কুমার বিশ্বজিত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কুমার বিশ্বজিত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে

গীতিকার: নকুল কুমার বিশ্বাস
শিল্পী: কুমার বিশ্বজিত

 

একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে
আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে

বন্ধু-বান্ধব আসবে যারা
নানা প্রশ্ন করবে তারা
বন্ধু-বান্ধব আসবে যারা
কত প্রশ্ন করবে তারা
আমি থাকব শুয়ে বালিশ ছাড়া
পারব না ঠোঁট নাড়িতে

আপন যারা তারা এসে
সাজাবেরে নতুন বেশে
আমি টিকিট ছাড়া উঠবো শেষে
ইঞ্জিন ছাড়া গাড়িতে

ekdin kannar rol uthbe

বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

তুমি পাগল বলো আর নিঠুর বলো

কুমার বিশ্বজিত

তুমি পাগল বলো আর নিঠুর বলো
সবই তোমার আমি
তুমি নিঃস্ব হবে কভু থেমে গেলে
আমার এমন পাগলামি ..
আমি নাকি ছন্নছাড়া বড় অভিমানী
তোমার অভিযোগে হলাম যে আসামী ।।
কিছু জ্বালা দেবার ভালোবাসা দেবার ।।
একজনইতো আমি
তুমি নিঃস্ব হবে কভু থেমে গেলে
আমার এমন পাগলামি
তোমারি আঘাত পেলে এ হৃদয় বেঁকে চলে
তোমার অধিকারে এ জীবন ভাঙে গড়ে ।।
ভালোবাসা আমরা এমন গভীর বলেই ।।
তাইতো এমন আমি
তুমি নিঃস্ব হবে কভু থেমে গেলে
আমার এমন পাগলামি
তুমি পাগল বলো আর নিঠুর বলো
সবই তোমার আমি
তুমি নিঃস্ব হবে কভু থেমে গেলে
আমার এমন পাগলামি ..

সোমবার, ১৪ মার্চ, ২০১৬

তুমি বললে আকাশ হব

কুমার বিশ্বজিত ও সামিনা চৌধুরী -


তুমি বললে আকাশ হব, হাওয়ায় হব তুলো
তুমি বললে তুলে দেব মনের প্রেম গুলো
তুমি বললে দুঃখ হব, হব সুখের লগ্ন
তোমার মাঝে অনন্তকাল থাকতে চাই যে মগ্ন
তুমি আমার নতুন সর্বনাশ
তবু কল্পনাতে তোমার সাথেই আমার বসবাস

তুমি বললে সূর্য্য হয়ে রোজ সকালে আসব
তুমি বললে চাঁদের আলোয় নিঝুম রাতে হাসব
তুমি বললে নীল সাগরে হব ঢেউয়ের ভেলা
সাগর প্রেমে আসব ছুটে, ভাসবো সারাবেলা

তুমি বললে তোমার বুকের কষ্টগুলো নেব
তুমি বললে আকাশ প্রমান ভালবাসা দেব
তুমি বললে বৃষ্টি হয়ে তোমায় সিক্ত করব
আবার জন্ম হলেই আমার তোমার প্রেমেই পড়ব
তুমি বললে আকাশ চোঁব,
তুমি বললে দুঃখ হব
তুমি বললে . . ... .

সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

আমার চোখের দেখা ভুল হলো

কুমার বিশ্বজিত

আমার চোখের দেখা ভুল হলো
তোমার মনটা জানার পরে
তোমার বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে

মুখটি তোমার পূর্ণিমার চাঁদ
মনটা অমাবস্যা
আজকে যদি রোদ্র থাকে
কালকে দেখি বর্ষা
তুমি কেমনতরো মানুষ রে
আমি হাড়ে হাড়ে বুঝি রে
বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে

মিষ্টি কথার অন্তরালে
ধ্বংস করার মন্ত্র
কিভাবে যে মন ভাঙা যায়
করছে (?) ষড়যন্ত্র
তোমায় না চেনার এ মাশুল যে
আমি দেব এ জীবন ভরে
বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে

বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

যেখানে সীমান্ত তোমার

কুমার বিশ্বজিত

যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।

হাজার ফুলে ছেয়েছে যে পথ
আমি চিনি চিনি সে ঠিকানা
তোমার মনের নীরব ভাষা
সেতো আমার আছে জানা
আমিতো চাইনা তোমার এ দ্বিধা
ভেঙ্গে দাও কাঁচেরই বাধা
সীমার বাঁধন ছিঁড়ে তুমি
ধরা দাও আমারই কাছে।

ঝড়ের দিনে খুলেছে যে পথ
আমি জানি জানি তার বেদনা
নতুন আলোর জোয়ার এলে
আমি চাই তারে দিতে আশা
তুমি কি চাওনা সোনালী দিনে
সোনালী সুখেরই সারা
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে

যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে

সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

তোরে পুতুলের মত করে সাজিয়ে tore putuler moto

কুমার বিশ্বজিত

তোরে পুতুলের মত করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখব
আর হৃদয়ের চোখ মেলে তাঁকিয়ে
সারাটি জীবন ভরে দেখব
আমি নেই নেই নেইরে
যেন তোরেই মাঝে হারিয়ে গেছি ।।

তোর রিণিঝিণি কাঁকণের ছন্দ
র্নিঘুম স্বপ্নে বাজেরে
আর নন্দিত বাধনের শিহরণ
দু’চোখরে জানালায় লাগেরে
তোরে রংধনুর সাত রঙে রাঙিয়ে
ফুলদানি সাজিয়ে রাখব
আর কপালেতে নীল টিপ পরিয়ে
প্রেমেরই আল্পনা আঁকব ।।

তোর ভাবনার করিডোরে সারা দিন
হেঁটে হেঁটে যেন আমি মরেছি
আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায়
অধরেতে ঠাঁই করে নিয়েছি
তোরে বুকেরই কারাগারে চিরদিন
বন্দী করেই আমি রাখব
আর শূন্য জীবনে আমারি
অনিমেষে জড়িয়ে রাখব ।।

শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

আমি তোরই সাথে ভাসতে পারি

শিল্পীঃ কুমার বিশ্বজিত
সুরকারঃ ফরিদ আহমেদ
গীতিকারঃ লিটন অধিকারী রিন্টু



আমি তোরই সাথে ভাসতে পারি

মরণ খেয়ায় একসাথে

যদি পরাণটারে রাখিস ঢেকে

তোর পরাণের ছায়াতে।।


পুড়তে পারি তুষের মত তোর প্রেমেরই আগুনে

উড়তে পারি ছাইয়ের মত তোর প্রেমের কারণে

যদি পরাণটারে রাখিস ঢেকে

তোর পরাণের ছায়াতে।।


রইতে পারি বন্দি হয়ে যন্ত্রনারই প্রাচিরে

দিতে পারি বিষের থালা নিমেষে উজার করে

যদি পরাণটারে রাখিস ঢেকে

তোর পরাণের ছায়াতে।।

তুমি রোজ বিকেলে tumi roj bikele

 কুমার বিশ্বজিত

তুমি রোজ বিকেলে আমার বাগানে
ফুল নিতে আসতে
জানিনা তুমি ফুল না আমাকেই
বেশি ভালবাসতে
প্রতিদিন তুমি দেখতে আমায়
গোলাপের আড়ালে লুকিয়ে,
যখনই চোখে চোখ পড়তো
লজ্জায় যেতে শুধু পালিয়ে।
কি ছিল তোমার মনে
কি ছিল তোমার মনে
পারিনি তা আজো জানতে ।
তুমি রোজ বিকেলে আমার বাগানে
ফুল নিতে আসতে
জানিনা তুমি ফুল না আমাকেই
বেশি ভালবাসতে ।
স্বপ্নের মত গেলে কোথায়
অজানাই হারিয়ে কে জানে
নিরবেই চির দিনটাই তো
স্বপনের বাঁশী বাজে এ প্রাণে
পারিনি আমি আজো
পারিনি আমি আজো
সেই স্মৃতির ইতি টানতে
তুমি রোজ বিকেলে আমার বাগানে
ফুল নিতে আসতে
জানিনা তুমি ফুল না আমাকেই
বেশি ভালবাসতে ।

শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

একটা চাদঁ ছাড়া রাত ekta chad sara raat



একটা চাদঁ ছাড়া রাত
আধাঁর কালো,
মায়ের মমতা ছাড়া
কে থাকে ভাল?


মাগো মা, মাগো মা
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলনা?
মাগো মা, মাগো মা, মাগো মা।


একটু স্নেহ, একটু আদর
একটু তোমার মায়া,
পাইনি মাগো অনেক বছর
তোমার আচঁল ছাঁয়া। (২)
মাগো মা, মাগো মা,
তোমার কাছে আসার
সকল বাধা এবার তোলনা।
মাগো মা, মাগো মা, মাগো মা।


খাচাঁর পাখি খাচাঁয় বসে
দুরের আকাশ দেখে,
কেমন করে ঘুমাও মাগো
আমায় একা রেখে। (২)
মাগো মা, মাগো মা
তোমার চরণ ধূলা নেবার আশা
পূর্ণ হল না।
মাগো মা, মাগো মা, মাগো মা।


একটা চাদঁ ছাড়া রাত
আধাঁর কালো,
মায়ের মমতা ছাড়া
কে থাকে ভাল?


মাগো মা, মাগো মা
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলনা?
মাগো মা, মাগো মা, মাগো মা।

শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
অ্যালবামঃ রোদেলা দুপুর 

শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

ও ডাক্তার

ডাক্তার
আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি,
দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ে রূপসী ভারি,
ছুরি কাঁচি সুঁইয়ের খোঁচা তার যেন না লাগে,
আমার বাঁচা মরা পরে,
তার জীবনটা আগে গো ডাক্তার,
ডাক্তার...


এই মেয়েটির জন্য বুকে আমার এই অসহ্য ব্যাথা,
এই ব্যাথার মাঝে লাগছে ভাল বলতে তারি কথা,
দেখবেন কোন মতেই যেন ঘুম থেকে না জাগে,
আমার বাঁচা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার,
ডাক্তার...


মেয়েটির জন্য আহার নিদ্রা সবই গ্যাছে চলে,
তবু বেঁচে আছি পৃথিবীতে মেয়েটি আছে বলে
দু'জনারই প্রেমের বন্ধন রাগ আর অনুরাগে,
আমার বাঁচা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার,
ডাক্তার.. . . . ডাক্তার. .

O Daktar - Kumar Bishwajit


  ----------- কুমার বিশ্বজিত

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

তুমি যদি বলো পদ্মা মেঘনা

  কুমার বিশ্বজিত

তুমি যদি বলো পদ্মা মেঘনা এক দিনে দেবো পাড়ি
 তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি
 তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা
 তুমি যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তমা
 ওহ… তুমি যদি বলো জনতা ব্যাংকে ভালোবাসা দেবো জমা
 তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা

 

এই তোমারি জন্যে হতে পারি দেবদাস রোমিও
 এই তোমারি জন্যে ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও
 এই তোমারি জন্যে এনে দিতে পারি আকাশের যত তারা
 শুধু পারবোনা আমি যদি বলো তুমি বাঁচতে তোমাকে ছাড়া
 তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা

 

এই তোমারি জন্যে অনায়াসে আমি হিমালয় ডিঙাবো
 এই তোমারি জন্যে ঘুম হীন চোখে রাত্রি কাটাবো
 এই তোমারি জন্যে গোটা পৃথিবীটা ভরে দেবো ফুলে ফুলে
 শুধু পারবোনা আমি যদি বলো তুমি থাকতে তোমাকে ভুলে
 তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা
 তুমি যদি বলো কষ্টগুলো উড়িয়ে দেবো হাওয়ায়
 ওহ… তুমি যদি বলো করবো বদল নিজেকে তোমার চাওয়া 


তুমি আমার শুধু আমার ভালো লাগে কবিতা
 
tumi jodi bolo podda meghna