হৈমন্তি শুক্লা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হৈমন্তি শুক্লা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

আমার বলার কিছু ছিল না


শিল্পীঃ হৈমন্তি শুক্লা
সুরকারঃ মান্না দে
গীতিকারঃ পুলক বন্দোপাধ্যায়



আমার বলার কিছু ছিল না

না-গো আমার বলার কিছু ছিল না

চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে চলে

তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম

আমার বলার কিছু ছিল না

সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে

আনন্দ হাসি গান সব তুমি নিলে ।।

যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে

স্মৃতি টাই গেলে তুমি ফেলে

তুমি চলে গেলে

আমার বলার কিছু ছিল না

না-গো আমার বলার কিছু ছিল না

দু’হাতে তোমার ওগো

এতকিছু ধরে গেল

ধরলো না শুধু এই স্মৃতি টা

রয়ে গেল শেষ দিন

রয়ে গেলো সেদিনের প্রথম দেখার সেই ইতিটা

কোথা থেকে কখন যে কি হয়ে গেল

সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল

সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার হলো

তবু দেখি দ্বীপ গেছো জ্বেলে

তুমি চলে গেলে

আমার বলার কিছু ছিল না

চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে চলে

তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম

আমার বলার কিছু ছিল না

না-গো আমার বলার কিছু ছিল না

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

ওগো বৃষ্টি আমার চোখের

শিল্পীঃ হৈমন্তি শুক্লা

ওগো বৃষ্টি আমার চোখের
পাতা ছুয়ো না,
আমার এতো সাধের কান্নার দাগ
ধুয়ো না,
সে যেন এসে দেখে,
পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি ।।
দোহাই গানের বীণা,
মনকে ভরে তুলো না, ।।
দেখেই তাকে ব্যথার এ গান ভুলো না,
সে যেন এসে শোনে,
তার বিরহে কী সুর আমি সেধেছি ।।
ক্লান্ত প্রদীপ ওগো,
হঠাৎ আলোয় ফুটো না,।।
দেখেই তাকে উজল হয়ে উঠো না,
সে যেন এসে জানে,
কোন আঁধারে এ রাত আমি বেঁধেছি ।।

ogo bristy amar chokher pata