- আজম খান
রেললাইনের ঐ বস্তিতে
জন্মেছিল একটি ছেলে
মা তাঁর কাঁদে
ছেলেটি মরে গেছে।।
হায়রে হায় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
কত আশা ছিল তাঁর জীবনে
সব স্মৃতি রেখে গেল মরণে
মা তাঁর পাশে চেয়ে বসে আছে
হায়রে হায় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
কত মার অশ্রু আজ নয়নে
কে তা মুছাবে বা কেমনে
যে চলে যায় সে কি ফিরে আসে
হায়রে হায় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন