বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়



দুঃখ ভালোবেসে
প্রেমের খেলা খেলতে হয়
আগুনে মন পুড়ে
অলঙ্কার বানাতে হয়
কোনদিন কোনদিন যদি আসে
আমি নাই গো পাশে
সেইদিন সেদিন বলো অবশেষে
প্রেম থাকে বিশ্বাসে
চিরদিন চিরদিন প্রেম বলে
আমি তো চোখের জলে
সব ঋণ সব ঋণ মুছে দিয়ে
মরবো তোমাকে নিয়ে
—————–
শিল্পী: সাবিনা ইয়াসমিন
চলচ্চিত্র: জন্ম থেকে জ্বলছি

1 টি মন্তব্য: