শিল্পীঃ রুনা লায়লা
ছায়াছবি: অন্তরে অন্তরে
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না একেলা রইতে পারি না
নাচের কলি ফুটিয়ে দিল হাতেরও পরশে
কারে যে বলি মরেছি আমি কুমারী বয়সে
ঘরে তে মন টেকে না
বাহিরে সুখ মেলে না
না না এ জ্বালা সইতে পারি না
একেলা রইতে পারি না
কে যেন ডাকে আমারে ডাকে লুকিয়ে আড়ালে
সম্মুখে পেলে জড়াবো তারে বুকেরই আঁচলে
হৃদয়ে তার ঠিকানা
জানেনা কেউ জানে না
না না তারে যে কইতে পারি না
একেলা রইতে পারি না
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না একেলা রইতে পারি না
kal to chilam valo
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন