শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

আমি চিরকাল প্রেমের কাঙাল


আমি চিরকাল প্রেমের কাঙাল

যে ডালে বান্ধি বাসা

ভাঙে সেই ডাল

আমার এমনই কপাল

হায়রে এমনই কপাল


কতজনার দেখা পাইলাম

আমার কাছে আমি রইলাম

কারো হইলাম না আপন

স্রোতেভাসা তলায় গেল

আমার এ জীবন

জগত জুড়ে মানুষ আছে

মনেরই আকাল শুধু মনেরই অকাল


সুখের চাবি হাতে নিলাম

দুঃখের সাথে ঘর করিলাম

বিধির বিধান না যায়রে খণ্ডন

অন্তরের আগুন আমার

চোখেতে ক্রন্দন

অন্তর্যামী নিঠুর খেলা

খেলবে কতকাল

বলো খেলবে কতকাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন