কথাঃ নচিকেতা
সুরঃ নচিকেতা
কন্ঠঃ নচিকেতা
অ্যালবামঃ কি হবে?
কোন এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে (২)
সোজা পথ পোড়ে পায়ে, সোজা পথে কেউ চলেনা
সোজা পথ পোড়ে পায়ে, সোজা পথে কেউ চলেনা
বাঁকা পথ জ্যাম হরদম, জমজমাট ভিড় কমেনা
কোন এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে
সে দেশে করে পাস এম এ,বি এ, কেরানির জীবন যাপন
করে পাস এম এ,বি এ, কেরানির জীবন যাপন
রাজনীতি করলেরে ভাই, ডিগ্রীর কি প্রয়োজন ?
জনগণ তুলে দেবে তোমার হাতে দেশের শাসন
সে দেশে, অর্থের কারচুপিতে সিদ্ধ যিনি -অর্থমন্ত্রী
দেশের শত্রু মাঝে প্রধান যিনি –প্রধানমন্ত্রী
সে দেশে ধার করে ভাই শোধে রাজা ধারের টাকা
মরে ভূত হল মানুষ, লোক দেখানো বৈদ্দি ডাকা
কোন এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে
সে দেশে, অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মাড়ি
অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মাড়ি
বিদেশি চ্যানেল তখন পৌঁছে যে যায় বাড়ি বাড়ি
আনন্দ, কি আনন্দ এসে গেছে কোকাকোলা
গেছে সব দেনার দায়ে বাকি আছে কাপড় খোলা
পায় না খেতে যারা গাইত খেয়াল,টপ্পা ঝানু
পায় না খেতে যারা গাইত খেয়াল,টপ্পা ঝানু
গেয়ে গান হচ্ছে ধনী রাম, শ্যাম আর কুমার পানু
কোন এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে
পারেনা ধরতে পুলিশ সত্যি অপরাধী, যারা বাড়ছে সুখে
নিরীহ প্রেমিক-প্রেমিকাদের ধরে, নিচ্ছে টাকা লেকের ধারে,পুজোর মুখে
এদিকে ধর্ম ধর্ম ধর্ম নিয়ে চলছে বামাল
ধর্মকে তোয়াজ করে সব শালারাই সাদা বা লাল
রাজা দেয় প্রতিশ্রুতি হ্যান কারেগা, ত্যান কারেগা
রাজা দেয় প্রতিশ্রুতি হ্যান কারেগা, ত্যান কারেগা
করেগা কচু, আসলে ব্যাটা পকেট ভারেগা
এতো এক উল্টো দেশের গল্প শুনলে এতক্ষণ
যদি কেউ এমন দেশের সন্ধান পাও তখন …
জানিয়ে দিও আমায় বলব সেই দেশের কথা
ঠিকানা আমার, কেয়ার অব ফুটপথ নচিকেতা
ঠিকানা আমার, কেয়ার অব ফুটপথ নচিকেতা
ঠিকানা আমার, কেয়ার অব ফুটপথ নচিকেতা
সুরঃ নচিকেতা
কন্ঠঃ নচিকেতা
অ্যালবামঃ কি হবে?
কোন এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে (২)
সোজা পথ পোড়ে পায়ে, সোজা পথে কেউ চলেনা
সোজা পথ পোড়ে পায়ে, সোজা পথে কেউ চলেনা
বাঁকা পথ জ্যাম হরদম, জমজমাট ভিড় কমেনা
কোন এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে
সে দেশে করে পাস এম এ,বি এ, কেরানির জীবন যাপন
করে পাস এম এ,বি এ, কেরানির জীবন যাপন
রাজনীতি করলেরে ভাই, ডিগ্রীর কি প্রয়োজন ?
জনগণ তুলে দেবে তোমার হাতে দেশের শাসন
সে দেশে, অর্থের কারচুপিতে সিদ্ধ যিনি -অর্থমন্ত্রী
দেশের শত্রু মাঝে প্রধান যিনি –প্রধানমন্ত্রী
সে দেশে ধার করে ভাই শোধে রাজা ধারের টাকা
মরে ভূত হল মানুষ, লোক দেখানো বৈদ্দি ডাকা
কোন এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে
সে দেশে, অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মাড়ি
অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মাড়ি
বিদেশি চ্যানেল তখন পৌঁছে যে যায় বাড়ি বাড়ি
আনন্দ, কি আনন্দ এসে গেছে কোকাকোলা
গেছে সব দেনার দায়ে বাকি আছে কাপড় খোলা
পায় না খেতে যারা গাইত খেয়াল,টপ্পা ঝানু
পায় না খেতে যারা গাইত খেয়াল,টপ্পা ঝানু
গেয়ে গান হচ্ছে ধনী রাম, শ্যাম আর কুমার পানু
কোন এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে
পারেনা ধরতে পুলিশ সত্যি অপরাধী, যারা বাড়ছে সুখে
নিরীহ প্রেমিক-প্রেমিকাদের ধরে, নিচ্ছে টাকা লেকের ধারে,পুজোর মুখে
এদিকে ধর্ম ধর্ম ধর্ম নিয়ে চলছে বামাল
ধর্মকে তোয়াজ করে সব শালারাই সাদা বা লাল
রাজা দেয় প্রতিশ্রুতি হ্যান কারেগা, ত্যান কারেগা
রাজা দেয় প্রতিশ্রুতি হ্যান কারেগা, ত্যান কারেগা
করেগা কচু, আসলে ব্যাটা পকেট ভারেগা
এতো এক উল্টো দেশের গল্প শুনলে এতক্ষণ
যদি কেউ এমন দেশের সন্ধান পাও তখন …
জানিয়ে দিও আমায় বলব সেই দেশের কথা
ঠিকানা আমার, কেয়ার অব ফুটপথ নচিকেতা
ঠিকানা আমার, কেয়ার অব ফুটপথ নচিকেতা
ঠিকানা আমার, কেয়ার অব ফুটপথ নচিকেতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন