শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

আমার ভাংগা ঘরে ভাংগা চালা ভাংগা বেড়ার ফাঁকে

 ----- হুমায়ূন আহমেদ 


আমার ভাংগা ঘরে ভাংগা চালা ভাংগা বেড়ার ফাঁকে
অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়ায়া ডাকে
হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলেরে আমারে পাইবা না।


তুমি আমায় ডাকলা নাতো তুমি রইলা দূরে
তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে
হাত ইশারাই ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না।


আমি ঘর ছাড়িয়া বাহির হইয়া
জোছনা ধরতে যাই
হাত ভর্তি চান্দের আলো
ধরতে গেলে নাই। হাত ইশারাই ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না।

amar vanga ghore vanga chala 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন