Kumar Bishwajit লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Kumar Bishwajit লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে

গীতিকার: নকুল কুমার বিশ্বাস
শিল্পী: কুমার বিশ্বজিত

 

একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে
আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে

বন্ধু-বান্ধব আসবে যারা
নানা প্রশ্ন করবে তারা
বন্ধু-বান্ধব আসবে যারা
কত প্রশ্ন করবে তারা
আমি থাকব শুয়ে বালিশ ছাড়া
পারব না ঠোঁট নাড়িতে

আপন যারা তারা এসে
সাজাবেরে নতুন বেশে
আমি টিকিট ছাড়া উঠবো শেষে
ইঞ্জিন ছাড়া গাড়িতে

ekdin kannar rol uthbe

শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

তুমি রোজ বিকেলে tumi roj bikele

 কুমার বিশ্বজিত

তুমি রোজ বিকেলে আমার বাগানে
ফুল নিতে আসতে
জানিনা তুমি ফুল না আমাকেই
বেশি ভালবাসতে
প্রতিদিন তুমি দেখতে আমায়
গোলাপের আড়ালে লুকিয়ে,
যখনই চোখে চোখ পড়তো
লজ্জায় যেতে শুধু পালিয়ে।
কি ছিল তোমার মনে
কি ছিল তোমার মনে
পারিনি তা আজো জানতে ।
তুমি রোজ বিকেলে আমার বাগানে
ফুল নিতে আসতে
জানিনা তুমি ফুল না আমাকেই
বেশি ভালবাসতে ।
স্বপ্নের মত গেলে কোথায়
অজানাই হারিয়ে কে জানে
নিরবেই চির দিনটাই তো
স্বপনের বাঁশী বাজে এ প্রাণে
পারিনি আমি আজো
পারিনি আমি আজো
সেই স্মৃতির ইতি টানতে
তুমি রোজ বিকেলে আমার বাগানে
ফুল নিতে আসতে
জানিনা তুমি ফুল না আমাকেই
বেশি ভালবাসতে ।

শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

ও ডাক্তার

ডাক্তার
আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি,
দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ে রূপসী ভারি,
ছুরি কাঁচি সুঁইয়ের খোঁচা তার যেন না লাগে,
আমার বাঁচা মরা পরে,
তার জীবনটা আগে গো ডাক্তার,
ডাক্তার...


এই মেয়েটির জন্য বুকে আমার এই অসহ্য ব্যাথা,
এই ব্যাথার মাঝে লাগছে ভাল বলতে তারি কথা,
দেখবেন কোন মতেই যেন ঘুম থেকে না জাগে,
আমার বাঁচা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার,
ডাক্তার...


মেয়েটির জন্য আহার নিদ্রা সবই গ্যাছে চলে,
তবু বেঁচে আছি পৃথিবীতে মেয়েটি আছে বলে
দু'জনারই প্রেমের বন্ধন রাগ আর অনুরাগে,
আমার বাঁচা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার,
ডাক্তার.. . . . ডাক্তার. .

O Daktar - Kumar Bishwajit


  ----------- কুমার বিশ্বজিত