বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

মনটা যদি খোলা যেত



মনটা যদি খোলা যেত
সিন্ধুকেরই মত
দেখাইতে পারিতাম তোমায়
ভালোবাসি কত
পাগল করিলা বন্ধু
কি যাদু করিলা রে
ও প্রাণ বন্ধু রে
ও সোনা বন্ধু রে
ও বন্ধুরে…ও…
ভাসাইলা ভাসাইলা মোরে
উথাল প্রেমের জোয়ারে
নাকের যেমন নোলক আছে
কানের আছে দুল রে
ফুলের যেমন ভ্রমর আছে
নদীর আছে কুল রে
তুমি আমার জীবন তরী
আশারই দরিয়া রে
———————————–
চলচ্চিত্রঃ চন্দন দ্বীপের রাজকন্যা
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন