রুনা লায়লা
একা একা কেন ভাল লাগে না
কোন কাজে মন কেন বসে না
আমার কী হতে কী হয়ে গেল
আমি নিজেই তো কিছুই বুঝি না
মেঘ যদি ডাকে উতলা হয়ে
ময়ূরী নাচে হো ও….
মন খুজে যাকে সে কেন আজো আড়ালে আছে
উজাড় করে দিব সবই তারই কাছে (হো ও…)
মৌবনে মৌমাছি কেন আসে না।।
স্বপ্ন দেখে চলি প্রতি দিবস রাতে
ঝর ঝর ঝর্ণা মন কেউ নিলো না।।
একা একা কেন ভাল লাগে না
কোন কাজে মন কেন বসে না
আমার কী হতে কী হয়ে গেল
আমি নিজেই তো কিছুই বুঝি না
মেঘ যদি ডাকে উতলা হয়ে
ময়ূরী নাচে হো ও….
মন খুজে যাকে সে কেন আজো আড়ালে আছে
উজাড় করে দিব সবই তারই কাছে (হো ও…)
মৌবনে মৌমাছি কেন আসে না।।
স্বপ্ন দেখে চলি প্রতি দিবস রাতে
ঝর ঝর ঝর্ণা মন কেউ নিলো না।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন