বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

আমি হ্যামিলনের সেই বাঁশীওয়ালা

শুভ্রদেব

আমি হ্যামিলনের সেই বাঁশীওয়ালা
বাজাবো বাঁশী সুরে সুরে।
তোমাকে আসতেই হবে
সেখানেই থাক যত দূরে।।
নীড়ে কী থাকে পাখি আকাশ ডাকে যদি
সাগরে ছুটে যাবেই নদী।
জানি আমার কাছে আসবে চেনা পথ ধরে
তোমাকে আসতেই হবে
সেখানেই থাক যত দূরে।।
মেঘের আকাশে জ্বলে হাজার তাঁরার আলো
আমাকে জানি বাস ভাল।
তুমি চাঁদের মত হাসবে আমার আকাশ জুড়ে
তোমাকে আসতেই হবে
সেখানেই থাক যত দূরে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন