শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

এক সেকেন্ডর নাই ভরসা


শিল্পীঃ ফিরোজ সাঁই
অ্যালবামঃ এক সেকেন্ডর নাই ভরসা
সুরকারঃ ফিরোজ সাঁই
গীতিকারঃ ফিরোজ সাঁই


এক সেকেন্ডর নাই ভরসা
বন্ধ হইবে রঙ তামাশা
চক্ষু মুদিলে –
হায়রে দম ফুরাইলে।।

রঙিন রঙিন দালান কোটা
দামী দামী গাড়ি
জমি জমা ধন লইয়া কর কারাকারি।
সাড়ে তিন হাত জায়গাও হয় না
মাটির মন্জিলে।

সাদা কালো কত রঙের কত রকম মানুষ
এই দুনিয়ার জলসাঘরে
হইয়া থাকে বেহুস।।
গানা বাজনা শেষ হইবো- নেশা ফুরাইলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন