চাইম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চাইম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

জয় জগানন্দন ঘটিবাটি বন্ধন



জয় জগানন্দন ঘটিবাটি বন্ধন
পয়সা নাই তার করবো কি
বেড়া ফাঁকা পাইয়ে
কুত্তা ঘরে যাইয়ে
চাইল ছড়ায়ে মাইরি করছে কি
অভাবের সংসার
পোলা-মাইয়ার হাঁহাঁকার
ঘর-বাড়ি ছাইড়া ভাগবো নি
জয় জগা নন্দন ঘটি-বাটি বন্ধন
পয়সা নাই তার করবো কি
তেলাকচুর পাতা
টাকি মাছের মাথা
মসল্লা নাই তাতে হইছে কি
জয় জগা নন্দন ঘটি-বাটি বন্ধন
পয়সা নাই তার করবো কি
————-
ব্যাণ্ডঃ চাইম (টুলু খালিদ)

শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

কালো মাইয়া কালো বইলা

ব্যান্ড :: চাইম
কালো মাইয়া কালো বইলা
কইরো না যে হেলা
ওরে সাদা মুখে নাইরে যাহা
কাল দেহে আছে তাহা
ও কি হায় হায়
কালো মাইয়ার দুঃখ
কেউ বুঝতে না চায়

লিলি শেফালী আর বকুল
সুন্দর যে লাল গোলাপ ফুল
কত ফুল যে আছে দুনিয়ায়
ওরে সবচাইতে দামী ফুল যে
কালো গোলাপ দুনিয়ায়
ও কি হায় হায়
কালো মাইয়ার দুঃখ
কেউ বুঝতে না চায়

সুন্দর মুখের মিষ্টি কথা
শুনে সবাই বিভোর হয়
যায় না বোঝা মনটা কেমন হয়
ওরে কি আছে লুকাইয়া
সাদা অন্তরের ও ভিতরে
ও কি হায় হায়
কালো মাইয়ার দুঃখ
কেউ বুঝতে না চায়

মধুরকন্ঠী কোকিল কালো
পাখির রাজা ফিঙ্গে কালো
সবাই ভালোবাসে কালো চুল
ওরে সব রং মিশে হয়
যেই রং সেইটা কালো রে
ও কি হায় হায়
কালো মাইয়ার দুঃখ
কেউ বুঝতে না চায়


অ্যালবামঃ কালো মাইয়া
গীতিকারঃ কবির বকুল
বছরঃ ১৯৯৫