আমার মন বলে তুমি আসবে
হৃদয়ের বসন্ত বাহারে
প্রেমের অভিসারে আসবে।।
কত যুগ গেল পথ চেয়ে
তবুও তো পথ ফুরায় না
কত কাল গেল গান গেয়ে
তবুও তো গান শেষ হয় না
স্বপ্নের দোয়ার হতে সরে
ঘোরের দ্বারে জানি আসবে।।
কত ঝড় আসে পৃথিবীতে
তবুও তো ফুল ঝরে না
কত দুঃখ আসে ব্যাথা
তবুও তো আশা হারায় না
অচেনার আড়াল হতে সরে
আপন ঘরের দিকে আসবে।।
শিল্পীঃ রুনা লায়লা
সুরকারঃ সত্য সাহা
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন