শিল্পীঃ কুমার বিশ্বজিত
সুরকারঃ ফরিদ আহমেদ
গীতিকারঃ লিটন অধিকারী রিন্টু
আমি তোরই সাথে ভাসতে পারি
মরণ খেয়ায় একসাথে
যদি পরাণটারে রাখিস ঢেকে
তোর পরাণের ছায়াতে।।
পুড়তে পারি তুষের মত তোর প্রেমেরই আগুনে
উড়তে পারি ছাইয়ের মত তোর প্রেমের কারণে
যদি পরাণটারে রাখিস ঢেকে
তোর পরাণের ছায়াতে।।
রইতে পারি বন্দি হয়ে যন্ত্রনারই প্রাচিরে
দিতে পারি বিষের থালা নিমেষে উজার করে
যদি পরাণটারে রাখিস ঢেকে
তোর পরাণের ছায়াতে।।
সুরকারঃ ফরিদ আহমেদ
গীতিকারঃ লিটন অধিকারী রিন্টু
আমি তোরই সাথে ভাসতে পারি
মরণ খেয়ায় একসাথে
যদি পরাণটারে রাখিস ঢেকে
তোর পরাণের ছায়াতে।।
পুড়তে পারি তুষের মত তোর প্রেমেরই আগুনে
উড়তে পারি ছাইয়ের মত তোর প্রেমের কারণে
যদি পরাণটারে রাখিস ঢেকে
তোর পরাণের ছায়াতে।।
রইতে পারি বন্দি হয়ে যন্ত্রনারই প্রাচিরে
দিতে পারি বিষের থালা নিমেষে উজার করে
যদি পরাণটারে রাখিস ঢেকে
তোর পরাণের ছায়াতে।।
my very very Favorite song
উত্তরমুছুন