শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

সংকল্প


                                                                                       
কাজী নজরুল ইসলাম


থাকব না'ক বদ্ধ ঘরে


দেখব এবার জগৎটাকে


কেমন করে ঘুরছে মানুষ


যুগান্তরের ঘূর্ণিপাকে।


দেশ হতে দেশ দেশান্তরে


ছুটছে তারা কেমন করে,


কিসের নেশায় কেমন করে


মরছে যে বীর লাখে লাখে।


কিসের আশায় করছে তারা


বরণ মরণ যন্ত্রণাকে


কেমন করে বীর ডুবুরি


সিন্ধু সেঁচে মুক্তা আনে,


কেমন করে দুঃসাহসী


চলছে উড়ে স্বর্গপানে।


হাউই চড়ে চায় যেতে কে


চন্দ্রলোকের অচিনপুরে,


শুনব আমি, ইঙ্গিতে কোন


মঙ্গল হতে আসছে উড়ে।


পাতাল ফেড়ে নামব আমি


উঠব আমি আকাশ ফুঁড়ে,


বিশ্বজগৎ দেখব আমি


আপন হাতের মুঠোয় পুরে।
thakbo nako boddho ghore,Kazi Nazrul Islam

৫টি মন্তব্য: