথি
আর যে সইতে পারিনা জ্বালা
দোষ না হয় কিছু হয়েছে৷৷
পথ হারা পথিকটাতো
ঠিকানা ফিরে পেয়েছে
যেওনা সাথি
চলেছ একেলা কোথায়
 পথ খুজে পাবেনাতো
শুধু একা
যেওনা সাথি
ও ও ও যেওনা সাথি

তুমি বরুনা হলে আমি সুনীল

তুমি বরুনা হলে আমি সুনীল
তুমি আকাশ হলে হব শঙ্খ চিল
তুমি নদী হলে হব আমি জল
তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল

তুমি পাহাড় হলে হব আমি সবুজ
তুমি শাষণ করলে হব আমি অবুঝ
তুমি অরণ্য হও হব পাখি
তুমি অশ্রু হও হয়ে যাব আঁখি
তুমি বরুনা হলে আমি সুনীল
তুমি আকাশ হলে হব শঙ্খ চিল
তুমি নদী হলে হব আমি জল
তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল
তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম
তুমি নকশী কাঁথা হলে হব কারু হেম
নানা না না না নানা না না নানা নানা
তুমি রাত্রি হলে হব নিরবতা
তুমি দুঃখ পেলে হব তার ব্যাথা
তুমি প্রকৃতি হও হব তার ছবি
তুমি কবিতা হলে হব তার কবি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে–
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়–
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে,
কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি–
চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
সকল খেলায় করবে খেলা এই আমি– আহা,
নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু-ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে॥

মেয়ে meye

মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে।।
মেয়ে তুমি ঝড় কি বোঝ, বোঝ না
মেয়ে তুমি রাত কি বোঝ, বোঝ না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে।
মেয়ে তুমি পথ কি চেনো, চেনো না
মেয়ে তুমি পথিক চেনো, চেনো না
তবে খুঁজবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে দুঃখ চেনো, চেনো না
মেয়ে ঝড় কি বোঝ, বোঝ না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে, মেয়ে, মেয়ে, মেয়ে
তুমি চিনবে কেমন করে আমাকে
বল মেয়ে, তুমি বুঝবে কেমন করে আমাকে
মেয়ে তুমি কি ছিঁড়তে পারো ফুলের বাগান
মেয়ে তুমি কি ভুলতে পারো স্পর্শ আমার
তবে ভুলবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে।।
মেয়ে তুমি ঝড় কি বোঝ, বোঝ না
মেয়ে তুমি পথ কি চেনো, চেনো না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে খুঁজবে কেমন করে এই আমাকে

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছেড়ে কেমনে রবি।
তোর পরানে আমারি মন,
বান্ধিয়াছি সারা জীবন,
তোরে ছাড়া বাঁচিনা।
এক জীবনে তো ভুল হতেই পারে,
তাই বলে কি আপন মানুষ
রাখবি দূরে।।
যাসনে রেখে এভাবে চলে,
আমি যাচ্ছি এ পথ ভুলে,
বহুদুরে কেউ তো জানবে না।

আমি আগের ঠিকানায় আছি

মুরাদ

আমি আগের ঠিকানায় আছি

সময় করে এসো একদিন

দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি

আমি আগের ঠিকানায় আছি

সময় করে এসো একদিন

দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি

লা লা লা লা

আমি আগের ঠিকানায় আছি

চেয়ে থাকব শুধু চোখে চোখে

থাকবে না কোন কথা কারো মুখে(২)

চোখের জলে ফেলব মুছে

স্বপ্ন যত দেখেছি


আমি আগের ঠিকানায় আছি

লা লা লা লা লা লা…………


সব প্রেম বাঁধে না তো সুখের ঘর

সব ভালবাসা জানি হয় না অমর(২)

তবুও কিছু মন সারাটি জীবন

রয়ে যায় কাছাকাছি


আমি আগের ঠিকানায় আছি

সময় করে এসো একদিন

দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি



(তোমাকে দেবার মত আর কিছু্ই নেই আমার। শুধু জেন, আমি হারিয়ে গেলেও যেন হারিয়ে যায়নি যেতে পারি নি। আমার শেষ বিশ্বাস সেই প্রথম ভালবাসার মত তোমাতেই রেখেছি,তোমারই অজান্তে)।

বাহির বলে দূরে থাকুক

হাবিব-ন্যান্সি

বাহির বলে দূরে থাকুক,
ভিতর বলে আসুক না।
ভিতর বলে দূরে থাকুক,
বাহির বলে আসুক না।

ঢেউ জানা এক নদীর কাছে,
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকা ভাসাই, ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই, না ভাসাই না ডুবাই।।
জল দাকেয় আগুনও টানে,
আমি পড়ি মধ্যিখানে-
দুই দিকে দুই খন্ড হয়ে যাই, আবার যাই না
না নিভাই না জালাই, না জালাই না নিভাই।।

Didha by Habib & Nancy

bahir bole dure thakuk

আমি রজনীগন্ধা ফুলের মত

আমি রজনীগন্ধা ফুলের মত
গন্ধ বিলিয়ে যাই
আমি মেঘে ঢাকা চাঁদের মত
জোছনা ঝরিয়ে যাই
আমি গানে গানে প্রানের যত
বেদনা লুকাতে চাই।।
বুকের মাঝে যে বাঁশী
অকারনে বার রার
পায় না তো অধিকার।
আজও এ কথা আমি যে শুধুই।
নিজেকে বোঝাতে চাই।।
চলার পথে কাঁটা যে হতে
চাই নাকো আমি আর
ভুল ভাঙ্গে যদি তার।
আমি নিরবে ভাল যে বেসে।
নিজেকে পোড়াতে চাই।।

বোঝেনা সে বোঝেনা

♫♪বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধ মেখে থাকতে
কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায় !
তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিছে তেষ্টা
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায় !
বোঝেনা সে বোঝেনা বোঝেনা সে বোঝেনা
বোঝেনা সে বোঝেনা , বোঝেনা সে বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা ...

পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে
তার অন্য অন্য ডাকনাম ,
তাকে নিত্য নতুন যত্নে কে সাজায় !
সব স্বপ্ন সত্যি হয় কার ?
তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দুচোখ যায় !
বোঝেনা সে বোঝেনা , বোঝেনা সে বোঝেনা !
বোঝেনা সে বোঝেনা , বোঝেনা সে বোঝেনা !
বোঝেনা বোঝেনা বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা ...

আজ সব সত্যি মিথ্যে দিন বলছে যেতে যেতে
মন গুমড়ে গুমড়ে মরছে কি উপায় !
জানি স্বপ্ন সত্যি হয় না , তবু মন-ও মানতে চায় না
কেন এমন রাত্রি নামছে জানলায় !
বোঝেনা সে বোঝেনা , বোঝেনা সে বোঝেনা !
বোঝেনা সে বোঝেনা , বোঝেনা সে বোঝেনা !
বোঝেনা বোঝেনা বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা ...

এটা গল্প হলেও পারতো
পাতা একটা আধটা পড়তাম !
খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে !
জানি আবার আসবে কালকে নিয়ে পালকি পালকি ভাবনা
ফের চলে যাবে করে একলা আমাকে |
বোঝেনা সে বোঝেনা , বোঝেনা সে বোঝেনা !
বোঝেনা সে বোঝেনা , বোঝেনা সে বোঝেনা !
বোঝেনা বোঝেনা বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা .

তোমার ঐ মনটাকে

তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব।

সকালের সোনা সোনা রোদ
সেই পথের ধূলোয় এসে ছড়িয়ে যাবে ।।
আমার দুচোখে বোনা বিবাগী স্বপ্নগুলো
তোমাকেই খূজেঁ পাবে,
ভালবাসার কিছু পদধূলি ।।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব…

জোছনায় ভেজা ভেজা রাত
সেই পথের সীমানাতে জড়িয়ে যাবে ।।
আমার ক্লান্ত পায়ে
মুখরা লগ্নগুলো নিরবে মুখ লুকাবে,
ভালবাসার কিছু পদধূলি ।।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব……

তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব।

তুমি কোন্ কাননের ফুল

তুমি কোন্ কাননের ফুল,
কোন্ গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি
যেন কোন্ স্বপনের পারা ॥
তুমি কোন্ কাননের ফুল,
কোন্ গগনের তারা।

কবে তুমি গেয়েছিলে,
আঁখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি।
শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা ॥
তুমি কোন্ কাননের ফুল,
কোন্ গগনের তারা।

তুমি কথা কোয়ো না,
তুমি চেয়ে চলে যাও।
এই চাঁদের আলোতে তুমি হেসে গ'লে যাও।
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে
চেয়ে থাকি মধুর প্রাণে,
তোমার আঁখির মতন দুটি তারা ,
ঢালুক কিরণধারা ॥

তুমি কোন্ কাননের ফুল,
কোন্ গগনের তারা।

তুমি আমার এমনই একজন

তুমি আমার এমনই একজন
যারে একজনমে ভালবেসে ভরবে না এ মন
একজনমের ভালবাসা একজনমের কাছে আসা
একটি চোখের পলক পরতে লাগে যতক্ষন
তুমি আমার এমনই একজন
যারে একজনমে ভালবেসে ভরবে না এ মন

ভালবাসার সাগর তুমি
বুকে অথৈ জল
তবু পিপাসাতে আঁখি হয়রে ছল ছল
হয়রে ছল ছল
তোমার মিলনে বুঝি গো জীবন বিরহে মরণ

প্রাণের প্রদীপ হয়ে তুমি
জ্বলছো নিশিদিন
কোন মোহরে শোধ হবে গো
এত বড় ঋণ
আমার ভালবাসার ফুলে তোমার
ভরাব চরণ

খুব জানতে ইচ্ছে করে

খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেকখানি বদলে গেছ।।
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাবো
বসে ঠাকুর ঘরে।।
এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে।।
এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
ব্যাকুল পিয়াসে আমারই পিয়াসে
অন্তর কেঁদে মরে।।

"ভালবাসি, ভালবাসি"


___সুনীল গঙ্গোপাধ্যায়

ধরো কাল তোমার পরীক্ষা,রাত জেগে পড়ার
টেবিলে বসে আছ,
ঘুম আসছে না তোমার
হঠাত করে ভয়ার্ত কন্ঠে উঠে আমি বললাম-
ভালবাস? তুমি কি রাগ করবে?
নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে,
ভালবাসি, ভালবাসি..
ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ,
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত..
খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই,
রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত আমি তোমার
হাত ধরে যদি বলি- ভালবাস?
তুমি কি বিরক্ত হবে?
নাকি আমার হাতে আরেকটু
চাপ দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি,
সবেমাত্র ঘুমিয়েছ তুমি
দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শশব্যস্ত
হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি-ভালবাস?
তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে?
নাকি হেসে উঠে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে,মাথার উপর
তপ্ত রোদ,বাহন
পাওয়া যাচ্ছেনা এমন সময় হঠাত দাঁড়িয়ে পথ
রোধ করে যদি বলি-ভালবাস?
তুমি কি হাত সরিয়ে দেবে?
নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত
দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো শেভ করছ তুমি,গাল কেটে রক্ত পড়ছে,এমন
সময়
তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি-
ভালবাস?
তুমি কি বকা দেবে?
নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার
গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল
গলায় বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো খুব অসুস্থ তুমি,জ্বরে কপাল পুড়েযায়,
মুখে নেই রুচি, নেই কথা বলার
অনুভুতি,
এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার
মুখের
দিকে তাকিয়ে যদি বলি-ভালবাস?
তুমি কি চুপ করে থাকবে?নাকি তোমার গরম
শ্বাস আমার
শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালবাসি, ভালবাসি..
ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে,প্রচন্ড
যুদ্ধে তুমিও অঃশীদার,
শত্রুবাহিনী ঘিরে ফেলেছে ঘর
এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায়
জিজ্ঞেস করলাম-
ভালবাস? ক্রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও?
নাকি চিন্তিত আমায় আশ্বাস
দেবে,বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো দূরে কোথাও যাচ্ছ
তুমি,দেরি হয়ে যাচ্ছে,বেরুতে যাবে,হঠাত
বাধা দিয়ে বললাম-ভালবাস? কটাক্ষ করবে?
নাকি সুটকেস ফেলে চুলে হাত
বুলাতে বুলাতে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো প্রচন্ড ঝড়,উড়ে গেছে ঘরবাড়ি,আশ্রয় নেই
বিধাতার দান এই
পৃথিবীতে,বাস করছি দুজনে চিন্তিত তুমি
এমন সময় তোমার
বুকে মাথা রেখে যদি বলি ভালবাস?
তুমি কি সরিয়ে দেবে?
নাকি আমার মাথায় হাত রেখে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো সব ছেড়ে চলে গেছ কত দুরে,
আড়াই হাত মাটির নিচে শুয়ে আছ
হতভম্ব আমি যদি চিতকার করে বলি-ভালবাস?
চুপ করে থাকবে?নাকি সেখান থেকেই
আমাকে বলবে ভালবাসি, ভালবাসি..
যেখানেই যাও,যেভাবেই থাক,না থাকলেও দূর
থেকে ধ্বনি তুলো
ভালবাসি, ভালবাসি, ভালবাসি..
দূর থেকে শুনব তোমার কন্ঠস্বর,বুঝব
তুমি আছ,তুমি আছ
ভালবাসি, ভালবাসি...........

tumi arekbar ashiya, jao more dekhiya




tumi arekbar ashiya, jao more dekhiya,
ami noyon bore ekbar dekhte chai
mone pabo darun betha tomar kache vabinai.
tumi arekbar ashiya, jao more dekhiya,
ami noyon bore ekbar dekhte chai

na pailam tomari mon,na parilam dite,
tumi nasunale moner kotha na dile bolite..
koto desh bideshe ghure alam
koto manush chine nilam...
nanan ronger maje tomar kotha vulinai,
arekbar ashiya jao more dekhiya,
ami noyon bore ekbar dekhte chai.

na parilam haste ami na parilam morte
na parilam prem piritir gohin gange baste
tobu valobashar tane sudu beche achi prane
asay asay achi jodi tomar dekha pai
tumi arekbar ashiya jao more dekhiya,
ami noyon bore ekbar dekhte chai.

tumi arekbar ashiya, jao more dekhiya,
ami noyon bore ekbar dekhte chai...

ami dur hote tomare dekhechi



ami dur hote tomare dekhechi

aar mugdho e chokhe cheyechi

baaje kini kini rinijhini

tomare je chini chini

mone mone koto chobi ekechi ||




chilo bhabe bhora duti aakhi chonchol

tumi batashe urale bhiru onchol |

oi rup er madhobi mor shonchoye rekhechi

dur hote tomare dekhechi

aar mugdho e chokhe cheyechi ||




kosturi mrigo tumi

jeno kosturi mrigo tumi

apon gondho dhele

e ridoy chuye gele

she mayae aponare dhekechi




oi kopole dekhechi laal poddo

jeno dol mele futeche she shoddo |

ami bhromorer gunjone tomarei dekhechi

dur hote tomare dekhechi

aar mugdho e chokhe cheyechi || -


Hemonto Mukherjee