শিল্পীঃ লতা মঙ্গেশকর
সুরকারঃ সলিল চৌধুরী
গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার
ও পলাশ ও শিমুল
কেন এ মন মোর রাঙালে
জানিনা জানিনা
আমার এ ঘুম কেন ভাঙালে
যার পথ চেয়ে দিন গুনেছি
আজ তার পদধ্বনি শুনেছি।
ও ও বাতাস
কেন আজ বাঁশি তব বাজায়ে
দিলে তুমি এ হৃদয় সাজায়ে।।
যায় বেলা যাক না
আঁখি দুটি থাক না
সুন্দর স্বপ্নে মগ্ন
যেন এল আজ সেই শুভলগ্ন।
এ জীবনে যতটুকু চেয়েছি
মনে হয় তারও বেশি পেয়েছি।
ও ও আকাশ
কেন আজ এত আলো ছড়ায়ে
আমারে যে দিলে তুমি ভরায়ে।।
o polash o shimul
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন