বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭

চুপি চুপি কিছু কথা


শিল্পীঃ কবিতা কৃষ্ণমূর্তি
ছায়াছবি মনের মাঝে তুমি
গীতিকারঃ প্রিয় চট্টপধ্যায়


চুপি চুপি কিছু কথা বলে যদি ভালবাসা স্বপ্ন আসে
দুটি চোখের দুটি তারা মিটি মিটি জ্বলে যদি চাঁদ যে হাসে
এই চোখের দুটি তারায় শুধু তুমি যে তুমি,,,,,,,,,প্রেমি, প্রেমি প্রেমি
একটু কাছে থাকায়,
একটু চোখের দেখায়
এই মনে জাগে আরো কতো যে আশা,
তুমি যে স্বাথী আমার
আমি যে প্রেমি তোমার
বলোনা বুঝবে কবে এই ভালবাসা।
কাছে থেকেও বুঝোনা হায় কেন যে শূন্য শূন্য মন
মনে মনে দিন গুনে যায় জানি না চিনবে কি কখোন…… প্রেমি, প্রেমি প্রেমি
আমি সেই ময়না পাখি, বুঝনি আজো তা কি
যখনি দুরে থাকো এই মনে শ্রাবন
তোমারি মনের আকাশ দিল সকালের আভাস
কবে সেই প্রেমের আলো পাবে এ জীবন
বুঝিনা হায় কেনো তোমার এতো যে অন্য অন্য মন
জেগে থাকি রাতে একা লাগে যে শূন্য এ ভুবন,….. প্রেমি, প্রেমি প্রেমি

chupi chupi kichu kotha

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন