শিল্পীঃ ন্যান্সি ও বেলাল খান
সুরকারঃ বেলাল খান
গীতিকারঃ মেহেদী হাসান মনির
পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল।
মুখে বলি দূরে যা মন বলে থেকে যা
দূরে গেলে মন বোঝে তুই কত আপন।।
মুখ বলে এই দূরে গেলে তুই বেশী কিছু আর হবে কি
মেঘ ঢাকা দিন চলে গেলে দেবে চাঁদ উঁকি
রাতে যখন ওঠে চাঁদ ছুঁতে চাই কেন তোরই হাত।
সারাক্ষণই যাস ছুঁয়ে তুই আমার এ মন।।
মরি ভেবে হায় উথাল পাতাল এই মনের ভেতরে কি আছে
কেন এমন হয় দূরে গেলে তুই চাই কাছে
নির্ঘুম কেন কাটে রাত কেন শুধু আর্তনাদ।
প্রতিদিন কেন তোকে ভেবে এই হৃদয় ক্ষরণ।।
মুখে বলি দূরে যা মন বলে থেকে যা।
দূরে গেলে মন বোঝে তুই কত আপন
পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন