শিল্পীঃ মামুন
অ্যালবামঃ পাওয়া যায় নি
সুরকারঃ ইস্তেখার হোসেন
গীতিকারঃ সাজ্জাদ নূর
রূপের মাইয়া একবার চাইয়া গো
ভাব লাগাইয়া পারাণ কারিলে।।
রূপ নয়নে লাগিলো
অন্ধকারে করে আলো
মায়ার জালে বন্দি করিলে।।
কন্ঠে তোমার এতই মধু
আমারে করিলো যাদু
একই প্রেমের গান আমায় শোনালে।।
মনে আমার ছিল আশা
যদি পাইতাম ভালবাসা
প্রেম পিপাসা মিটবে মিটাইলে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন