বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭

খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে


শিল্পীঃ রথীন্দ্র নাথ রায়
ছায়াছবি: নালিশ


খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে।
পাপ পূণ্যের বিচার এখন মানুষে করে।।
আমার দুঃখের কথা শোনার মত কোন মানুষ নাই
আমি কার কাছে জানাই
আমার চক্ষের পানি মুছার মত আপন কেহ নাই
আমি কোথায় পাবো ঠাই
আজ শোনরে মানুষ শোন
এই দুঃখেরই আগুন
(ও) আর কতকাল জ্বালিয়ে রাখবি আমার অন্তরে
পাপ পূণ্যের বিচার এখন মানুষই করে।।

khodar ghore nalish korte

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন