শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

ঐ দূর পাহাড়ের ধারে

উইনিং

ঐ দূর পাহাড়ের ধারে,
দিগন্তেরই কাছে
নিসঙ্গ বসে একটি মেয়ে,
গাইছে,
আপন সুরে,
আপন সুরে,
আপন সুরে…
আমি সেই সুরেরই টানে
ছুটে চলেছি তার পানে
তার বেদনার সঙ্গী হতে
সেই সুর আমায়,
শুধু ডাকে
শুধু ডাকে…
মনে হয় তার সেই সুরে
কত বেদনা আছে লুকিয়ে
শত দুঃখের রজনী পেরিয়ে
সেই সুর যেন,
ভেসে আসে,
ভেসে আসে,
ভেসে আসে…
 (dur paharer dhare) - wining

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন