আমি তোমারি প্রেম ভিখারী,
ভালবেসে ঠাই দিও পরানে গো
ভালবেসে ঠাই দিও পরানে
আমি তোমারি তুমি আমারি
পশে থেকো জীবনে মরনে গো
পশে থেকো জীবনে মরনে
বুকেরো ভিতরে আন্ধার কুটিরে
তুমি ওগো চান্দেরও বাতি চোখের মনিতে
শয়নে-স্বপনে আছো তুমি দিবসও রাতি,
ভালবেসে ঠাই দিও পরানে গো
পাশে থেকো জীবনে মরনে
তোমােরে আমি যে কত ভালবাসি গো
বোঝাবো কেমনে বোঝাবো?
তোমারে না পেলে জানি আমি জানি গো
মরিব অকালে মরিব
ভালবেসে ঠাই দিও পরানে গো
পাশে থেকো জীবনে মরনে।
আমি তোমারি প্রেম ভিখারী,
ভালবেসে ঠাই দিও পরানে গো
ভালবেসে ঠাই দিও পরানে
আমি তোমারি তুমি আমারি
পশে থেকো জীবনে মরনে গো
পাশে থেকো জীবনে মরনে
ami tomari premo vikhari
ভালবেসে ঠাই দিও পরানে গো
ভালবেসে ঠাই দিও পরানে
আমি তোমারি তুমি আমারি
পশে থেকো জীবনে মরনে গো
পশে থেকো জীবনে মরনে
বুকেরো ভিতরে আন্ধার কুটিরে
তুমি ওগো চান্দেরও বাতি চোখের মনিতে
শয়নে-স্বপনে আছো তুমি দিবসও রাতি,
ভালবেসে ঠাই দিও পরানে গো
পাশে থেকো জীবনে মরনে
তোমােরে আমি যে কত ভালবাসি গো
বোঝাবো কেমনে বোঝাবো?
তোমারে না পেলে জানি আমি জানি গো
মরিব অকালে মরিব
ভালবেসে ঠাই দিও পরানে গো
পাশে থেকো জীবনে মরনে।
আমি তোমারি প্রেম ভিখারী,
ভালবেসে ঠাই দিও পরানে গো
ভালবেসে ঠাই দিও পরানে
আমি তোমারি তুমি আমারি
পশে থেকো জীবনে মরনে গো
পাশে থেকো জীবনে মরনে
ami tomari premo vikhari
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন