শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

অনামিকা

চুপ চুপ চুপ,অনামিকা চুপ
কথা বলোনা...
তুমি আমি এখানে
কেউ জানেনা,কেউ জানেনা

ভাললাগা থেকে হয় ভালবাসা
মনের কথা বুঝাবার নেইকো ভাষ
হৃদয়ের টানে আরো কাছে আনে
তোমাকে আমার

চুপ চুপ চুপ,অনামিকা চুপ
কথা বলোনা...
তুমি আমি এখানে
কেউ জানেনা,কেউ জানেন

তোমার আমার পরিচয় জানবে সব
জেনে গেলে তখন বল হবে কি উপায়
ছোট এই মনে শুধু যে জানে
তুমি যে আমার

চুপ চুপ চুপ,অনামিকা চুপ
কথা বলোনা...
তুমি আমি এখানে
কেউ জানেনা,কেউ জানেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন