তপন চৌধুরী
যেতে যেতে কেন পড়ে বাঁধা
মন তো আর মানে না
মেঘ কেঁটে গেছে বহু দূরে
ঝড়তো তবুও থামে না।
পথে বাঁধা আমার।
দিন যায় রাত আসে
স্বপ্ন চোখে ভাসে
আমি কী পাবো তার ঠিকানা।।
কত স্মৃতি কত আশা
এ আমার ভালবাসা।
তুমি তো ভুলেও ফিরে এলে না।।
jete jete keno pore badha
যেতে যেতে কেন পড়ে বাঁধা
মন তো আর মানে না
মেঘ কেঁটে গেছে বহু দূরে
ঝড়তো তবুও থামে না।
পথে বাঁধা আমার।
দিন যায় রাত আসে
স্বপ্ন চোখে ভাসে
আমি কী পাবো তার ঠিকানা।।
কত স্মৃতি কত আশা
এ আমার ভালবাসা।
তুমি তো ভুলেও ফিরে এলে না।।
jete jete keno pore badha
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন