কুমার বিশ্বজিত
তুমি যদি বলো পদ্মা মেঘনা এক দিনে দেবো পাড়ি তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা তুমি যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তমা ওহ… তুমি যদি বলো জনতা ব্যাংকে ভালোবাসা দেবো জমা তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা এই তোমারি জন্যে হতে পারি দেবদাস রোমিও এই তোমারি জন্যে ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও এই তোমারি জন্যে এনে দিতে পারি আকাশের যত তারা শুধু পারবোনা আমি যদি বলো তুমি বাঁচতে তোমাকে ছাড়া তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা এই তোমারি জন্যে অনায়াসে আমি হিমালয় ডিঙাবো এই তোমারি জন্যে ঘুম হীন চোখে রাত্রি কাটাবো এই তোমারি জন্যে গোটা পৃথিবীটা ভরে দেবো ফুলে ফুলে শুধু পারবোনা আমি যদি বলো তুমি থাকতে তোমাকে ভুলে তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা তুমি যদি বলো কষ্টগুলো উড়িয়ে দেবো হাওয়ায় ওহ… তুমি যদি বলো করবো বদল নিজেকে তোমার চাওয়া তুমি আমার শুধু আমার ভালো লাগে কবিতা
tumi jodi bolo podda meghna
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন