Artist: চিত্রা সিং,
Lyrics:শ্যামল গুপ্ত,
Tune: সতীনাথ মুখোপাধ্যায়,
Lyrics:শ্যামল গুপ্ত,
Tune: সতীনাথ মুখোপাধ্যায়,
কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোনদিন
যেও ভুলে, আমায় যেও ভুলে
স্মৃতির মালা গেঁথো নাকো গানে, ঝড়া ফুলে
যেও ভুলে আমায় যেও ভুলে --
তারায় তারায় আমার মিতালী
রাখুক লিখে তোমার মনে
মধুর গিতালী
সারারাতির আলোক ঝড়া দুয়ার খানি খুলে
যেও ভুলে, আমায় যেও ভুলে
প্রদীপ শিখা আলোর আভাসে
ব্যাথার আঁধার তুলবে ভরে প্রানের আকাশে
অতল ছায়া দেখবে তুমি অশ্রু নদীর কূলে
যেও ভুলে, আমায় যেও ভুলে----
kothao jodi hariye ami
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন