খালিদ হাসান মিলু
সেই মেয়েটি আমাকে ভালবাসে
কিনা আমি জানি না
যার মেঘ কালো চুল হো… ও… ও…
হরিনী চোখ হো… ও… ও…
কন্ঠটি গানের বিনাস ও… হো… হ…।।
তার হাসি যেন শিশিরের কনা
তার দৃষ্টি যেন মায়াবী ছলনা।
তাকে না দেখেও মনে হয়
সে আমার অনেক দিনের চেনা
হো… ও… ও…।।
তার চরণ যেন নূপুরের দোলা
তার হৃদয় যেন বাতায়ন খোলা।
তাকে না পেয়েও মনে হয়
সে আমার ভালয়াসা দিয়ে কেনা
হো… ও… ও…।।
সেই মেয়েটি আমাকে ভালবাসে
কিনা আমি জানি না
যার মেঘ কালো চুল হো… ও… ও…
হরিনী চোখ হো… ও… ও…
কন্ঠটি গানের বিনাস ও… হো… হ…।।
তার হাসি যেন শিশিরের কনা
তার দৃষ্টি যেন মায়াবী ছলনা।
তাকে না দেখেও মনে হয়
সে আমার অনেক দিনের চেনা
হো… ও… ও…।।
তার চরণ যেন নূপুরের দোলা
তার হৃদয় যেন বাতায়ন খোলা।
তাকে না পেয়েও মনে হয়
সে আমার ভালয়াসা দিয়ে কেনা
হো… ও… ও…।।
sei meyeti amake
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন