আধুনিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আধুনিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

বলনা তুই বলনা

হৃদয় খান

মন তোরে বলি যত,
তুই চলেছিস তোরিই মত,
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে।
মন বলি তুই ফিরে যা,
মন ছাড়া কি যায়রে বাচাঁ,
তুই ছাড়া কে আর আছে এই জীবনে।
কি কারন অকারন
এত করিস জ্বালাতন,
ভাল লাগে না এ দোটানা
ও চাতন সারাক্ষন
বলনা তুই বলনা কেন এ ছলনা,
ও মন তুই বলনা ভালবাসি বলনা
বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা,
একবার শুধু বলনা ভালবাসি বলনা ।।

এই কথা সেই কথা কত কথা যে বলিস
শুধু বলিস না মন কি কয়,
ভালবাসা প্রেম-পিরিতি কত কিছু বুঝিস
শুধু বুঝিস না মন কি চায় ।।

অন্তরটা দিলাম খুলে দেখিস নাতো ফিরে
তোর মন বুঝাবি সন্ধ্যায়,
হৃদয়টাও রেখেছি জমা তাইতো আসি ফিরে
আর কিছুই দেবার তো নাই ।।


bolna tui bolna


মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

আমার কাছে তুমি অন্যরকম

Vocal and Music: Imran Mahmudul
Lyrics: Mehedi Hasan Limon
Tune: Nazir Mahamud


বোঝাতে পারিনা তোমায় আমি
কতটা ভালোবাসি
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।


তোমার হাসি খুশি তে সাজাই
আনমনে ইচ্ছে মতো
তুমি ছাড়া বোঝেনা কিছুই মন আমার সেতো
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।

কোনো কিছুই লাগে না ভালো
এমন তোমার মতো
আমি ছাড়া বাসবে কে আর তোমায় এতো ভালো
তুমি আমার অবুজ আদোরে গল্পে সাজানো বায়না
আমি জানি তুমিও জানো
এ মায়া আর কেউ বোঝেনা।

আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম।

Amar Kache Tumi Onnorokom 

তুই ভালো না মেয়ে

Lyric, Tune & Singer : Meraj Tushar

ভালোই ছিলাম তোরে ভালো না বেসে
তোর সুখের বলী হলাম আমি অবশেষে ।
ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম
মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
ভালোর মুখোশ পড়ে ছিলি, চেনা গেল না ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন আমার রসাতলে, তোর ছলনা ।
চারদিকে তোর শূণ্য দশা,
আমি পাশে ছিলাম ।
নিজের মুখে বলেছিলি,
নতুন জীবন পেলাম ।
আমার আকাশ রঙিন যখন ব্যথারও নীলে
পাখি রে তুই গেলি ছেড়ে, অসহায় ফেলে ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন আমার রসাতলে, তোর ছলনা ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
কেমন করে ঘুম আসে তোর, দিয়ে ছলনা ।

আমায় মন্দ বলে গেলি, কোন সে সুখের নীড়
আমার দিকে ছুঁড়ে মারলি অভিযোগের তীর ।
বারেবারে বলেছিলি, সব অনুভব আমি
মিথ্যে অনুভবের শিকার, কাঁদতে হবে জানি ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন আমার রসাতলে, খবর নিলি না ।
তুই ভালো না মেয়ে, তুই ভালো না
জীবন এখন হয়ে গেল দুঃখের জেলখানা ।

ভালোই ছিলাম তোরে ভালো না বেসে
তোর সুখের বলী হলাম আমি অবশেষে ।
ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম
মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম ।

tui valo na meye

শনিবার, ৩ আগস্ট, ২০১৯

ও পরানের পাখিরে



ও পরানের পাখিরে দিলি তুই ফাঁকিরে
শূণ্য করলি খাঁচাটা
তোরে ছাড়া আন্ধারে কি করে থাকিরে
বুঝলিনা মনের জ্বালাটা।।

চুপি চুপি আজো শুনি তোর সে মধুর সুর
কান পাতিয়া
কাছাকাছি আজো থাকে তোর সে প্রেমের গান
রাত জাগিয়া।।
তুইযে আমার প্রেমের চিরসাথী
তোরে পরাবো বলে মালা গাঁথিরে


মনে মনে আজো ডাকি তোর সে মধুর
সে নাম ধরিয়া
দিবানিশী আজো খুঁজি তোর সে মিলন ক্ষণ
প্রাণ জুড়িয়া।।
তুই যে আমার পোড়া মনের বাঁশি
তোরে এখনও তাই ভালবাসিরে

—————–
কণ্ঠ : ইমতিয়াজ বাবু
কথা : কাজী ফারুক বাবুল
সুর : খায়ের আহমেদ
এ্যলবাম : তুমি আমার ভালোবাসা’ ৯৩

মৌচাক মার্কেটে হলো দেখা


কণ্ঠ : ইমতিয়াজ বাবু
কথা : কাজী ফারুক বাবুল
সুর : খায়ের আহমেদ




মৌচাক মার্কেটে হলো দেখা

নিউ মার্কেটে হলো পরিচয়

রমনা পার্কে বসে গাছের ছায়ায়

মনটা করেছি বিনিময়


মহিলা সমিতির থিয়েটারে

কত না নাটক দেখেছি

চাংপাই চাইনিজ রেস্তোরায়

কত না গল্প করেছি

দু’জনার দুটো মনে ছিলো নাতো ভয়

মনটা করেছি বিনিময়





সংসদ ভবনের খোলা মাঠে

কত না বিকেল কেটেছে

ক্রিসেন্ট লেকে বসে দেখে তোমায়

কত না ভালো লেগেছে

দেখে দেখে সবভুলে দিয়েছি হৃদয়

মনটা করেছি বিনিময়


—————–

বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮

আমি এক ভাঙ্গা বাড়ির ভাঙ্গা ঘরের ভাঙ্গা বারান্দা

তপু

আমি এক ভাঙ্গা বাড়ির ভাঙ্গা ঘরের ভাঙ্গা বারান্দা
আমি পথের মাঝে খুজে পাওয়া টাকা আধখানা……
আমি বিদ্যাসাগর, মাইকেলেরই মস্ত বড় ভুল
আমি কিশোরীর ওই হারিয়ে যাওয়া মুক্তো গাঁথা দুল
মুক্তো গাঁথা দুল………
দেখ বাবু নামের বড় খোকা করতে পারে ভুল
দেখ চেনে না কেউ মাঝ বৈশাখ চেনে মার্চ জুন…
দেখ ছারিদিকে কত মানুষ কত ব্যস্ততা
খুলেছে কেউ নতুন হিসেব আজকে হালখাতা
আজকে হালখাতা…………
যদি পথের রাজা পাজেরো দেখে ঈর্ষা হয়
তবে জেনে রেখো দু চাকার ওই হিরো কম যে নয়………
যদি সুন্দরী আজ তোমায় দেখে মুচকি হাসি দেয়,
তবে মেনে নিও ছলনা তা প্রেমের বাঁশি নয়
প্রেমের বাঁশি নয়………
যারা মনের মাঝে লুকিয়ে রাখে গাঢ় অন্ধকার
যারা ভুলের পরে ভুল খুঁজে এই তোমার আমার
যারা কোনদিনও জানে না যে ছলচাতুরি কি?
বল তাদের কি তুমি আমি বন্ধু বলেছি?
বন্ধু বলেছি………
আমি এই কালো পিছ এর সোজা পথের পুরানো পথিক
তাই বলছি না আমার এই কথা গুলো ঠিক………
আমি দেখি যা, শুনি যা, বলিও যে তা………
আমার বন্ধু রবে কড়া রোদ উতলা হাওয়া……….

ami ek vanga barir 

সোমবার, ৩০ জুলাই, ২০১৮

বালিকা

প্রিতম

 
বালিকা তোমার প্রেমের পদ্ম
দিওনা এমন জনকে,
যে ফুলে ফুলে উড়ে মধু পান
করে অবশেষে ভাঙ্গে মনকে,
একটা হৃদয় বারবার নয়,একবারই প্রেমে
পড়ে
সে হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মন ঝড়ে।
হও হুশিয়ার,মনের দুয়ার নজর রাখো খুব,
চোখের ফাঁকিতে,ঠোঁটের হাসিতে
হয়ো না উত্সুেক।
বালিকা. . . . . . .উড়ে যাবে সব সুখ।
বালিকা তোমার প্রেমের পদ্ম
দিওনা এমন জনকে,
যে ফুলে ফুলে উড়ে মধু পান
করে অবশেষে ভাঙ্গে মনকে,
একটা হৃদয় বারবার নয়,একবারই প্রেমে
পড়ে
সে হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মন ঝড়ে।
তোমার দিকে বাড়াবে সবাই
ভালোবাসার হাত,
কারণ তোমার কাছে আছে প্রেমের
প্রপাত।
তোমার জন্য হাবা ছেলেও যেতে
চাবে যুদ্ধে,
আসলে কিন্তু মা বকলেই তোমায়
ভুলবে।
তোমার জন্য যুদ্ধ ঘোষণা করবে
পাড়াতো ভাই,
প্রেম হয়ে গেলে কিছুদিন পর দেখবে
ভাই আর নাই।
কতই শুনবে তোমার জন্য পারবে
দিতেও প্রাণ,
কেউবা আবার তোমায় নিয়ে
লিখবে কবিতা গান।
সব আয়োজন আসলে ওই তোমার
প্রেমের জন্য,
তুমি ভেবে দেখো করবে কার
জীবনটা ধন্য।
নইলে . . . . .উড়ে যাবে সব সুখ।
তোমার জন্য হাউস টিউটর অংকে
করবে ভুল,
পড়া বাদ দিয়ে প্রেমের হিসেব
কষবে নির্ভুল।
তোমার জন্য ক্লাস ফাঁকি দিয়ে
সেরা ছাত্রটাও,
যত্ন করে মালা গেঁথে বলবে জান
নাও।
তোমাকে খাওয়াতে সন্ধ্যা রাতে
চাইনিজে চাউমিন,
বাবার পকেট মারবে লক্ষী ছেলেটা
প্রতিদিন।
তোমার প্রেমে হাবুডুবু খেয়ে বুড়ো
হাবড়াটাও,
লজ্জা শরম ভুলে গিয়ে বলবে love you.
তোমাকে তুমি সামলে রেখো
তোমার মতো করে,
সস্তা প্রেমের ধোঁকায় নয়তো কাঁদবে
বালিশ ধরে,
বালিকা . . . .উড়ে যাবে সব সুখ।♫♪

balika tomar 

বুধবার, ১৮ জুলাই, ২০১৮

আকাশ এত মেঘলা

সতীনাথ মুখোপাধ্যায়

আকাশ এতো মেঘলা যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার ।।

গল্প করার এইতো দিন
মেঘ কালো হোক মন রঙিন ।।
সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো নাকো আর

আকাশ এতো মেঘলা যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার ।

আঁধারো ছায়াতে চেয়েছি হারাতে
দু’বাহু বাড়াতে তোমারি কাছে ।।
যাক না এমন এইতো বেশ
হয় যদি হোক গল্প শেষ ।।
পূর্ন হৃদয় ভুলবে সেদিন সময় শূন্যতার ।

আকাশ এতো মেঘলা যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার

akash eto meghla

বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে

হেমন্ত মুখোপাধ্যায়

মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পড়ে না।
চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে
আর কোন চোখ তবু মনে ধরে না।
হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে
ঝুরঝুর ঝরে গেছে কামনার ফুল।
মালা গেথে কবে থেকে নিয়ে বসে আছি
আবার কখনও যদি করে সেই ভুল
ভুলেও কভু তো সে ভুল করে না।।
যেতে যেতে গানখানি পিছে ফেলে গেছে
ছমছম নুপূরের সকরুণ সুর।
শিকলে বাধিতে তারে চেয়েছিনু বুঝি
শিকল চরণে তার হয়েছে নুপূর
ধরার বাধনে সে তো ধরা পড়ে না।।

moner janala dhore

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

কোন স্বর্গ সুখের আশায়

কোন স্বর্গ সুখের আশায়
তুমি ছেড়ে যাবে আমায়।।
তুমি ভুলে যাবে আমায়
আমি প্রজাপতি আকাঁ
এই চিঠিটা পেয়েছি।।
আামি চেয়েছি তোমাকে
এই চিঠিটি চেয়েছি
মন ভাঙ্গে পরে ব্যথায়।।
এত বড় পৃথিবীতে
তুমি ছাড়া আমি একা।।
আমি বাচব কি করে গো
না পেলে তোমার দেখা
কেন নেবে তুমি বিদায়
কোন স্বর্গ সুখের আশায়
তুমি ছেড়ে যাবে আমায়

kon shorgo shukher ashay 

বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

চলেই যদি যাবে তুমি


শিল্পীঃ জুয়েল
অ্যালবামঃ স্মরণীয় জুয়েল ১
সুরকারঃ রকেট
গীতিকারঃ ইকবাল মাহবুব


চলেই যদি যাবে তুমি
তবে এসেছিলে কেন আমার এ অন্তরে।
কেন যে করি শুধু আশা
সবই যে মিছে ভালোবাসা
এত জানে তবু মন
গাঁথে তারই মালা
কিযে চায় পৃথিবী
সুখ নিয়ে ডুব দেয়।।
জানি সে তো কভু আর
আসবেনা ফিরে
হারিয়েছে বহু দুরে
একাকী ফেলে মোরে
তবুও মন খুঁজে হায়
আজো তারই ঠিকানায়।।

 colei jodi jabe

যখন সময় থমকে দাঁড়ায়


শিল্পীঃ নচিকেতা
অ্যালবামঃ এই বেশ ভাল আছি


যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন আমার গানের পাখি
শুধূ আমাকেই দিয়ে ফাঁকি
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি
যখন এঘরে ফেরে না সে পাখি
নিস্ফল হয় শত ডাকাডাকি
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন এমনে প্রশ্নের ঝড়
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর
তখন বাতাস অন্য কোথাও
শোনায় তার উত্তর
যখন আমার ক্লান্ত চরন
অবিরত বুকে রক্তক্ষরন
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন সময় থমকে দাড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন

jokhon somoy thomke daray

যে ছিল দৃষ্টির সীমানায়


শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ
সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ মনিরুজ্জামান মনির

যে ছিল দৃষ্টির সীমানায়
যে ছিল হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায়
কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।
যত খানি সুখ দিয়েছিলো
তার বেশী ব্যাথা দিয়ে গেল
স্মৃতি তাই আমারে কাঁদায়।
সে হারালো কোথায়
কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।।
যতটুকু ভুল হয়েছিলো
তার বেশী ভুল বুঝেছিলো
কি যে চায় বলেনি আমায়।
সে হারালো কোথায়
কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।।

je chilo dristir simanay

বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭

যায় কি ছেঁড়া বুকের পাঁজর

এস আই টুটুল

যায় কি ছেঁড়া বুকের পাঁজর
স্বপ্নে কাটো মনে আঁচড়
ফিরে যাবার উপায়তো আর নেই।
তোমায় ছেড়ে কোথায় যাব?
একটু ভাবো...একটু ভাবো...
ফিরে যাবার দরজা খোলা নেই ।।
শহরে যার অনেক গুলো ঘর
মানাই তাকে দারে দারে ঘোরা
আমার শুধু একটি ঘরই চেনা
তুমি আছো সেথায় আগা গোড়া ।।
রাজ্য নিয়ে বড়াই করে লোক
ধরুক অরা মন কে নিয়ে বাজি
তুমি ছাড়া নেইতো আমার কিছু
নিঃস্ব হতে নইতো আমি রাজি ।।

বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

একাকী মন আজ নীরবে


শিল্পীঃ বালাম
অ্যালবামঃ বালাম-২

একাকী মন আজ নীরবে
বিবাগী তোমার অনুভবে
ফেরারী প্রেম খোঁজে ঠিকানা
আকাশে মেঘ মানে বোঝো কিনা
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথায়
অধরা তারাগুলো কাঁদে বেদনায়
খেয়ালী তুমি কোথায়
দিনের আলোর শেষে
যখন রাত নামে
তোমাকেই খুঁজে পাই
আঁধারের শিরোনামে
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথায়
অধরা তারাগুলো কাঁদে বেদনায়
খেয়ালী তুমি কোথায়
নিথর চোখের কোনে
অথৈ শুন্যতা
ভাবনার বন্দরে
চাঁদ জাগে অপূর্ণতায়
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথায়
অধরা তারাগুলো কাদে বেদনায়
খেয়ালী তুমি কোথায়
একাকী মন আজ নীরবে
বিবাগী তোমার অনুভবে
ফেরারী প্রেম খোঁজে ঠিকানা
আকাশে মেঘ মানে বোঝো কিনা
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথায়
অধরা তারাগুলো কাঁদে বেদনায়
খেয়ালী তুমি কোথায়
 ekaki mon aj nirobe

গানটি শুনতে ক্লিক করুন

সোমবার, ২০ মার্চ, ২০১৭

দু’টো মানুষ

অঞ্জন দত্ত

দু’টো মানুষ
এসাথে কত পথ চলা
হাতে হাত রেখে কথা বলা
কেন সব করে অবহেলা
কেন শেষ-মেষে এসে বিদায়
ফুলদানি
আছড়ে ভেঙ্গে চুড়মার
ফুল জল সব একাকার
নেমে আসে অন্ধকার
জানালার বাইরে নেমে আসে রাত
দু’টো বালিশ
কত স্বপ্ন ভালোবাসা বোঝাই
দেখে যায় এই কুৎসিত লড়াই
আশা আকাংখা সব পুড়ে ছাই
কেউ মুখ ফুটে কিছু বলে না
টেবিল ল্যাম্পের আধো অন্ধকারে
ভাঙ্গাচোড়া মন দুটো গুমড়ে গুমড়ে মরে
দুজনেই বসে থাকে হাত ধরবে বলে
কেউ মুখ ফুটে কিছুই বলে না
ভগবান তাই নেমে আসে না
আসে সকাল
চোখ মুছে চিঠি লেখা
ব্রিফকেস হাতে ট্যাক্সি ডাকা
ফিরে না তাকিয়ে দেখা
ইশ…
এইভাবে কেউ চলে যায়

duto manush

যেথা রামধনু উঠে হেসে


শিল্পীঃ কাদেরী কিবরিয়া ও সাবিহা মাহবুব
সুরকারঃ ভি বালসারা
গীতিকারঃ শ্যামল গুপ্ত


যেথা রামধনু উঠে হেসে
আর ফুল ফোটে ভালবেসে
বল তুমি যাবে কি গো সাথে
এই পথ গেছে সেই দেশে।
যেথা সব তিথি মধু তিথি
মধু মাস জেগে থাকে নিতি।
মন যেন প্রজাপতি হয়ে
পাখা মেলে দিয়ে চলে ভেসে।।
যেথা শুধু আলো শুধু আশা
সারাবেলা করে কানাকানি
চিরচেনা হয়ে পাশে থেকে
হয় মনে মনে জানা জানি
যেথা হাতখানি হাতে বাধা
বেনু বীনা একই সুরে সাধা।
তাই যত কথা বলা বাকি
যায় গান হয়ে তার রেশে।।

আমার বাবার কথা বড়ই মনে পড়ে

শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী
সুরকারঃ সৈয়দ আব্দুল হাদী
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার


আমার বাবার কথা বড়ই মনে পড়ে
ছবির দিকে তাকিয়ে এখন দুচোখ জলে ভরে।।
আদর করে দুহাত ধরে মেলায় আমায় নিত
এক পয়সার পাতার বাঁশি বাবা কিনে দিত
কিনত নাটাই কিনত ঘুড়ি
বোনের জন্য আলতা চুড়ি
মায়ের জন্য ডুরে শাড়ি-কিনে ফিরতো ঘরে।।
মাঝে মাঝে বকতো বাবা পড়া ফাকি দিলে
ধারাপাতের নামতাগুলো খেতে হতো গিলে
সাংগ হত দিনের খেলা, উঠত তারা সন্ধা বেলা
বাবা এদের নাম শেখাতো-কতই যতন করে।।
এখন আমি নিজেই বাবা পাক ধরেছে চুলে
পেছন দিকে তাকিয়ে ভাবি স্মৃতির দোয়ার খোলে
আজও আমায় বাবাই ডাকে প্রতি কাজে জড়িয়ে থাকে
ওপাড় হতে বলছে যেন ভাল থাকিস ওরে।।

জীবনের সব সুখ কেড়ে নিয়ে

শিল্পীঃ আগুন
অ্যালবামঃ কত দুঃখে আছি
সুরকারঃ আলী আকবর রুপু
গীতিকারঃ বাকীউল আলম

 
এই জীবনের সব সুখ কেড়ে নিয়ে তুমি সুখে আছ
এই হৃদয়ের সব আশা ভেংগে দিয়ে দূরে চলে গেছ
কী নিয়ে বেঁচে রবো একবারও তুমি যে ভাব নি
শত অনুনয় করেছি তোমাকে
তুমি তো রাখ নি ………
সুখেরই আশায় স্বপ্ন সাজাতে
চেয়েছে তোমায় এই মন
বুঝিনি তো আগে
মিথ্যে আবেগে
করেছ তুমি প্রহসন
কোন পিছু টানে আমি তোমায় পারিনি তো ফেরাতে
বিরহের ভালবাসা দিয়ে পারিনি তো জড়াতে
তোমাকে তো-মা-কে………
আভিমান নেইতো
নেইতো অভিযোগ
একটাই দুঃখ এ বুকে
এত কাছে এসে
এত ভালবেসে
চিনতে পারিনি তোমাকে
কী ভেবে তুমি এমন করে বদলে গিয়েছ
কী সুখের আশাতে এভাবে ফিরিয়ে দিয়েছ
আমাকে আ-মা-কে ………
এই জীবনের সব সুখ কেড়ে নিয়ে তুমি সুখে আছ
এই হৃদয়ের সব আশা ভেংগে দিয়ে দূরে চলে গেছ
কী নিয়ে বেঁচে রবো একবারও তুমি যে ভাব নি
শত অনুনয় করেছি তোমাকে
তুমি তো রাখ নি ………

ম্যারী এ্যান


শিল্পীঃ অঞ্জন দত্ত
অ্যালবামঃ পুরোনো গীটার


কালো সাহেবের মেয়ে ইশকুল পালিয়ে
ধরতে তোমার দুটো হাত
কত মার খেয়েছি মুখ বুজে সয়েছি
অন্যায় কত অপবাদ
বয়স তখন ছিলো পনেরো তাই ছিলো
স্বপ্ন দেখার ব্যারাম
মাথার ভেতর ছিলো এলভিস প্রিসলি
খাতার ভেতর তোমার নাম
ম্যারী এ্যান
ম্যারী ম্যারী এ্যান
ম্যারী এ্যান ম্যারী
করে সব এলোমেলো এলভিস চলে গেলো
কেটে গেলো বছর অনেক
তোমারো মামা কাকা একে একে পাড়ি দিলো
সব্বাই মিলে বিলেত
রয়ে গেলে তোমরা আকড়ে রিপন স্ট্রিট
দু’টো ঘর সিড়ির তলায়
নোনা দেয়াল থেকে যীশূ ছলছল চোখে
হাত তুলে আশ্বাস দেয় এখনো
ম্যারী এ্যান
ম্যারী ম্যারী এ্যান
ম্যারী এ্যান ম্যারী
রিকশায় চড়ে তুমি দুলে দুলে চলে যাও
আমার পাড়া দিয়ে প্রায়ই
পাক ধরে গেছে চুলে গাল দুটো গেছে ঝুলে
নিয়মিত অবহেলায়
কোন এক অফিসেতে শর্ট হ্যান্ড নিতে নিতে
নখগুলো গেছে ক্ষয়ে
ছোট্ট বেলার প্রেম আমার কালো মেম
কোথায় গেলে হারিয়ে
ম্যারী এ্যান
ম্যারী ম্যারী এ্যান
ম্যারী এ্যান ম্যারী
তোমার বাবা ছিলো ইঞ্জিন ড্রাইভার
আমার বনেদি ব্যবসা
বংশের ইজ্জত রাখতে হলে বউ হতে হবে ফর্সা
বাঙালীর ছেলে তাই গলায় গামছা দিয়ে
ফেললাম করে বিয়ে
ছোট্ট বেলার প্রেম আমার কালো মেম
কোথায় গেলে হারিয়ে
ম্যারী এ্যান
ম্যারী ম্যারী এ্যান
ম্যারী এ্যান ম্যারী