বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

এখন তো সময় ভালোবাসার


শিল্পীঃ রুনা লায়লা ও আগুন
অ্যালবামঃ কেয়ামত থেকে কেয়ামত
গীতিকারঃ আলম খান


এখন তো সময় ভালোবাসার
এ দুটি হৃদয় কাছে আসার
তুমি যে একা আমিও যে একা
লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয়।।
পেয়েছি তোমাকে এতদিনে
যেও না সরে গো আভিমানে।
আমি তোমারই ও বুকের ****।।
কী ছোয়া আমাকে দিলে তুমি
রাত দিন তোমাকে ভাবি আমি।
কেন বোঝ না প্রেমেরও পাগলামি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন