Ayub Bachchu লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Ayub Bachchu লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

আমিও মানুষ

সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ সৈয়দ আওলাদ
এ্যালবাম: কষ্ট (১৯৯৫)



যদি ভুল করে তোমাকে চাই

বল আমার কি দোষ

যদি মন ভালবাসে তোমায়

বলি আমিও মানুষ ৷

যদি ভুল করে তোমাকে চাই

বল আমার কি দোষ

যদি মন ভালবাসে তোমায়

বলি আমিও মানুষ ৷

প্রিয়া ক্ষমা কর আমাকে

পারিনি ভুলে যেতে তোমাকে

আমার কি দোষ আমিতো মানুষ

আমার কি দোষ আমিতো মানুষ ৷

শুধু কষ্টকে সাথী করে

ভেবেছি চলে যাব বহুদুরে

শুধু কষ্টকে সাথী করে

ভেবেছি চলে যাব বহুদুরে

তবু মন পিছু ফিরে চায়

আমার কি দোষ আমিতো মানুষ

আমার কি দোষ আমিতো মানুষ ৷





শুধু স্মৃতিগুলো রেখ সাথে

কখনও যদি আমায় মনে পড়ে

শুধু স্মৃতিগুলো রেখ সাথে

কখনও যদি আমায় মনে পড়ে

তবু মন পিছু ফিরে চায়

আমার কি দোষ আমিতো মানুষ

আমার কি দোষ আমিতো মানুষ ৷

যদি ভুল করে তোমাকে চাই

বল আমার কি দোষ

যদি মন ভালবাসে তোমায়

বলি আমিও মানুষ ৷

যদি ভুল করে তোমাকে চাই

বল আমার কি দোষ

যদি মন ভালবাসে তোমায়

বলি আমিও মানুষ ৷

প্রিয়া ক্ষমা কর আমাকে

পারিনি ভুলে যেতে তোমাকে

আমার কি দোষ আমিতো মানুষ

আমার কি দোষ আমিতো মানুষ ৷

হয়তো কোথাও পাবে আমাকে

সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ মারুফ আহমেদ
এ্যালবাম: কষ্ট



ঠিক দুবছর আগে

এই নষ্ট পৃথিবী ছেড়ে

কালো এক ক্যান্সারে

চলে গেছি বহু দূরে

না হয় সে আমি নেই বেঁচে

তুমি তবু দেখ খুঁজে।

(হয়তো কোথাও পাবে আমাকে)।।



বুক সেলফের অগোছালো বইএ

সিগারেটের নিঃস্ব অভিমানি ছাইয়ে

তোমার ঘরের চার দেয়ালের মাঝে

বিরক্তিকর দুপুর আর সাঁঝে

খোলা জানালার নীল পর্দায়

আমাদের প্রিয় রুপালী সন্ধ্যায়

পরে থাকা পিতলের এ্যাশট্রেতে

তারাদের কথোপকথনের এই রাতে।


ডাইরির ছেঁড়া কোন নিশ্চুপ পাতায়

মাঝ রাতে কখনো কারো কেঁদে উঠায়

পুরনো হয়ে যাওয়া ছবির ফ্রেমে

নীল আকাশ আর রংধনুর প্রেমে

রোদ জরানো কোন শান্ত দুপুরে

মাতাল করা সেই গানের সূরে

অবুঝ কিশোরীর এক অজানা সুখে

তোমার কান্না জমে থাকা বুকে।

hoito kothao pabe amake

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

কি করে ভাবলে তুমি


কি করে বললে তুমি
তোমাকে হঠাত করে ভুলে যেতে,
কি করে ভাবলে তুমি
আমাদের এতদিনের সবি ছিল পাগলামি।

তোমাকে ভেসেছিলাম ভালো
সেই ভাবনায় থাকত পড়ে মন
তোমাকে বোঝার সময় গেছে কখন
বুঝিনি আগে।

আজ হেয়ালী সর্বনাশের,
স্বপ্নলিপি ছিড়ে গেছে
আজ যদি সব বল মিছে
তোমার কথা মানবোবা আমি
তোমাকে ভেসেছিলাম ভালো
সেই ভাবনায়, থাকত পড়ে মন
তোমাকে বোঝার সময় গেছে কখন
বুঝিনি আগে।

কি করে বললে তুমি
তোমাকে হঠাত করে ভুলে যেতে,
কি করে ভাবলে তুমি
আমাদের এতদিনের সবি ছিল পাগলামি।

চলো বদলে যাই

সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই

তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতো টুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

কতরাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও

তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতো টুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

কতবার ভেবেছি ভুলে যাবো
তারও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি
ভুলে যেতে আমি পারিনা

তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতো টুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই

ফেরারী এই মনটা আমার

ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার ।।

কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আসি বারেবার

ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার ।।

যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আসি বারেবার

ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার ।।

আমি বারোমাস তোমায় ভালোবাসি

আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও

আষাঢ় শ্রাবণে ঘন বরষার সাথে
দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে ।।
আসছে মাসে না হয় পত্র দি…।
তুমি অবসর পাইলে আসিও
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও

ভাদ্র আশ্বিনে কয় জনে জনে
কতকাল একা থাকো মন উচাটনে ।।
অগ্রহায়ণে তুমি আদর জানিও
তুমি অবসর পাইলে আসিও

পৌষ মাঘ কাটে না বুঝি এই শীতে
একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে ।।
বৈশাখী ঝড় মনে শুধু জানিও ।।
তুমি অবসর পাইলে আসিও

আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও

শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

উড়াল দেবো আকাশে


শিল্পীঃ আইয়ূব বাচ্চু
অ্যালবামঃ প্রেম তুমি কি


অভিলাষী আমি অভিমানী তুমি
হাজারো স্বপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে
পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে
জানে অন্তরযামী কে বা আগে পরে
সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে
এই শহর গাড়ী বাড়ি কিছুই যাবে না

আর কত এভাবে আমাকে কাঁদাবে
আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে
এই বুকে যন্ত্রণা বেশী সইতে পারি না
আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে

অহংকারী মানুষ উড়ায় রঙ্গিন ফানুস
টাকা ছাড়া তার দৃষ্টিতে নেই কিছু আর পৃথিবীতে
জায়গা জমি কিনতে শুধু থাকে সে বেহুশ
জমিদার বেটা জানে সব বেটা তারে মানে
পৃথিবীটা তার দখলে সবকিছু তার বগলে
এক নিঃশ্বাসের বিশ্বাস নাই জমিদার কী জানে

আর কত এভাবে আমাকে কাঁদাবে
আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে
এই বুকে যন্ত্রণা বেশী সইতে পারি না
আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে

যখন যাবে চলে কাকে যাবে বলে
কেউ যাবে না সঙ্গী হয়ে
পার পাবেনা পালিয়ে গিয়ে
সব কিছু শুধু ঘটে যাবে চোখের পলকে
হেরে যাবো আমি হেরে যাবে তুমি
তাই বলি কেউ না জেনে
ব্যাথা দিওনা কারো মনে
কারো মনে দুঃখ দিয়ে সুখ তো পাবে না

আর কত এভাবে আমাকে কাঁদাবে
আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে
এই বুকে যন্ত্রণা বেশী সইতে পারি না
আর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে।।

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

ও দুনিয়ার মানুষ - আইয়ুব বাচ্চু

আইয়ুব বাচ্চু (L.R.B.) 

ও দুনিয়ার মানুষ(ও) ভাই,
আল্লার নাম লও সময় নাই;
আসলে ডাক যাইতে হবে ভাই
পূর্নের ভাগ বেশী হওয়া চাই।
আজ তুমি দুনিয়াদারী নিয়ে/
দম গেলে আসিবে বিপদ/
বৌ-ছেলে-ভাই-বোন হিসেব করতে কষতে/
রাইখা গেলা আর কি সম্পদ/
আন্ধার ঐ কবরে যাইতে হবেরে /
দুই দিন আগে আর পরে/
ফেরেশতার আসন বইব/
ইহকালের খতা খুলব/
কি পূর্ন আনছো সাথে কি আন নাই ।।


কারে তুমি কষ্ট দিছ
কারে দিছ গাল,
কার ধন কইরা চুরী
হইছ লালে লাল/
চোখ বুইজা করছ সবি
তার কাছে খোলা সবি/
বিচারে কোন ক্ষমা নাই/
ভাবে মন উদয় হইব/
তখনি সব মনে পড়ব/
ঈমানে কথা শোন নাই ।।


মায়ে তোমায় ডাইকা কইব বাজান আমার নাই
মাটির পৃথিবী তুমি ছাইরা গেছ ভাই,
সব ভাই কাধে তুলবো/
ঠিকানার দিক লইয়া যাইব/
সাদা কাফন বড় আপন/
অন্তিম সময় ।।

সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

আমার বাংলাদেশ

আইয়ুব বাচ্চু
তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা, তুমি ছন্দের অন্তমিল
তুমি বর্ষার প্রথম বৃষ্টি, তুমি পদ্ম ফোঁটা ঝিল।

তুমি প্রিয়তমার স্নিগ্ধ হাতের বন্ধনের রাখী
তুমি কষ্টের নিভৃত কান্নায় ভরা যন্ত্রণার সবই।
তুমি শীর্ষ অনুভূতির পরে, শুন্যতার বোধ
তুমি আলতো স্পর্শে প্রিয়ার চাহনি, গুমরে থাকা ক্রোধ।

তুমি ভোর রাত্রির প্রার্থনা, তুমি চেনা নদীর ঢেউ
তুমি সুখের সেই দিনগুলো শেষে হারিয়ে যাওয়া কেউ।
তুমি ভ্রান্তি নও, বাস্তবতা, শুন্য ভাতের থালা
তুমি লোভ, ঘৃণায়, ব্যাকরণে বিবেকের বন্ধ তালা।

তুমি সংঘাত আর প্রতিঘাতের অস্হির রাজপথ
তুমি আজ ও আগামীর মাঝে বেদনার নীলক্ষত।
তুমি চাওয়া না পাওয়ার ফাকে, অসম সমীকরণ
তুমি অবুঝ রাগী প্রজন্মের, হৃদয়ের রক্তক্ষরণ।

তুমি তারণ্যের চোখের কোণে, বিষন্নতার বাস
তুমি বুড়ো খোকাদের ইচ্ছেমত ভুলের ইতিহাস।
তুমি উদ্ধত মিছিলের স্রোতে গর্বিত মুখ
তুমি ভুল নায়কের হাতছানিতে মায়ের শুন্য বুক।

তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ
ভালোলাগায় ভালোবাসার তুমি... আমার বাংলাদেশ ।

তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ
জানি ভাল লাগার, ভালোবাসার তুমি... আমার বাংলাদেশ।।

বেলা শেষে bela sheshe

আইয়ুব বাচ্চু

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
মুছনা তুমি তারে দুঃখেরই ছোঁয়ায়
সাজিয়ে রেখো মনের মণি কোঠায় ।।

মনে পড়ে যায়
প্রশ্নহীনা জোছনা ধোঁয়া রাতে কথোপকথন
চোখের ভাষায় হত যত আগামী দিনের স্বপ্নের আলাপন
কি ভুল করেছি আমি আমারই ভুলে
প্রতি নীরবতায় আমাকে পোড়ায়
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায় ।।

আমার যত অপূর্ণতা
পারিনি বোঝাতে আমি পারিনি তোমায়
ভুলের মাশুল দিতে গিয়ে জীবন ভরে থাকে বিষণ্ণতায়
হারায়ে বুঝেছি তুমি কি ছিলে আমার
কি ছিলে আমার তুমি বোঝানো না যায়
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায় ।।

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

সাড়ে তিন হাত মাটি

টাকা কড়ি ধন সম্পত্তি

অনেক অনেক বাড়ী গাড়ি

ঠিকানার ছরাছরি

আমি তুমি বারাবারি

মরলে সংগে যাবেনা

কোনই কিছু তোমার অংশীদারি।
ঠিকানা শুধু এক সমাধি

সাড়ে তিন হাত মাটি…
সংসারে যুদ্ধ চলে

কারন হলো জায়গা জমি

দেহ ত্যাগ করার পরে

স্মৃতি হয়ে যাবে জানি

মরলে সংগে যাবেনা

কোনই কিছু তোমার অংশীদারি।
ঠিকানা শুধু এক সমাধি

সাড়ে তিন হাত মাটি…
সুখের আশা

পৃথিবীতে করে শুধু জানি

উপর থেকে ডাক এলে

উড়াল দেবে জীবন পাখি

মরলে সংগে যাবেনা

কোনই কিছু তোমার অংশীদারি।
ঠিকানা শুধু এক সমাধি

সাড়ে তিন হাত মাটি…

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

কষ্ট kosto


 - আইয়ুব বাচ্চু

কোন সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে,
তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়
আশা নয় না বলা ভাষা নয়,
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
বুকের এক পাশে রেখেছি
জ্বলহীন মরুভুমি,
ইচ্ছে হলে যখন তখন, অশ্রুফোটা দাও তুমি
তুমি চাইলে আমি দেব, অথই সাগর পাড়ি।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
যখন আমার কষ্টগুলো প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল চুপচাপ ঝরে পড়ে,
আমার আকাশ জুড়ে মেঘ, ভরে গেছে ভূলে।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।

- Kosto by Aiyub Bacchu (LRB) 

সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

মেয়ে meye

মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে।।
মেয়ে তুমি ঝড় কি বোঝ, বোঝ না
মেয়ে তুমি রাত কি বোঝ, বোঝ না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে।
মেয়ে তুমি পথ কি চেনো, চেনো না
মেয়ে তুমি পথিক চেনো, চেনো না
তবে খুঁজবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে দুঃখ চেনো, চেনো না
মেয়ে ঝড় কি বোঝ, বোঝ না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে, মেয়ে, মেয়ে, মেয়ে
তুমি চিনবে কেমন করে আমাকে
বল মেয়ে, তুমি বুঝবে কেমন করে আমাকে
মেয়ে তুমি কি ছিঁড়তে পারো ফুলের বাগান
মেয়ে তুমি কি ভুলতে পারো স্পর্শ আমার
তবে ভুলবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে
মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে।।
মেয়ে তুমি ঝড় কি বোঝ, বোঝ না
মেয়ে তুমি পথ কি চেনো, চেনো না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে খুঁজবে কেমন করে এই আমাকে

শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

তিন পুরুষ

এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।
এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।
আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই ।
আমার তিন পুরুষ, তিন পুরুষ
আমার তিন পুরুষ । (২)


দাদা-দাদি, নানা-নানি আরতো পিছে নাই
বাবা-মার পরে আমি আমার পরে নাই ।
দুনিয়াতে এসে দেখি ধন সম্পত্তি নাই ।
আমার তিন পুরুষ, তিন পুরুষ
আমার তিন পুরুষ । (২)


এই দুনিয়ার কোন কিছু সঙ্গে যাবে না ,
তিন পুরুষের এক পুরুষও কথা ভুলে না ।
শেষ পুরুষের ভাগে তবু ভিটা মাটি নাই
আমার তিন পুরুষ, তিন পুরুষ
আমার তিন পুরুষ । (২)


এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।
এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।
আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই ।
আমার তিন পুরুষ, তিন পুরুষ
আমার তিন পুরুষ । (২)

Tin Purush

শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়


সুরকারঃ আইয়ূব বাচ্চু
গীতিকারঃ আগুন

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়।।
আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়
তোমার স্মৃতিগুলো প্রতিরাতে আমাকে কাঁদায়
আ হাহাহা হাহাহা লালা লালা……
আশার সমাধি ঘিরে সেই
পাখি আজও গান গায়
একাকি হেঁটে চলেছি আমি
হৃদয় মরুর আঙ্গিনায়
এক সুখের বৃষ্টি এসেছিল
ক্ষনে ক্ষনে তাই মনে হয়
আ হাহাহা হাহাহা লালা লালা……
কাব্য কবিতার ঘিরে
সত্যি মিথ্যার স্থান পায়
আমার আকাশের সব মেঘগুলো
দুখের বৃষ্টি হয়ে ঝরে যায়
বেদনার দুচোখ জুড়ে ক্লান্তি
সব কিছু অভিনয় মনে হয়।।
amar shopno gulo 

রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

এখন অনেক রাত

এখন অনেক রাত
খোলা আকাশের নিচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে…
আবেগী এমন রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও
আমায় না পেয়ে ।।
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে…
চলে যাওয়া সেই পথে
ঝিরি ঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোমায় না পেয়ে

LRB, Ayub Bachchu 
Ekhon Onek Raat