তপন চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তপন চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

তুমি আমার প্রথম সকাল

তপন চৌধুরী ও শাকিলা জাফর

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা ।।

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা

তুমি আমার একটু চাওয়ার
অনেক খানি পাওয়া
তুমি আমার খর রোদে
মিস্টি হিমেল হাওয়া
তুমি আমার সূর্যাস্তে
ঝিকিমিকি বালুকা বেলা

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা

তুমি আমার মরু প্রান্তে
ঘন সবুজ বন
তুমি আমার তপ্ত বুকের
ঝড় ঝড় আষাঢ় শ্রাবণ
তুমি আমার হৃদয়ে
হাজার তারার মেলা

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা
তুমি আমার সারা দিন আমার

তুমি আমার সারা বেলা ।।

tumi amar prothom sokal

রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭

যেতে যেতে কেন পড়ে বাঁধা

তপন চৌধুরী 

যেতে যেতে কেন পড়ে বাঁধা
মন তো আর মানে না
মেঘ কেঁটে গেছে বহু দূরে
ঝড়তো তবুও থামে না।
পথে বাঁধা আমার।
দিন যায় রাত আসে
স্বপ্ন চোখে ভাসে
আমি কী পাবো তার ঠিকানা।।
কত স্মৃতি কত আশা
এ আমার ভালবাসা।
তুমি তো ভুলেও ফিরে এলে না।।

jete jete keno pore badha

মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

আলো ভেবে যারে আমি

তপন চৌধুরী

আলো ভেবে যারে আমি জীবনে জড়াতে চাই
সে তো আলো নয় যেন আলেয়া।।

নিরজনে আমি শুধু আধারে হারিয়ে যাই
সে তো আলো নয় যেন আলেয়া।।

শপথের মালা সে তো খুলে ফেলেছে
ভালবাসা স্মৃতিটুকু মুছে ফেলেছে।।

সুখের বাগানে সেতো আগুন জ্বেলেছে
না ফোঁটা গোলাপ কলি ঝরে পড়েছে।


মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

মন তো সেই কবে মরে গেছে



মন তো সেই কবে মরে গেছে
স্মৃতির অতলে তাকে দিয়েছি কবর
এতদিন পর বুঝি পড়লো মনে
তাই কি নিতে এলে আমার খবর
ঝরে যাওয়া ফুল কি বৃন্তে আবার শোভা পায়
শুকিয়ে অবশেষে লুটায় পথের ধূলায়
আমিও তেমন করে হয়েছি বিলীন
দুঃখ আমার তাই হয়েছে দোসর
ছিল যত স্বপ্ন মিথ্যে হলো দুরাশায়
তুমি তো খেলার ছলে ফিরিয়ে দিয়েছ আমায়
তোমাকে ভালোবেসে দুঃখ পেলাম
বেদনায় এই বুক হয়েছে পাথর
———————
তপন চৌধুরী,