বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭

আশা আমার ভালোবাসা


শিল্পীঃ রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
ছায়াছবি : শেষ ঠিকান


আশা আমার ভালোবাসা
আশা আমার ভালোবাসা।।
তোমাকে নিয়ে গড়েছি বুকে
প্রেমেরই ছোট্ট বাসা।।
তুমি যদি নদী হও, আমি হব ঢেউ
কত ভালোবাসি আমি জানে না তো কেউ
তুমি খাচা হলে আমি পাখি হতে চাই
পিয়া পিয়া বলে শুধু ডেকে যেতে চাই
খুজেছি যারে পেয়েছি তারে পেয়েছি সুখের দিশা
তুমি আমার ভালোবাসা।
আশা আমার ভালোবাসা।
এত ভালোবাসি তাই মনে জাগে ভয়
এত সুখ পেয়ে যদি হারাতে হয়
আমি আছি কাছাকাছি রব চিরকাল
হব না কোনদিন চোখেরই আড়াল
যেওনা দূরে আমাকে ছেড়ে ভেংগোনা স্বপ্নবাসা ।
আশা আমার ভালোবাসা।
তুমি আমার ভালোবাসা।।

asha amar valobasha

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন