বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

আমি তোমার মনের ভেতর

আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস
সে কথাটা জানতে চাই
ভালবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই
তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই

এ হৃদয়ে জ্বলেছে এক যাদুর মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছ আমার সারা দিবারাতি।

এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের বার মাস
তুমি ফাগুন হয়ে রং ছুয়ালে মনের নীলাকাশ।।

এ প্রণয়ে অন্ধ হলাম প্রাণের আলো তুমি
দুঃখ এল ভুলে যেওনা বাঁচবো না তো আমি।

এ প্রণয়ে কথা দিলাম র্সূয চন্দ্র তাঁরা
স্বাক্ষী থেকে মরণ যেন হয়, হয়না তোমায় ছাড়া।।ami tomar moner vitor
Habib Wahid (হাবিব ও ন্যান্সি)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন